For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: পাতিদারের ভাগ্য খুলল সিসোদিয়ার চোটে, আরসিবি ফেরাল মধ্যপ্রদেশের রজতকে

Google Oneindia Bengali News

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ফেরাল রজত পাতিদারকে। গত মরশুমে তিনি আরসিবিতে থাকলেও নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। মেগা নিলামে দল পাননি রজত। তবে লুভনিথ সিসোদিয়া চোটের কারণে ছিটকে যেতেই তাঁর পরিবর্ত হিসেবে রজতকে দলে ফেরাল বিরাট-দু প্লেসিদের দল।

পাতিদারের ভাগ্য খুলল সিসোদিয়ার চোটে

রজত পাতিদার মধ্যপ্রদেশের ডানহাতি ব্যাটার। গত বছরের আইপিএলে তিনি আরসিবির হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন। মোট ৭১ রান করেন, গড় ১৭.৭৫, স্ট্রাইক রেট ১১৪.৫২। সর্বাধিক ৩১ রান করেছিলেন। মধ্যপ্রদেশের হয়ে পাতিদার ৩১টি টি ২০ ম্যাচে ৮৬১ রান করেছেন। সাতটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। রঞ্জিতে কেরলের বিরুদ্ধে তিনি ১৪২ রান করেছেন। মেঘালয়ের বিরুদ্ধে ৮৬, গুজরাতের বিরুদ্ধে ৫৪ ও ৫৩ রান উল্লেখযোগ্য। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে কেরলের বিরুদ্ধে তিনে নেমে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন পাতিদার। ২৮ বছরের পাতিদার ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮৮ রান করেছেন। সর্বাধিক ১৯৬। গড় ৪০.৪৩, স্ট্রাইক রেট ৪৯-এ উপর। সাতটি শতরান ও ১৪টি অর্ধশতরান করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে পাতিদার ৪৩ ম্যাচে ১৩৯৭ রান করেছেন। সর্বাধিক ১৫৮, গড় ৩৪, স্ট্রাইক রেট ৯৪। তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন।

পাতিদারের ভাগ্য খুলল সিসোদিয়ার চোটে, আরসিবি ফেরাল মধ্যপ্রদেশের রজতকে

কর্নাটকের লুভনিথ সিসোদিয়াকে এবারের মেগা নিলাম থেকে দলে নিয়েছিল আরসিবি। তিনি উইকেটকিপার, বাঁহাতে ব্যাটিং করেন। সাতটি টি ২০ ম্যাচ খেলেছেন এখনও অবধি। ৪৫ রান করেছেন, সর্বাধিক ৩৮। স্ট্রাইক রেট ১৪০-এর উপর। দুটি ক্যাচ ধরেছেন, চারটি স্টাম্পিং করেছেন। ২০১৯ সালেই কর্নাটকের হয়ে অভিষেক হয়। তবে ওই বছরের পর আর রাজ্য দলে সুযোগ পাননি। এবার আইপিএল অভিষেকের পথে বাধা হয়ে দাঁড়াল চোট।

পাতিদারের ভাগ্য খুলল সিসোদিয়ার চোটে

সিসোদিয়ার পরিবর্ত হিসেবে পাতিদারকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই দলে নিয়েছে আরসিবি। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুশোর উপর রান তুলেও হেরে গিয়েছিল। তবে কলকাতা নাইট রাইডার্সকে লো স্কোরিং থ্রিলারে ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়েছে দু প্লেসির দল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির পরবর্তী ম্যাচ মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইতিমধ্যে আরসিবির টিম হোটেলে নিভৃতবাস শুরু করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি সম্ভবত ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ থেকে খেলবেন। রজত পাতিদার তিন নম্বরেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যাট করে থাকেন। তারকাখচিত ব্যাটিং অর্ডারে তিনি এবার সুযোগ পান কিনা সেটা অবশ্য দেখার।

(ছবি- রজত পাতিদারের ইনস্টাগ্রাম)

English summary
IPL 2022: Rajat Patidar Joins Royal Challengers Bangalore As A Replacement For Luvnith Sisodia. The Right-Handed Batter Had Previously Represented The RCB Franchise Four Times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X