For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং আরসিবির, ওপেনার বিরাটকে শাস্ত্রীর কোন পরামর্শ?

Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি রাজস্থান রয়্যালস। যে দলই এই ম্যাচে জিতবে গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে তারা চলতি আইপিএলে ১২ পয়েন্টে পৌঁছে যাবে। এমনকী রাজস্থান যদি আরসিবির কাছে টানা পাঁচটি পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায় তাহলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করবে সঞ্জু স্যামসনের দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। বিরাট কোহলি আজ ওপেন করবেন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং আরসিবির

আজকের ম্যাচে সকলেরই নজর থাকবে বিরাট কোহলির দিকে। আইপিএলে সর্বাধিক রানের মালিককে এবারের আইপিএলে টানা দুটি ম্যাচে (লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে) গোল্ডেন ডাকের সাক্ষী থাকতে হয়েছে। চলতি আইপিএলে ৮ ম্যাচে তিনি মাত্র ১১৯ রান করেছেন, গড় ১৭ ও স্ট্রাইক রেট ১২২.৬৮। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী পরামর্শ দিয়েছেন, বিরাট আজ ভুলে যান তিনি একজন সেলিব্রিটি, ব্যাট হাতে তাঁর সাফল্যের নানা কথা। ব্যাটিংয়ের প্রাথমিক সবকিছু ঠিকঠাক রাখায় জোর দিতে হবে বিরাটকে। যেমন কোনও ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে সব কিছু নতুনভাবে শুরু করেন, তেমনই বিরাটকে করতে হবে। ক্রিজে সময় কাটাতে পারলেই রান আসবে বলে নিশ্চিত শাস্ত্রী। তিনে ভালো ব্যাটার থাকলে বিরাট কোহলিকে ওপেন করতে পাঠানোতেও আপত্তি নেই শাস্ত্রীর। তাঁর কথায়, বোলার ছন্দ পাওয়ার আগেই বিরাট ওপেনার হিসেবে নামলে তা তাঁর পক্ষেও ইতিবাচক হতে পারে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং আরসিবির

আইপিএলে নিজেদের প্রথম সাক্ষাতে আরসিবির কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে ঝোড়ো ৭০ রান করে অপরাজিত থাকা জস বাটলার আর ৯ রান করলেই চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৫০০ রান পূর্ণ করে ফেলবেন। তিনি এই ম্যাচে নামার আগে দুটি ম্যাচে শতরান হাঁকিয়েছেন। চলতি আইপিএলে তিনটি শতরান করায় আইপিএলে তাঁর শতরানের সংখ্যা চার। আর একটি শতরান পেলেই তিনি বিরাট কোহলির আইপিএলে ৫টি শতরানের নজির স্পর্শ করবেন।

আরসিবির প্রথম একাদশে আজ একটি পরিবর্তন। অনুজ রাওয়াতের পরিবর্তে দলে রজত পাতিদার। রাজস্থান রয়্যালসে করুণ নায়ারের পরিবর্তে ড্যারিল মিচেল, ওবেদ ম্যাককয়ের জায়গায় কুলদীপ সেন।

রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ড্যারিল মিচেল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড

English summary
IPL 2022: Royal Challengers Bangalore Have Won The Toss And Elected To Bowl Against Rajasthan Royals. RCB Have Won All The Last Five Matches Against RR Including Their Previous Meeting In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X