For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দেশের হয়ে 'আনফিট' স্পিডস্টার নরকিয়া যোগ দিলেন দিল্লি ক্যাপিটালস শিবিরে, আত্মবিশ্বাসী পন্টিংরা

Google Oneindia Bengali News

দিল্লি ক্য়াপিটালস শিবিরে স্বস্তি। টি ২০ বিশ্বকাপের পর আর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দেখা যায়নি স্পিডস্টার আনরিখ নরকিয়া (Anrich Nortje)-কে। দক্ষিণ আফ্রিকা যে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলছে তাতেও নামেননি। অথচ সেই নরকিয়াই মুম্বই পৌঁছে গেলেন আইপিএল খেলার জন্য।

এলেন নরকিয়া

এলেন নরকিয়া

নরকিয়াকে ৬.৫ কোটি টাকায় নিলামের আগে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। হিপ ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে সিরিজে নামতে পারেননি নরকিয়া। এরপর নিউজিল্যান্ড সিরিজেও খেলেননি। বাংলাদেশের বিরুদ্ধেও না। ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হয়েছিল, ম্যাচ ফিট হতে দেরি রয়েছে নরকিয়ার। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয় নরকিয়া আইপিএলে নামতে পারবেন কিনা তা নিয়েই। কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতে পৌঁছানোর ছবি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার।

(ছবি- আনরিখ নরকিয়ার ইনস্টাগ্রাম স্টোরি)

দিল্লি শিবিরে স্বস্তি

দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণের এবার প্রধান অস্ত্রই আনরিখ নরকিয়া। আইপিএলে ২৪ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন। তার মধ্যে গত বছর ৮টি ম্যাচে তিনি নেন ১২ উইকেট। ২০২০ সালের আইপিএলে ১৬ ম্যাচে তাঁর ঝুলিতে গিয়েছিল ২২ উইকেট। জানা গিয়েছে, ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিক্যাল টিম শর্তসাপেক্ষে নরকিয়াকে আইপিএল দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের মেডিক্যাল টিম নরকিয়াকে সবুজ সঙ্কেত দিলে তবেই তিনি নামতে পারবেন আইপিএলে। নভেম্বরের ৬ তারিখ টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর থেকেই আর মাঠে নামতে পারেননি তিনি।

আত্মবিশ্বাসী পন্টিং

নরকিয়া আসায় দল যে শক্তিশালী হলো তা স্পষ্ট দিল্লি ক্যাপিটালসের কথায়। দিল্লি ক্যাপিটালসে এবার অনেক নতুন মুখ। তা সত্ত্বেও অনুশীলনে সকলকে দেখে রিকি পন্টিং নিশ্চিত এবারের আইপিএলে দল ভালোই পারফরম্যান্স উপহার দেবে। এবারের নিলামে ভবিষ্যতের কথা মাথায় রেখে যে রণকৌশল নিয়ে যাওয়া হয়েছিল এবং যে দল গঠন সম্ভব হয়েছে তাতে সন্তুষ্ট পন্টিং। ক্রিকেটারদের খুঁটিনাটি ত্রুটি সারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য প্রথম একাদশ চূড়ান্ত করাই পন্টিংয়ের বড় কাজ। তিনি বলেছেন, এবার সাতদিনের পরিবর্তে তিনদিনের নিভৃতবাস থাকায় সুবিধাই হয়েছে। কোচিং স্টাফে শেন ওয়াটসন, অজিত আগরকারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে পন্টিং।

সাফল্যের সন্ধানে প্রস্তুত দল

রিকি পন্টিং চিরাচরিত ঢঙে যেভাবে দলকে উজ্জীবিত করছেন তা যথেষ্টই ইতিবাচক বলে মনে করছেন অক্ষর প্যাটেল। গত বছরটিকেই তাঁর কেরিয়ারের স্বপ্নের বছর বলে উল্লেখ করেছেন অক্ষর। এবারের আইপিএলেও তাঁর বোলিংয়ের পাশাপাশি ব্য়াটিংয়ের উপরও ভরসা রাখবে দিল্লি ক্যাপিটালস। দিল্লি অক্ষরকেও ধরে রেখেছিল। ফলে নিজেকে সিনিয়র ক্রিকেটার হিসেবে উপলব্ধি করা অক্ষর আস্থার মর্যাদা দিতে চান। ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লি যে এবার চ্যাম্পিয়ন হতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে মুখিয়ে তা বোঝা গিয়েছে অক্ষরের কথায়। দুরন্ত ফর্ম ধরে রাখার ইঙ্গিত মিলেছে নেট প্র্যাকটিসে পন্থের ধুন্ধুমার ব্যাটিংয়ে।

English summary
IPL 2022: South African Pacer Anrich Nortje Has Arrived In Mumbai To Play For Delhi Capitals. DC Coach Ricky Ponting And Axar Patel Are Confident Of Good Show In IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X