For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: কেকেআরের নারিন-বরুণদের সামলাতে বিরাট কোহলিকে কোন ব্রহ্মাস্ত্র দিলেন রবি শাস্ত্রী?

Google Oneindia Bengali News

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ উইকেটে ২০৫ রান তুলেও জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাল আরসিবির প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে বিরাট কোহলি যে ২৯ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন তা দেখে সন্তুষ্ট প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। সেই সঙ্গে তিনি বিরাটকে দিয়েছেন সাফল্যের এক দারুণ চাবিকাঠি।

 বিরাট কোহলিকে কোন ব্রহ্মাস্ত্র দিলেন রবি শাস্ত্রী?

বিরাট যে স্বাভাবিক ছন্দে ব্যাটিং করেছেন তার প্রশংসা করে ইএসপিএন ক্রিকইনফোকে রবি শাস্ত্রী বলেছেন, পাঞ্জাব কিংস ম্যাচে বিরাটের ব্যাটিংয়ে ফ্লুয়েন্সি আমার ভালো লেগেছে। স্পিনারদের বিরুদ্ধে পায়ের ব্যবহার সঠিকভাবে করার প্রস্তুতি নিয়েই নেমেছিলেন। এবার তাঁকে আরও বেশি করে স্যুইপ শট মারতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শট। বিরাট এই শট খুব বেশি খেলেন না, কিন্তু খোলা মনে স্বাধীনভাবেই তা খেলা উচিত।

কেকেআর ম্যাচে বিরাটকে সামলাতে হতে পারে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের। এমনিতে আরসিবির হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান (৭৭৪) করেছেন বিরাটই। শাস্ত্রী বলেন, খেলার মাঝের দিনগুলিতে থ্রোডাউন স্পেশালিস্ট ডি রঘুবেন্দ্র ও পেসারদের সামলানোর খুব বেশি দরকার নেই। গত দেড়-দুই বছরে পেসার ও থ্রো ডাউন অনেক সামলেছেন কোহলি। এবার নেটে স্পিনারদের ডেকে যত বেশি সম্ভব স্যুইপ শট মারার অনুশীলন করা উচিত। পায়ের সঠিক ব্যবহার করে যদি বিরাট এই শট খেলতে থাকেন তাহলে স্পিনাররাও বল করার আগে দুবার, তিনবার ভাববেন কীভাবে বল করা প্রয়োজন। ব্যাটারকে ঠিক করতে হবে ব্যাক লিফট কতটা জরুরি, কীভাবে বলের গতিকে কাজে লাগানো যায়, পা ঠিক কোন জায়গায় রাখলে সঠিকভাবে শটটি খেলা যাবে ইত্যাদি। স্যুইপ, প্যাডেল স্যুইপ, রিভার্স প্যাডল স্যুইপ মারতে পায়ের পজিশন কী হবে তা আরও নিখুঁত করতে অনুশীলনে এইসব শট বেশি মারার পক্ষেও সওয়াল করেছেন শাস্ত্রী।\

বিরাট কোহলিকে কোন ব্রহ্মাস্ত্র দিলেন রবি শাস্ত্রী?

শাস্ত্রী ভারতীয় দলের কোচ থাকার সময় থেকেই বিরাটের সঙ্গে তাঁর রসায়ন ভালো। বিরাট শাস্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকেন। শাস্ত্রী জানিয়েছেন, বিরাট অনুশীলনে স্যুইপ শট মেরে থাকেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এই শট খেলার প্রয়োজন বিশেষ পড়ে না। কিন্তু আইপিএলে তুলনামূলকভাবে বেশি স্পিনার খেলানো হয়। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে স্যুইপ শট মারার খুব প্রয়োজন থাকে না। অস্ট্রেলিয়ায় নাথান লিয়ঁর বিরুদ্ধে কিছুটা খেলা যায়। কিন্তু সেখানে স্পিনারদের চেয়ে বেশি দাপট দেখান পেসাররাই। ফলে আইপিএলে স্যুইপ মারার পরিকল্পনা নিয়েই নামতে হবে। এখানে স্পিনারদের বেশি সামলাতে হবে। বল ঘুরবেও। গরম বাড়লে পিচগুলিও ফেটে স্পিনারদের সহায়তা প্রদান করবে। এক্ষেত্রে স্যুইপ খুব কার্যকরী হবে। ব্যাটার যদি একবারও এমন শট খেলে স্পিনার বুঝে উঠতে পারবেন না ঠিক কোথায় বল ফেলবেন। স্কোয়্যার লেগ থেকে শর্ট ফাইন লেগ অবধি এই শটের রেঞ্জ রয়েছে।

English summary
IPL 2022: Ravi Shastri Opines Ahead Of RCB vs KKR Match Virat Should Play Sweep Shots With Freedom. Virat Has Scored More Runs For RCB Against KKR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X