IPL 2022: আইপিএলে মুখোমুখি ব্যাঙ্গালোর ও পাঞ্জাব! প্লে অফের দৌড়ে ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ?
আইপিএলে প্লে অফের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্নে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে আরসিবি ২ উইকেটে ২০৫ রান তোলার পরেও পাঞ্জাব কিংস এক ওভার বাকি থাকতে ৫ উইকেটে জয়লাভ করেছিল। পয়েন্ট তালিকায় আরসিবি রয়েছে চারে, পাঞ্জাব কিংস আটে।

কে কোথায়?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আজ জিতলে তারা উঠে আসবে তিনে। ফাফ দু প্লেসির দলের নেট রান রেট এখনও মাইনাসে (-০.১১৫)। আরসিবি দুটি ম্যাচ জিতলে ১৮ পয়েন্টে পৌঁছে প্লে অফ নিশ্চিত করতে পারে। কিন্তু যদি একটিতে হেরে যায় সেক্ষেত্রে ১৬ পয়েন্টে পৌঁছে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। তাই বড় ব্যবধানে জয় পেতেও মুখিয়ে থাকবে আরসিবি। পাঞ্জাব কিংসের ১১ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৬। পাঞ্জাবের নেট রান রেটও খুব খারাপ (- ০.২৩১)। আজ জিতলে প্লে অফের দৌড়ে টিকে থাকবে ময়াঙ্ক আগরওয়ালের দল। কিন্তু হারলে যেমন নেট রান রেট আরও খারাপ জায়গায় চলে যাবে, তেমনই ১৪ পয়েন্ট শেষ চারে ওঠার ক্ষেত্রে যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে।
|
নজরে বিরাট
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে প্রথম পাঁচ ব্যাটারের চারজনই ৩০ বা তার বেশি রান করেছেন। জশ হ্যাজলউডের নেতৃত্বে বোলিংও ভালোই হয়েছে। ফাফ দু প্লেসি আইপিএলে সর্বাধিক রান করেছেন পাঞ্জাবের বিরুদ্ধেই। ১৩ ইনিংসে ৭০২। এবারও প্রথম সাক্ষাতে ৫৭ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। এই বিষয়টি নিশ্চিতভাবেই ইতিবাচক রাখবে আরসিবি অধিনায়ককে। আগ্রাসী ব্যাটিং করে ভরসা দিচ্ছেন রজত পাতিদারও। গ্লেন ম্যাক্সওয়েল ছন্দে ফিরেছেন, ফিনিশার হিসেবে বিধ্বংসী হয়ে উঠছেন দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারঙ্গাও ঘূর্ণিতে বিব্রত রাখছেন ব্যাটারদের। তবে এরই মধ্যে আজও নজর থাকবে বিরাট কোহলির দিকে। পাঞ্জাব ম্যাচে তিনি ছন্দে ফেরেন কিনা তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
|
টিকে থাকার লড়াই
পাঞ্জাব কিংস শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা দেখাতে না পারায় ক্রমেই নীচে নেমে গিয়েছে। পাঁচ দিনের বিরতির পর ফের মাঠে নামছে ময়াঙ্ক আগরওয়ালের দল। তাদের কাছে সব ম্যাচই ডু অর ডাই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে ১৮৯ রান তুলেও জিততে পারেনি পাঞ্জাব। তবে এরই মধ্যে ইতিবাচক দিক হলো, ওপেনার হিসেবে জনি বেয়ারস্টোর ফর্মে ফেরা। ব্যাট হাতে ভরসা দিচ্ছেন জিতেশ শর্মা। কিন্তু চলতি আইপিএলে বোলিংয়ের ইকনমিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের তালিকায় পাঞ্জাব রয়েছে দ্বিতীয় স্থানে, মুম্বই ইন্ডিয়ান্সের পরেই। দলগত ইকনমি রেট ৮.৬৫। কাগিসো রাবাডা, অর্শদীপ সিংরা চাকা ঘোরাতে পারেন কিনা সেদিকে নজর থাকবে।
|
কেমন হবে একাদশ?
আইপিএলে পাঞ্জাব ও ব্যাঙ্গালোর পরস্পরের মুখোমুখি হয়েছে ২৯ বার। ১৬টিতে জিতেছে পাঞ্জাব কিংস। ১৩টিতে জয় আরসিবির। শেষ পাঁচটি সাক্ষাতে অবশ্য ৪-১ ব্যবধানে এগিয়ে পাঞ্জাবই। আজ দুই দলেই রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। আরসিবি উইনিং কম্বিনেশন ধরে রাখবে। পাঞ্জাবের প্রথম একাদশে পরিবর্তন হতেও পারে। একনজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে দুই দল-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড
পাঞ্জাব কিংস- জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা।