For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে মুম্বই ম্যাচের আগে বিদেশি সমস্যায় দিল্লি, রোহিতরা কোন কাঁটা উপড়াতে মরিয়া?

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলের দ্বিতীয় দিনেই রবিবাসরীয় ডাবল হেডার। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সূর্যকুমার যাদব মুম্বইয়ের টিম হোটেলে পৌঁছে গেলেও এই ম্যাচে তাঁকে পাবেন না রোহিতরা। ঋষভ পন্থদের সমস্যা বিদেশিদের নিয়ে।

দ্বৈরথে কে এগিয়ে?

দ্বৈরথে কে এগিয়ে?

সামগ্রিকভাবে পারস্পরিক ৩০টি সাক্ষাতে দিল্লি জিতেছে ১৪টিতে, মুম্বই ১৬টি ম্যাচে। তবে ২০১৮ সাল থেকে ধরলে দিল্লি ও মুম্বই দ্বৈরথে দুই দলই ৫টি করে ম্যাচ জিতেছে। গত মরশুমে দুটি ম্যাচেই পন্থদের কাছে হেরে গিয়েছিলেন রোহিতরা। শেষ পাঁচটি সাক্ষাতে ২টি জিতেছে দিল্লি, তিনটি মুম্বই। প্রথমে ব্যাটিং করে দিল্লি জিতেছে ৫ বার, মুম্বই ১১ বার। রান তাড়া করে দিল্লি জিতেছে ৯টিতে, মুম্বই ৫টিতে। দুই দলের টপ অর্ডারই সমীহযোগ্য। বৈচিত্র্যময় বোলিং আক্রমণও বেশ ভালো। নজর থাকবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার কারা সুযোগ পান সেদিকে।

ফেভারিট মুম্বই

ফেভারিট মুম্বই

দিল্লি ক্যাপিটালসের বড় সমস্যা বিদেশিদের নিয়ে। কালকের ম্যাচে হাতে রয়েছে দুই বিদেশি টিম সেইফার্ট ও রভম্যান পাওয়েল। পাওয়েল চার বা পাঁচে ব্যাট করবেন বলে জানিয়েছেন ঋষভ পন্থ। আনরিখ নরকিয়ার ম্যাচ ফিট হতে কয়েকটি ম্যাচ হয়ে যাবে দিল্লির। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ আসবেন ৬ এপ্রিল। লুঙ্গি এনগগিডি ও মুস্তাফিজুর রহমানকেও কালকের ম্যাচে পাবে না দিল্লি। তবে মুম্বইয়ের বেশি সমস্যা নেই। সূর্যকুমার যাদবই নেই। গত আইপিএলের পর এবারও মুম্বই জার্সিতেই খেলতে দেখা যাবে ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, জসপ্রীত বুমরাহদের। রোহিত-ঈশান ওপেন করবেন। মিডল অর্ডারে পোলার্ড, টিম ডেভিড। স্পিন বিভাগ দুর্বল হলেও ডেথ ওভারে বুমরাহর সঙ্গে টাইমাল মিলসের জুটি দিল্লিকে সমস্যায় ফেলতে পারে।

নজর রাখুন

নজর রাখুন

বুমরাহর সঙ্গে পন্থের দ্বৈরথের দিকেও নজর থাকবে। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে দেশের ১ নম্বর পেসার ২০১৬ সাল থেকে ধরলে আইপিএলে ১২টি ইনিংসের মধ্যে ৬ বার আউট করেছেন। বুমরাহর বিরুদ্ধে সবমিলিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেননি পন্থ। তবে দিল্লিকে আশাবাদী রাখতে পারে একটি বিষয়। ২০১২ সালের আইপিএলের পর কোনও আইপিএলেই নিজেদের প্রথম ম্যাচটি জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তবে চেনা পরিবেশে তারা এবার সেই কাঁটা উপড়ে ফেলতে মুখিয়ে থাকবে। ব্র্যাবোর্নের পিচে উইকেট-প্রাপ্তির নিরিখে দুই তৃতীয়াংশ সাফল্য রয়েছে পেসারদের। দিল্লির অক্ষর প্যাটেলের আইপিএলে ১০০ উইকেট পেতে আর দরকার ৫টি শিকার।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ হতে পারে এরকম- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক বর্মা, আনমোলপ্রীত সিং বা ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, টিম ডেভিড, সঞ্জয় যাদব, টাইমাল মিলস, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ হতে পারে এরকম- পৃথ্বী শ, টিম সেইফার্ট, কে এস ভরত বা মনদীপ সিং, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, কমলেশ নাগরকোটি বা চেতন সাকারিয়া

(ছবি- ঋষভ পন্থ ও ঈশান কিষাণের ইস্টাগ্রাম)

English summary
IPL 2022: Rishabh Pant's Delhi Capitals Will Face Rohit Sharma-Led Mumbai Indians At Brabourne In Mumbai. The Last Time Mumbai Won Their Opening Game Of Any IPL Season Was In 2012.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X