For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে উচ্ছ্বসিত বাটলার, বিরাটদের চাপে রাখতে রাজস্থানের ভরসা কোন ত্রয়ীর অভিজ্ঞতা?

Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। রয়্যালস ওপেনার জস বাটলার চলতি মরশুমে একমাত্র শতরানটি হাঁকিয়েছেন জস বাটলার। তবে নিজের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর কথা উঠে এসেছে বোলারদের প্রশংসা। প্রসিদ্ধ কৃষ্ণর ভারতীয় দলের উজ্জ্বল সম্ভাবনা নিয়েও আশাবাদী তিনি। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১টি মেডেন-সহ ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে প্রসিদ্ধ ৩৭ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছেন।

 বিরাটদের চাপে রাখতে রাজস্থানের ভরসা কোন ত্রয়ীর অভিজ্ঞতা?

প্রসিদ্ধ কৃষ্ণ গত বছর ভারতের একদিনের আন্তর্জাতিক দলে প্রথম সুযোগ পান। এখনও অবধি ৭টি একদিনের আন্তর্জাতিকে তিনি ১৮টি উইকেট পেয়েছেন, সেরা বোলিং ১২ রানে ৪ উইকেট। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯টি, ৫০ ওভারের ৫৭ ম্যাচে ১০২টি এবং টি ২০-তে ৫৬টি ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণর ঝুলিতে রয়েছে ৫১ উইকেট। গতি ও বাউন্সে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলকে বারবার সমস্যায় ফেলেন। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স সত্ত্বেও এখনও টেস্ট ও টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়নি ২৬ বছরের এই কর্নাটকের পেসারের। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, প্রসিদ্ধর ভালো গতি রয়েছে, যথেষ্ট দক্ষ বোলার। একজন সফল ফাস্ট বোলার হতে যে গুণগুলি দরকার তার সবই রয়েছে প্রসিদ্ধর মধ্যে। তিনি তিনটি ফরম্যাটেই দেশের হয়ে খেলে সাফল্য পাবেন বলে আমার বিশ্বাস। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তাঁকে দেখতে আমি যথেষ্ট আগ্রহী।

 বিরাটদের চাপে রাখতে রাজস্থানের ভরসা কোন ত্রয়ীর অভিজ্ঞতা?

রাজস্থান রয়্যালস এবার অনেকেরই মন জয় করেছে। ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ হিসেবে বাটলারের উপলব্ধি, গুরুত্বপূর্ণ মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ বোলারদের উপস্থিতি। তিনি বলেছেন, এই বোলারদের অভিজ্ঞতা অমূল্য। তাঁদের দলে থাকার বিষয়টি অনবদ্য। তাঁদের থেকে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি তুল্যমূল্য ছিল একটা সময়। অশ্বিন এসে উইকেট পেলেন, তারপর চাহাল দুই বলে দুটি উইকেট তুলে নিলেন। এঁরা টপ পারফর্মার, জানেন কখন কী করতে হবে।

 বিরাটদের চাপে রাখতে রাজস্থানের ভরসা কোন ত্রয়ীর অভিজ্ঞতা?

ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে ভেজা বলে অনুশীলন করছে রাজস্থান রয়্যালস। এমনকী বল ভিজিয়ে ক্যাচ প্র্যাকটিসও চলছে। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসা করে বাটলার জানিয়েছেন, তাঁর নেতৃত্বে খেলা উপভোগ করেন। আগের থেকে নিজের খেলার উন্নতি ঘটেছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক পরিণত হয়েছেন সঞ্জু, নিজের দক্ষতার প্রতি আস্থাশীল থেকে নিজের মতো করে নেতৃত্ব দেন। দলে ভালো পরিবেশ বজায় রাখতে পেরে সতীর্থদের কাছ থেকে সম্মান আদায় করতে সঞ্জু সক্ষম হচ্ছেন বলেই মন্তব্য বাটলারের। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রয়্যালস।

English summary
IPL 2022: Jos Buttler Says Prasidh Krishna Will Play All Three Formats For India. According To Buttler, The Team Is Benefitting From The Invaluable Experience Of Ashwin, Chahal And Boult In Crunch Situations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X