For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বিরাট-রোহিত থেকে সিরাজ-ভেঙ্কটেশ ব্যর্থ! আইপিএলে প্রথম বছরেই নজর কাড়লেন কোন ভারতীয়রা?

Google Oneindia Bengali News

আইপিএলের ২৯টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটি চলতি আইপিএলের ৩০তম ম্যাচ। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন দারুণ ছন্দে। লোকেশ রাহুল শতরান হাঁকিয়েছেন, হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে টি ২০ বিশ্বকাপে দলে ঢোকার দাবি জোরালো করেছেন। কিন্তু অনেক তারকাই চূড়ান্তভাবে হতাশ করেছেন ভক্তদের।

আইপিএলে প্রথম বছরেই নজর কাড়লেন কোন ভারতীয়রা?

মেগা নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি যে তারকাদের ধরে রেখেছিল তাঁদের মধ্যে অনেকে এখনও নিজেদের চেনা ছন্দের ধারেকাছেই যেতে পারেননি। চেন্নাই সুপার কিংসের মঈন আলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ রয়েছেন সেই তালিকায়। এই প্রথম ৬টি ম্যাচের ৬টিতেই হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখন তাদের বাকি ৮টি ম্যাচেই জিততে হবে শেষ চারে যেতে গেলে, যা কার্যত অসম্ভব। রোহিত শর্মা ও কায়রন পোলার্ড ছিলেন পাঁচবারের চ্যাম্পিয়নদের রিটেনশন তালিকায় তাঁরা স্বাভাবিকভাবেই হতাশ করেছেন। আবদুল সামাদ, যশস্বী জয়সওয়ালরাও ব্যর্থ হওয়ায় দলে জায়গা ধরে রাখতে পারছেন না। আনরিখ নরকিয়া ফিটনেসজনিত কারণে নামতেই পারেননি।

আইপিএলে প্রথম বছরেই নজর কাড়লেন কোন ভারতীয়রা?

বিরাট কোহলির এখনও অবধি ব্যাটিং গড় ২৩.৮, স্ট্রাইক রেট ১২৫। ভেঙ্কটেশ আইয়ারের গড় ২০.৬, স্ট্রাইক রেট ১০৪। মহম্মদ সিরাজ ৫ উইকেট পেলেও ওভারপিছু ১০.২৫ রান দিয়েছেন। রোহিত শর্মার ব্যাটিং গড় ১৯, স্ট্রাইক রেট ১২৯.৫৪। অক্ষর প্যাটেল ১ উইকেট পেয়েছেন, গড় ১৪৯! মঈন আলির ব্যাটিং গড় ১৭.৪, স্ট্রাইক রেট ১২৪। তারকাদের ব্যর্থতা সবচেয়ে সমস্যায় ফেলছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে যে অখ্যাত ভারতীয় ক্রিকেটাররা চলতি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা হলেন জিতেশ শর্মা, আয়ুষ বাদোনি, তিলক বর্মা, বৈভব অরোরা, অভিনব মনোহর। টিম ডেভিডকে সাড়ে ৮ কোটি টাকায় নিয়েও খেলায়নি মুম্বই ইন্ডিয়ান্স, তবে রোহিতদের হয়ে নজর কেড়েছেন বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিস, যিনি চলতি বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হয়েছিলেন। কঠিন পরিস্থিতির মুখে স্বমহিমায় উজ্জ্বল এই ক্রিকেটাররা।

আইপিএলে প্রথম বছরেই নজর কাড়লেন কোন ভারতীয়রা?

২৯টি ম্যাচের ১১টিতে দেখা গিয়েছে বিভিন্ন দল চার বিদেশি নিয়ে মাঠে নামেনি, এটাও এবারের আইপিএলে রেকর্ড। ২৯টি ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছে বিভিন্ন দল। তবে শেষ ১২টি ম্যাচে টস জেতা দল জিতেছে ৬টিতে, টস হেরে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৬টি ম্যাচে। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ ডিউ ফ্যাক্টর। বল ভালোরকম ভিজে যাচ্ছে শিশিরে। চলতি আইপিএলে ডেথ ওভারে যে তিনজন বোলার সবচেয়ে ভালো বল করেছেন তাঁরা হলেন অর্শদীপ সিং (ডেথ ওভারে ইকনমি রেট ৫.২৫), ডোয়েইন ব্র্যাভো (ডেথ ওভারে ইকনমি রেট ৮.০৮) ও মহম্মদ শামি (ডেথ ওভারে ইকনমি রেট ৮.৫০)। সবচেয়ে খারাপ ডেথ ওভারের পারফরম্যান্স মহম্মদ সিরাজের, ইকনমি ১৬.১৪। তাঁর পরে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (ডেথ ওভারে ইকনমি রেট ১২.৫৭) ও ট্রেন্ট বোল্ট (ডেথ ওভারে ইকনমি রেট ১২.৫০)।

English summary
IPL 2022: Retained Players Struggling For Form Uncapped Indians Impressed Fans. Out Of Form Rohit Sharma And Kieron Pollard Are Responsible For Mumbai Indians Poor Show.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X