For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সকে কেন ভোগাতে পারে স্পিন আক্রমণ? নজর রাখবেন কাদের দিকে?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের সফলতম দল। চেন্নাই সুপার কিংসের কাছ থেকে আইপিএল খেতাব ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে এবার মাঠে নামবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। উইকেট দুই দলের পক্ষেই সহায়ক হলেও মুম্বই ইন্ডিয়ান্স মুম্বই ও পুনেতে দর্শকদের শব্দব্রহ্ম-সহ হোম অ্যাডভান্টেজ যে পাবে তা নিয়ে সংশয় নেই। রোহিতদের দলও এবার যথেষ্ট শক্তিশালী। শুধু চিন্তা থাকছে স্পিন আক্রমণ নিয়ে।

সচিনে উদ্বুদ্ধ দল

মুম্বই ইন্ডিয়ান্স দলকে চাঙ্গা করতে শিবিরে যোগ দিয়েছেন আইকন সচিন তেন্ডুলকর। জোফ্রা আর্চার ছাড়া সব বিদেশিকেই এবারের আইপিএলে পাবে মুম্বই ইন্ডিয়ান্স। কুইন্টন ডি কক ও হার্দিক পাণ্ডিয়ার বিকল্পও নিলাম থেকে তুলে নিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেন করবেন। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব চলছে সূর্যকুমার যাদবের। ফিট হয়ে দ্রুত তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে অবশ্য সূর্য অনিশ্চিত। আইপিএলে সূর্য তিনেই নামবেন। আবার আনমোলপ্রীত সিংকে দিয়ে ওপেন করিয়ে তিনে বা চারে কিষাণকে নামানোর ভাবনাও রয়েছে। পাঁচ ও ছয়ে খেলানো হবে কায়রন পোলার্ড ও টিম ডেভিডকে। এরপর ড্যানিয়েল স্যামস বা ফ্যাবিয়ান অ্যালেন নামবেন। ফলে ডেথ ওভারে দ্রুতগতিতে রান ওঠায় সমস্যা হওয়ার কথা নয়।

বিকল্প বেবি এবি?

বিকল্প বেবি এবি?

বেবি এবি বলে পরিচিত এবি ডিভিলিয়ার্সের দেশের ডেওয়াল্ড ব্রেভিসকেও খেলানো হতে পারে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি ৮৪.৩৩ গড় ও ৯০-এর উপর স্ট্রাইক রেট রেখে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন। ওপেনার হিসেবে তিলক ভার্মাও রয়েছেন। তবে ভারতীয় ব্যাটার চোট পেলে বা খারাপ ফর্মে থাকলে তার পর্যাপ্ত বিকল্প মুম্বইয়ের নেই বলেই মনে করা হচ্ছে।

বোলিং বিভাগ

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে নিশ্চিতভাবেই নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে টাইমাল মিলস জুটি বেঁধে ডেথ ওভারে বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারবেন। বুমরাহ পাওয়ারপ্লেতে সাধারণভাবে এক ওভার বল করেন। ফলে বাকি ওভারগুলির দায়িত্ব বর্তাতে পারে জয়দেব উনাদকাট ও ড্যানিয়েল স্যামসের উপর।

স্পিন বিভাগে দুর্বলতা

স্পিন বিভাগে দুর্বলতা

ময়াঙ্ক মার্কণ্ডে ও মুরুগান অশ্বিন রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের স্পিন বিভাগে। অলরাউন্ডার অ্যালেনও কয়েক ওভার করতেই পারেন। কিন্তু দেশের মাটিতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে সমস্যায় ফেলতে পারে ভালো মানের স্পিনার না থাকার বিষয়টি। লিগ পর্যায়ের ম্য়াচগুলি হবে চারটি স্টেডিয়ামে। ফলে আইপিএল যতই এগোবে ততই কার্যকরী হবেন স্পিনাররা। কিন্তু এখানেই সমস্যা অনুভব করতে পারেন ক্যাপ্টেন রোহিত।

তিলক চমক

তিলক চমক

মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে দেখে তিলক বর্মাকে মনে ধরেছে হেড কোচ মাহেলা জয়বর্ধনের। তিনি তিলককে দারুণ প্রতিভা বলেও উল্লেখ করেছেন। বাঁহাতি হার্ড হিটারকে তিন নম্বরে নামানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরে। বিশেষ করে কিষাণ আউট হলে রোহিতের সঙ্গে তিলক থাকলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের ফায়দা তোলার জন্য। বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের ১৯ বছরের তিলক দিল্লির বিরুদ্ধে ১২৩ বলে ১৩৯ করেছিলেন। ৯৭.৭৫ গড় ও ৯৭-এর উপর স্ট্রাইক রেট রেখে তিনি ২০২০-২১ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে ৩৯১ রান করেছিলেন। ১৪৭-এর উপর স্ট্রাইক রেট রেখে তিনি সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে করেন ২১৫ রান।

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জাহির খান, বোলিং কোচ শেন বন্ড, ব্যাটিং কোচ রবিন সিং, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট রয়েছেন। পূর্ণশক্তির মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ হতে পারে এরকম- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস বা ফ্যাবিয়ান অ্যালেন, টাইমাল মিলস, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ।

English summary
IPL 2022: Rohit Sharma-Led Mumbai Indians May Face Problems Due To Lack Of Quality Spinners. With Tim David Joining Pollard And Tymal Mills Joining Bumrah, MI Have The End Overs Covered With Bat And Ball.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X