For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে হার্দিকদের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন কেন, গুজরাত ও হায়দরাবাদের প্রথম একাদশে কারা?

Google Oneindia Bengali News

আইপিএলের ২১তম ম্যাচে আজ নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। হার্দিক পাণ্ডিয়ার দলই একমাত্র চলতি আইপিএলে অপরাজেয়। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে পরাস্ত সানরাইজার্স হায়দরাবাদ আগের ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে। আগের ২০টি ম্যাচের ধারা বজায় রেখে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স। দুই দলই অপরিবর্তিত।

 গুজরাত ও হায়দরাবাদের প্রথম একাদশে কারা?

সানরাইজার্স হায়দরাদ চেন্নাই সুপার কিংসকে ১৪ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছে। যদিও প্রথম দুটি ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে যথাক্রমে ৬১ ও ১২ রানে পরাজিত হয়েছিল। গুজরাত টাইটান্স আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসকে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায়। দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করে ১৪ রানে পরাস্ত করে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আবার ১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল, শেষ দুই বলে দুটি ছয় মারেন রাহুল তেওয়াটিয়া।

 গুজরাত ও হায়দরাবাদের প্রথম একাদশে কারা?

আজকের ম্যাচে ২টি উইকেট তুলে নিতে পারলেই আফগানিস্তানের স্পিনার রশিদ খানের আইপিএলে ১০০ উইকেট দখলকারীদের তালিকায় নাম লেখাবেন। প্রথম দুটি ম্যাচে একটি করে উইকেটপ্রাপ্তির পর পাঞ্জাব কিংস ম্যাচে রশিদ ৩টি উইকেট পান। স্টার স্পোর্টসের গেমপ্ল্যান অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছেন, রশিদ খান সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভালো খেলতে বদ্ধপরিকর থাকবেন। শুধু তাই নয় তিনি গুজরাত টাইটান্সকে এই ম্যাচ জেতাতেও চাইবেন। উল্লেখ্য, আজই প্রথমবার আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে পুরানো দলের বিরুদ্ধে খেলবেন রশিদ। শাস্ত্রী এই ম্যাচে গুজরাত টাইটান্সকেই ফেভারিট ধরছেন। কারণ হিসেবে তিনি যুক্তি মেলে জানিয়েছেন, সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে গুজরাত টাইটান্স ভালো খেলছে। সানরাইজার্স আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। কিন্তু তবুও ফেভারিট হিসেবেই নামবে গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ডিয়ার বল হাতে ছন্দ ফিরে পাওয়াকে গুজরাত টাইটান্স তো বটেই, ভারতীয় দলের পক্ষেও ইতিবাচক বলে মন্তব্য করেছেন হরভজন সিং, ইরফান পাঠানরা।

টস জিতে কেন উইলিয়ামসন জানিয়েছেন, শিশিরের কথা মাথায় রেখেই রান তাড়া করার সিদ্ধান্ত। তবে কম রানের মধ্যেই গুজরাত টাইটান্সকে তার আগে বেঁধে ফেলতে চান। হায়দরাবাদ অধিনায়কের কথায়, প্রথম ম্যাচের তুলনায় আমরা দ্বিতীয় ম্যাচে উন্নতি করেছি এবং তৃতীয় ম্যাচে জয় পেয়েছি। সামগ্রিকভাবে উন্নতি হচ্ছে, সেই ধারা আজও বজায় রাখতে পারব বলে আশা করি। মাঠগুলির সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে হবে। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন টাইটান্স ক্যাপ্টেন হার্দিক। এই মাঠে প্রথমবার খেলব, প্রথমে ব্যাট করা নিয়েও চিন্তিত নই। পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারাতেই সাফল্য আসছে। রেজাল্টের চেয়েও গুরুত্বপূর্ণ প্রসেস। এই ম্যাচটিকেও গুরুত্ব দিচ্ছি, কঠোর পরিশ্রম যে আমরা করছি সেটা মাঠেও দেখাতে হবে। ফিনিশার হিসেবে রাহুল তেওয়াটিয়ার প্রশংসাও করেন হার্দিক। যে আত্মবিশ্বাস তেওয়াটিয়া দেখাচ্ছেন তা তাঁর সাহস ও চরিত্রের পরিচায়ক বলেই মন্তব্য হার্দিকের।

গুজরাত টাইটান্স- ম্যাথু ওয়েড (উইকেটকিপার), শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, দর্শন নালকণ্ডে, মহম্মদ শামি, লকি ফার্গুসন

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), এইডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন

English summary
IPL 2022: Sunrisers Hyderabad Have Won The Toss And Elected To Bowl Against Gujarat Titans Ravi Shastri Feels Rashid Who Is 2 Wickets Away From 100th IPL Wicket Will Want To Perform Well Against Hyderabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X