
IPL 2022: রোহিতের মুম্বই আইপিএলে কি ভাঙবে পিএসএলে বাবরের করাচির রেকর্ড? পরিবর্তনের ইঙ্গিত মাহেলার
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। চাতকের মতো মানুষ তাকিয়ে বৃষ্টির দিকে। পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা নেই। ঠিক সেভাবেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা চাতকের মতোই অপেক্ষায় রোহিত শর্মাদের জয় দেখার জন্য। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ৮টি ম্যাচ হারার রেকর্ড গড়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিরক্ত সমর্থকদের কটাক্ষ, ১৪টি ম্যাচেই হেরে বসবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু পাকিস্তানের এক পরিসংখ্যান রোহিতদের মোটিভেশন হতেই পারে।

মুম্বই ইন্ডিয়ান্স যখন করাচি কিংস!
আইপিএলে যে রেকর্ড গতকাল গড়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। সেই লজ্জার রেকর্ড ইতিমধ্যেই হয়েছে পাকিস্তান সুপার লিগেও। চলতি বছরের পিএসএলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসও মুম্বই ইন্ডিয়ান্সের মতো প্রথম আটটি ম্যাচেই পরাস্ত হয়েছিল। তবে করাচি কিংস জয় পেয়েছিল নবম ম্যাচে। তবে দশম ম্যাচে ফের পরাজয়ের সাক্ষী থেকে পয়েন্ট তালিকার তলানিতে থেকে লিগ অভিযান শেষ করে। ১০টি ম্যাচের মধ্যে করাচি কিংস ৯টি ম্যাচে হারে, জয় একটিতে।

সফলতম দলের লজ্জার রেকর্ড
আইপিএলে সফলতম, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবার আইপিএলে এখনও একটি ম্যাচেও জিততে পারেনি। শনিবার তাদের সামনে রাজস্থান রয়্যালস। রাহুল যেমন মুম্বইয়ের বিরুদ্ধে এবারের আইপিএলে জোড়া শতরান হাঁকিয়েছেন, প্রথম সাক্ষাতে রাজস্থানের জস বাটলারও রোহিতদের বিরুদ্ধে বিস্ফোরক শতরান হাঁকিয়েছিলেন। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়েছে দারুণ ফর্মে। ফলে রোহিতদের কাজ মোটেই সহজ নয়। তবে রাজস্থান রয়্যালস ম্যাচেও যদি রোহিতরা হেরে যান তবে টুর্নামেন্টের প্রথম থেকে টানা ৯টি ম্যাচে মুম্বই পরাস্ত হবে। সেক্ষেত্রে বাবরের করাচি কিংসের রেকর্ডও ভেঙে যাবে।

এবারই কি সবচেয়ে খারাপ দশা?
২০০৮ সালে আইপিএল শুরুর পর কখনও ৯টি ম্যাচে হারেনি মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশিবার পরাস্ত হওয়ার নজির ৮ বার। চলতি আইপিএল নিয়ে সেই নজির হলো চতুর্থবার। ২০০৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৮টি ম্যাচে হেরেছিল, জিতেছিল ৫টিতে, সেবার সপ্তম স্থানে থেকে অভিযান শেষ করেছিল মুম্বই। ২০১৪ সালে রোহিত শর্মার দল জেতে ৭টি ম্যাচে, হারে ৮টিতে, সেবার মুম্বই ইন্ডিয়ান্স শেষ করেছিল চতুর্থ স্থানে থেকে। ২০১৮ সালের আইপিএলে রোহিতরা ৮টি ম্যাচে হারেন, ৬টিতে জেতেন, শেষ অবধি ছিলেন পঞ্চম স্থানে। তবে এখনও ৬টি ম্যাচ বাকি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ফলে সবচেয়ে বেশিবার কোনও মরশুমে হারার রেকর্ডটিও হওয়ার জোরালো সম্ভাবনা।

পরিবর্তনের ইঙ্গিত
ব্যর্থতার জন্য দলের ব্যাটিং বিপর্যয়ের দিকে আঙুল তুলে খারাপ শট খেলা, শট সিলেকশনকে দায়ী করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি নিজেও চেনা ছন্দে নেই। ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হেড কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, আমি এবার বাকি কোচেদের সঙ্গে কথা বলে পরবর্তী পরিকল্পনা ঠিক করব। আমরা এবারের আইপিএলে দলে খুব বেশি পরিবর্তন করিনি। তবে ভালো উইকেটেও আমাদের ব্যাটিং ভালো হয়নি। প্রথমে ব্যাট করাই হোক বা রান তাড়ার ক্ষেত্রে। দলের অনেকেই সিনিয়র, তাঁরা পরিস্থিতি বুঝছেন, তাঁরা আগেও ভালো খেলেছেন। ব্যাটিং অর্ডার যাতে ধারাবাহিক থাকে সেদিকে নজর দিয়েছিলাম। কিন্তু এখন যদি মনে হয় পরিবর্তন দরকার, সেটা আমরা করব।

সময় খারাপ ঈশানের
মেগা নিলামে ১৫.২৫ কোটি টাকা দর পাওয়া ঈশান কিষাণও ছন্দে নেই। তবে গতকাল তিনি দুর্ভাগ্যজনকভাবে আউট হন। উইকেটকিপারের জুতোয় বল লেগে স্লিপে ক্যাচ চলে যায়। জয়বর্ধনে বলেন, কিষাণকে খোলা মনে তাঁর স্বাভাবিক খেলা খেলতে বলা হয়েছিল। তিনিও রান পাচ্ছেন না। ঈশানের সঙ্গেও কথা বলব।
#IPL20222 #Ishan Kishan out pic.twitter.com/bavNNp0l1z
— Brahmadev Yadav🇮🇳 (@Brahmadev30) April 24, 2022