For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: সানরাইজার্সের বিরুদ্ধে শক্তি বাড়াচ্ছে সুপার জায়ান্টস, রাহুলকে কোন ভূমিকাতেও দেখতে চান সানি?

Google Oneindia Bengali News

আইপিএলে আজ মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসের কাছে বড় ব্যবধানে হেরে পয়েন্ট তালিকার একেবারে নীচে রয়েছে। লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্সের কাছে প্রথম ম্যাচে হারলেও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে।

রাহুলকে কোন ভূমিকাতেও দেখতে চান সানি?

সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলাররা মোটের উপর খারাপ বোলিং না করলেও ভালো মানের স্পিনারের অভাব ভুগিয়েছে উইলিয়ামসনদের। সঙ্গে নো বোলের সমস্যাও। ওয়াশিংটন সুন্দর ও ষষ্ঠ বোলার অভিষেক শর্মার মোট চার ওভারে খরচ হয়েছে ৬২ রান। ব্যাট করতে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়েও লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছিল সানরাইজার্স। কিছুটা মানরক্ষা হয়েছে এইডেন মার্করাম ও সুন্দরের ব্যাটিংয়ে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১১ রানের লক্ষ্যপূরণ করে জয়ের ধারা বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। নিভৃতবাস কাটিয়ে আজ দলে আসছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। ফলে নিশ্চিতভাবেই লোকেশ রাহুলের দলের শক্তি বাড়ছে।

রাহুলকে কোন ভূমিকাতেও দেখতে চান সানি?

লোকেশ রাহুল চলতি আইপিএলেই ফিনিশারের ভূমিকাতেও অবতীর্ণ হতে পারেন বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, লোকেশ রাহুল যে কোনও দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্যাটিংয়ে ওপেন করেন, ২০ ওভার টিকে দলের ইনিংসকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন। রাহুল ফিনিশার হিসেবেও কার্যকরী হতে পারেন বলে আমার বিশ্বাস। রাহুল শুধু এমন একজন ব্যাটার নন যিনি ওপেন করতে নেমে দলকে একটা ভালো শুরুই শুধু দিতে পারেন। ফিনিশার হিসেবেও প্রয়োজনীয় শট মারতে দক্ষ তিনি। ফলে রাহুল যদি ১৫-১৬ ওভার অবধি টিকে যান, তাহলে সহজেই লখনউ সুপার জায়ান্টস ২০০ বা তার বেশি রান তুলে ফেলতে পারবে। উল্লেখ্য, এমনিতেই কুইন্টন ডি কক ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিকে টুর্নামেন্টের অন্যতম সেরা ওপেনিং জুটি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাহুলকে কোন ভূমিকাতেও দেখতে চান সানি?

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, এভিন লুইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), এইডেন মার্করাম, আবদুল সামাদ, রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

English summary
IPL 2022: Sunrisers Hyderabad Will Take On Lucknow Super Giants In Mumbai. Sunil Gavaskar Opines KL Rahul Could Also Be The Finisher For Lucknow Super Giants.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X