For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ঋষভ পন্থের দিল্লি রাজস্থান ম্যাচের আগে অভিভাবকহীন! রিকি পন্টিং সপরিবারে আইসোলেশনে

Google Oneindia Bengali News

দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা সংক্রমণ কমার কোনও ইঙ্গিত নেই। উল্টে চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্য। যার জেরে সপরিবারে আইসোলেশনে চলে গিয়েছেন পন্টিং। তাঁর দুবার করোনা পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট নেগেটিভ। তবে করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পন্টিং ৫ দিন আইসোলেশনে থাকবেন।

করোনার থাবা চওড়া

করোনার থাবা চওড়া

দিল্লি ক্যাপিটালস শিবিরে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হওয়ায় পুনে থেকে তাদের পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচ সরিয়ে আনা হয়েছে মুম্বইয়ে। পাঞ্জাব কিংসকে বুধবার হারানোর পর আজ ঋষভ পন্থদের সামনে রাজস্থান রয়্যালস। যদিও এই ম্যাচে আজ মাঠে হাজির থাকতে পারবেন না হেড কোচ রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সব কিছু ঠিকঠাক থাকলে ওই ম্যাচে ডাগআউটে দেখা যাবে পন্টিংকে। উল্লেখ্য, করোনা সংক্রমণের পর গোটা দলকে উজ্জীবিত করেছিলেন হেড কোচ পন্টিং। এখন তাঁর পরিবারেই থাবা বসাল করোনা।

আইসোলেশনে পন্টিং

আইসোলেশনে পন্টিং

দিল্লি ক্যাপিটালসের তরফে আজ বিকেলে জানানো হয়েছে, পন্টিংয়ের পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত। পন্টিংয়ের পরিবারকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রিকি পন্টিংয়ের দুটি করোনা পরীক্ষার রিপোর্টই নেগেটিভ এসেছে। তবে যেহেতু পন্টিং আক্রান্তের সংস্পর্শে এসেছেন, ফলে দলের স্বার্থে ম্যানেজমেন্ট ও মেডিক্যাল টিম তাঁকে ৫ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে। আজ তিনি স্বাভাবিকভাবেই মাঠেও হাজির থাকতে পারহেন না। এর আগেও যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের স্বাস্থ্যের অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। সকলের দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে দলের তরফে।

দিল্লি শিবিরেই করোনা

দিল্লি শিবিরেই করোনা

১০টি দলের মধ্যে একমাত্র দিল্লি ক্যাপিটালস শিবিরেই ছড়িয়েছে করোনা। প্রথমে করোনা আক্রান্ত হন ফিজিও প্যাট্রিক ফারহাত। এরপর একে একে স্পোর্টস ম্যাসাজ থেরাপিস্ট চেতন কুমার, ক্রিকেটার মিচেল মার্শ, দলের চিকিৎসক অভিজিৎ সালভি, সোশ্যাল মিডিয়া কনটেন্ট টিমের সদস্য আকাশ মানে এবং ক্রিকেটার টিম সেইফার্ট করোনা আক্রান্ত হন। তার মধ্যে মার্শকে হাসপাতালেও ভর্তি করতে হয়। বাকিদের টিম হোটেলের বাইরে একটি নির্দিষ্ট জায়গায় আইসোলশনে রাখা হয়েছে।

পন্থদের কাজ কঠিন

পন্টিং আজ মাঠে না থাকতে না পারলেও দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ম্যাচ সূচি মেনেই এগোবে। তবে হেড কোচের ডাগআউটে না থাকা পন্থদের কাছে একটা ধাক্কা হতে চলেছে নিশ্চিতভাবেই। ভারতীয় দলের কুল-চা জুটির কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের দ্বৈরথও ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দুজনেই বল হাতে বিধ্বংসী মেজাজে রয়েছেন। তবে আত্মবিশ্বাস ও ধারাবাহিকতার কারণেই চাহালকে কুলদীপের চেয়ে এগিয়ে রাখছেন প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটার ম্যাথু হেডেন।

English summary
IPL 2022: Delhi Capitals Head Coach Ricky Ponting To Remain In Isolation For 5 Days After Family Member Tested Covid-19 Positive. Ponting Himself Has Tested Negative Twice Subsequently.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X