For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, নাইটদের কামব্যাক নিয়ে কেন আশাবাদী বিশপ?

Google Oneindia Bengali News

আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের দল শেষ দুটি ম্যাচে পরাস্ত হয়েছে। আজ লড়াই হারের হ্যাটট্রিক বাঁচানোরও। রাজস্থান ম্যাচে কেকেআরের কামব্যাকের বিষয়ে আত্মবিশ্বাসী ইয়ান বিশপ। তাঁর মতোই শ্রেয়স আইয়ারের নেতৃত্ব দেওয়ার দক্ষতার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী,

শ্রেয়স আইয়ার আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। এবার তাঁকে অধিনায়ক করেছে কেকেআর। রবি শাস্ত্রী মনে করেন, টুর্নামেন্ট যত এগোবে ততই শ্রেয়স আইয়ারের উন্নতিও ক্রমেই পরিলক্ষিত হবে। নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতার অধিকারী শ্রেয়সের ভাবনার স্বচ্ছ্বতাই মন জয় করেছে শাস্ত্রীর। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে রবি শাস্ত্রী বলেন, শ্রেয়স যে আগ্রাসীভাবে কেকেআরকে নেতৃত্ব দিচ্ছেন তাতে দেখে মনেই হচ্ছে না তিনি প্রথমবার এই দলের অধিনায়ক হয়েছেন। মনে হচ্ছে তিনি গত ৩-৪ বছর ধরে নাইটদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ভাবনায় স্বচ্ছ্বতা রয়েছে এবং তা স্পষ্ট দেখাও যাচ্ছে।

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী,

রবি শাস্ত্রী আরও বলেন, ব্যাটার হিসেবে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে সেই বিষয়ে শ্রেয়সের মানসিকতা পরিষ্কার। একইসঙ্গে অধিনায়ক হিসেবে তাঁর কী করা উচিত, দলকে প্লে অফে পৌঁছে দেওয়া এবং খেতাব জেতানোর জন্য কী কী দরকার সেই সম্পর্কেও তিনি সচেতন এবং সুস্পষ্ট পরিকল্পনা ও ধারণা নিয়েই এগোচ্ছেন। খেলার আগে এবং পরে যখন তিনি নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন সেখানেও তাঁর পরিকল্পনা সঠিক ও স্পষ্টভাবেই তুলে ধরতে সক্ষম হচ্ছেন। আমি বিশ্বাস করি, শ্রেয়স অধিনায়ক হিসেবেও অনেক দূর এগিয়ে যাবেন।

শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী,

শ্রেয়সের অধিনায়কত্বের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। রাজস্থান রয়্যালস ম্যাচে কেকেআরের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার কারণ হিসেবে তিনি প্রথমেই রাখছেন শ্রেয়সের ক্রিকেটীয় বুদ্ধিকে। সেই সঙ্গে তিনি কেকেআরের হয়ে আগেও খেলা কয়েকজন ক্রিকেটারের সমর্থন পাবেন, যা নাইটদের ঘুরে দাঁড়াতে ইতিবাচক ভূমিকাই নেবে। বিশপের কথায়, টানা দুটি ম্যাচ হারলেও শ্রেয়স ভালোভাবেই গোটা দলকে ফের একত্রিত করে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকাকালীনও তিনি প্রতি মরশুমেই দলের পারফরম্যান্সের উন্নতি নিশ্চিত করেছিলেন। কেকেআরে এবারই তিনি প্রথম এসেছেন। তবে আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো ক্রিকেটারদের পাশে পাচ্ছেন, যাঁরা কেকেআরে দীর্ঘদিন রয়েছেন। কোচ ব্রেন্ডন ম্যাকালামেরও প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ফলে শ্রেয়স অধিনায়ক হিসেবে কেকেআরেও যে সাফল্য পাবেন সে ব্যাপারে নিশ্চিত বিশপও।

English summary
IPL 2022: Ravi Shastri Says Captaincy Comes Naturally To Shreyas Iyer And He's An Aggressive Skipper. Ian Bishop Has Backed KKR Skipper To Come Back Stronger After Back-To-Back Defeats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X