For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএল অভিযানে প্রস্তুত বিরাট, কোহলির সঙ্গে আরসিবিতে কাকে বিপজ্জনক মানছেন গাভাসকর?

Google Oneindia Bengali News

আইপিএলে কাল রয়েছে ডাবল হেডার। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। বিরাট কোহলি আইপিএল শুরুর আগে নিজের প্রস্তুতির ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত তিনি। যতই বিরাট আরসিবির নেতৃত্ব ছাড়ুন না কেন, তাঁর দিকেই যে সকলের ফোকাস থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

২০১২ সালের পর ফের বিরাট আরসিবির হয়ে খেলবেন সাধারণ ব্যাটার হিসেবে। যদিও মনোজ তিওয়ারি ওয়ানইন্ডিয়া বেঙ্গলিকে বলেছেন, যে প্যাশন নিয়ে বিরাট খেলেন তাতে অধিনায়কত্বের ট্যাগটাই থাকবে না। বিরাট একইরকম থাকবেন আরসিবিতে। এমনকী সম্প্রতি ভারতীয় দলের হয়েও বিরাটের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে তাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনে হয়েছে রোহিত যেন অর্ধেকটা নিয়েছেন, বাকিটা বিরাট। বিরাট কোহলির পরামর্শ নিয়েই যে ফাফ দু প্লেসি দল পরিচালনা করবেন সেই ইঙ্গিতও মিলছে। অধিনায়ক হিসেবে পারেননি, কিন্তু বিরাট নিজেও এবার আরসিবিকে প্রথমবার আইপিএল খেতাব জেতাতে মুখিয়ে থাকবেন বলেই ধারণা ক্রিকেট মহলের।

কোহলির সঙ্গে আরসিবিতে কাকে বিপজ্জনক মানছেন গাভাসকর?

(ছবি- বিরাট কোহলি ইনস্টাগ্রাম)

আইপিএল সম্প্রচারকারী সংস্থার গেমপ্ল্যান অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এবারের আইপিএলে বিরাটের ভূমিকা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সানি বলেন, এখনও বলতে পারছি না কোহলি পরে ফের অধিনায়ক হবেন কিনা। কিন্তু একজনের উপর থেকে যখন নেতৃত্বের ভার চলে যায়, তখন তাঁর পক্ষে নিজেকে মেলে ধরা অনেক সহজ হয়ে যায়। বাকি ১০ জনের চিন্তা তাঁকে করতে হয় না। কোনও অধিনায়ককে দলের ১০ জন তো বটেই, বাকিদের কথাও ভাবতে হয়। কে ফর্মে রয়েছেন বা নেই, তাঁরা দলের ভালোর জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন কিনা, এমন নানা বিষয় একজন ক্যাপ্টেনের মাথায় রাখতে হয়। এবার বিরাট ক্যাপ্টেন নন। হতেই পারে তাঁকে ২০১৬ সালের মতো ছন্দে দেখতে পাওয়া যাবে। যেবার বিরাট এক হাজারের কাছাকাছি রান করেছিলেন (১৬ ম্যাচে ৯৭৩ রান, চারটি শতরান ও ৭টি অর্ধশতরান-সহ।

চেন্নাই সুপার কিংসের হয়ে গত দুই বছর বিধ্বংসী ফর্মে থাকা দু প্লেসি এবার আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন। সেই ফর্ম ধরে রাখতে পারলে তা আরসিবি ভক্তদের আশ্বস্ত করবে। গাভাসকরের মতে, এবিডি না থাকলেও ভরসা রাখা যেতেই পারে গ্লেন ম্যাক্সওয়েলের উপর, যদিও শুরুর দিকে তাঁকে পাচ্ছে না আরসিবি। ম্যাক্সওয়েল প্রসঙ্গে গাভাসকর বলেন, কোন অ্যাপ্রোচ নিয়ে ম্যাক্সওয়েল প্রতিটি ইনিংস খেলবেন তার উপরই সব কিছু নির্ভর করবে। কখনও তাঁর অ্যাপ্রোচ অবিশ্বাস্যভাবে ভালো থেকেছে, কখনও তা ততটা ভালো হয়নি। গত বছর বিরাট কোহলির সঙ্গে এবি ডি ভিলিয়ার্স ছিলেন, যাঁরা বিশ্ব ক্রিকেটের দুই 'ফাইনেস্ট' ব্যাটার। এই বিষটিও ম্যাক্সওয়েলের খেলাকে উন্নত করার পক্ষে ইতিবাচক ভূমিকা নিয়েছিল। ফলে ম্যাক্সওয়েল নিজের খেলার মানেরও উন্নতি ঘটাতে সক্ষম হয়েছিলেন। এবার যদি তিনি মনে মনে ঠিক করে নেন যে এবিডি যেটা আরসিবিতে করতেন, আমিও তেমনটাই করব, তাহলে আসন্ন আইপিএলে আরসিবি ম্যাক্সওয়েল ম্যাজিকের সাক্ষী থাকতে পারে।

English summary
Sunil Gavaskar Says With Change In Leadership At RCB Kohli May Play Like 2016 Season. RCB Will Take On Punjab Kings Tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X