IPL 2022: চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বে ফিরে টস হারলেন ধোনি, প্রথমে ফিল্ডিং সানরাইজার্সের, দলে কারা?
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে দক্ষিণ ভারতীয় ডার্বিতে রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সিএসকে অরেঞ্জ আর্মির কাছে পরাস্ত হয়েছিল। গতবারের চ্যাম্পিয়নদের কাছে তাই আজকের ম্যাচ বদলার ম্যাচও। মহেন্দ্র সিং ধোনি আজ থেকে ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব সামলাবেন। গতবারের আইপিএলে দুবারই হায়দরাবাদকে হারিয়েছিল সিএসকে। সিএসকের নেতৃত্বে এসে অবশ্য টস হেরেছেন ধোনি। প্রথমে ফিল্ডিং করবে সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথম সাক্ষাতে
চলতি আইপিএলের ১৭তম ম্যাচে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে ১৪ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। মঈন আলির ৪৮ রানের দৌলতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলেছিল সিএসকে। ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন দুটি করে উইকেট দখল করেন। জবাবে ১৭.৪ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অরেঞ্জ আর্মি। অভিষেক শর্মা ৭৫ রান করেছিলেন। ১৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন রাহুল ত্রিপাঠী। মুকেশ চৌধুরী ও ডোয়েইন ব্র্যাভো নিয়েছিলেন দুটি করে উইকেট।

পারস্পরিক দ্বৈরথে
আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে চেন্নাই সুপার কিংস এগিয়ে রয়েছে ১২-৫ ব্যবধানে। শেষ পাঁচটি সাক্ষাতে তিনটিতে চেন্নাই ও দুটিতে হায়দরাবাদ জিতেছে। গতবারের আইপিএলে দুবারই হায়দরাবাদকে হারিয়েছিল ধোনির নেতৃত্বাধীন সিএসকে। প্রথম সাক্ষাতে জয় এসেছিল ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে। ফিরতি সাক্ষাতে সিএসকে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছিল। ২০২০ সালের ২ অক্টোবর ৭ রানে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর এবারের আইপিএলেই প্রথমবার চেন্নাই-বধ সারতে সক্ষম হয় হায়দরাবাদ।

কে কোথায় দাঁড়িয়ে?
৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনও অবধি পয়েন্ট তালিকার চারে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে, ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে চেন্নাই সুপার কিংস। প্লে অফে উঠতে গেলে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে বাকি সব ম্যাচই ডু অর ডাই। অর্থাৎ ৬টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৬, প্লে অফে উঠতে গেলে এই পয়েন্টে পৌঁছাতেই হবে। আর যদি ধোনিরা ১৪ পয়েন্টে পৌঁছান ৫টি ম্যাচ জিতে তাহলে শেষ চারে যেতে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। সানরাইজার্স আজ জিতলে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
|
টস হেরেই ধোনির বড় বিবৃতি
টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, আমরা রান তাড়া করতে ভালোবাসি এবং সেটা ভালোভাবে করতে পারছিও। সানরাইজার্স হায়দরাবাদ দলে কোনও পরিবর্তনও আনা হয়নি। মহেন্দ্র সিং ধোনি টস হারার পর সঞ্চালকের প্রশ্নের উত্তরে বলেন, সামনের বছরও হলুদ জার্সিতে আমাকে দেখতে পারবেন। এই হলুদ জার্সি বা অন্য কোনও হলুদ রঙের জার্সিতে! ব্যর্থতার কারণ হিসেবে ধোনি বলেছেন, আমরা এমন কিছু ক্যাচ মিস করেছি যেগুলি অনুশীলন করা সম্ভব নয়। বোলিংয়ের ক্ষেত্রেও কিছু ওভারে অনেক বেশি রান দিয়ে ফেলেছি। ১৮ রান অবধি চলতে পারে, কিন্তু ২৪-২৫ রান কখনও প্রত্যাশিত নয়। চেন্নাই সুপার কিংস দলে দুটি পরিবর্তন। ফিট না থাকায় ডোয়েইন ব্র্যাভোকে বসানো হয়েছে। শিবম দুবেও দলের বাইরে। প্রথম একাদশে এসেছেন ডেভন কনওয়ে ও সিমরজিৎ সিং। বিয়ের পর আজই প্রথম খেলবেন কনওয়ে।
সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, ডোয়েইন প্রিটোরিয়াস, সিমরজিৎ সিং, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী