For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রিটায়ার্ড আউটে নজির গড়ে আফ্রিদির পরেই অশ্বিন! রিটায়ার্ড হার্টের সঙ্গে কোথায় ফারাক?

Google Oneindia Bengali News

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে তিনিই প্রথম যিনি রিটায়ার্ড আউট হলেন। বিশ্বে এর আগে তিনটি এমন নজির রয়েছে। রাজস্থান রয়্যালসের হয়ে অশ্বিন এদিন ব্যাট করতে নেমেছিলেন দশম ওভারের শেষ বলে। ষোড়শ ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের প্রথম দুটি বলে ছক্কাও হাঁকান। ১৮.২ ওভারে তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

রিটায়ার্ড হার্টের সঙ্গে রিটায়ার্ড আউটে কোথায় ফারাক?

অশ্বিন বেরিয়ে যাওয়ার পরের দুটি বলেই ছক্কা হাঁকান হেটমায়ার। শেষ ওভারে একটি ছয় মারেন অশ্বিন ফেরার পর নামা রিয়ান পরাগ। অশ্বিন ও হেটমায়ার জুটিতেই সবচেয়ে বেশি রান ওঠে রাজস্থান রয়্যালসের। একটা সময় হেটমায়ারের চেয়েও আক্রমণাত্মক খেলছিলেন অশ্বিন। পরে ঝড় তোলেন হেটমায়ার। তাঁদের জুটিতে ওঠে ৫১ বলে ৬৮ রান। এতে অশ্বিনের অবদান ২৩ বলে ২৮, হেটমায়ারের ২৮ বলে ৩৬। অশ্বিন অবশ্য দুটি ছয় ছাড়া আর কোনও বাউন্ডারি মারতে পারেননি।

সম্ভবত সে কারণেই তিনি রিটায়ার্ড আউটের অপশন বেছে নেন। হেটমায়ার বলেন, অশ্বিন কেন রিটায়ার্ড আউট হলেন তার কারণ জানি না। তবে তিনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন। যদিও এই সিদ্ধান্ত দলের ক্ষেত্রে ইতিবাচকই হয়েছে। কারণ, পরাগ ছয় মেরেছেন। আমরা ভালো জায়গাতেও পৌঁছে গিয়েছি।

রিটায়ার্ড হার্টের সঙ্গে রিটায়ার্ড আউটে কোথায় ফারাক?

অশ্বিনের আগে মাত্র তিনজন ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছেন। ২০১০ সালে ইংল্যান্ড সফরে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ১৪ বলে ৪২ করে প্রথমবার রিটায়ার্ড আউট হন। ৬টি চার ও ২টি ছয় মেরেছিলেন তৎকালীন পাক অধিনায়ক। রানের নিরিখে আফ্রিদির পরেই রইলেন অশ্বিন। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে মালদ্বীপের বিরুদ্ধে ভুটানের সোনম টোগবে ৩৫ বলে ২৪ রান করে রিটায়ার্ড আউট হয়েছিলেন। তিনি একটিও চার বা ছয় মারতে পারেননি। ২০১৯ সালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স ম্যাচে একটিও বল না খেলে রিটায়ার্ড আউট হন কুমিল্লা দলে থাকা সুনজামুল ইসলাম।

কোনও ব্যাটার খেলা চলাকালীন আহত হয়ে মাঠ ছাড়লে তাকে রিটায়ার্ড হার্ট বলা হয়। তবে রিটায়ার্ড আউট অপশন বেছে নিলে সেই ব্যাটার আর ব্যাট করতে পারেন না। দলের স্বার্থে অশ্বিন যেভাবে এই ট্যাকটিক্যাল সিদ্ধান্তটি নিয়েছেন তার প্রশংসা করছেন নেটিজেনরা। ৯.২ ওভারে ৬৭ রানে চতুর্থ উইকেট হারিয়েছিল রাজস্থান রয়্যালস। সেখান থেকে অবস্থা সামাল দেয় অশ্বিন-হেটমায়ার জুটি। ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করে ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম দুই বলেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট প্রথম বলে লোকেশ রাহুল ও দ্বিতীয় বলে কৃষ্ণাপ্পা গৌতমকে সাজঘরে ফেরান। ৩.৩ ওভারে ১৪ রানের মাথায় জেসন হোল্ডারের উইকেটও হারিয়েছে লখনউ। ১৪ বলে ৮ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন হোল্ডার।

English summary
IPL 2022: Ravichandran Ashwin Becomes The First Batter To Be Dismissed Retired Out In IPL. Only Four Batters Till Date Were Retired Out In T20 Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X