For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে হায়দরাবাদের সামনে রাজস্থান! কেমন হবে দল, পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা?

Google Oneindia Bengali News

আইপিএলে আটটি দলের খেলা হয়ে যাওয়ার পর কাল মুখোমুখি হচ্ছে বাকি দুটি দল। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে খেলাটি হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। আইপিএলে এখনও অবধি ১৫টি পারস্পরিক সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৮টি ম্যাচে, রাজস্থান রয়্যালস ৭টিতে। শেষ ৫টি সাক্ষাত ধরলে রাজস্থান এগিয়ে ৩-২ ব্যবধানে।

একুশের আইপিএলে

গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দিল্লিতে ৫৫ রানে জিতেছিল রাজস্থান রয়্যালস। ফিরতি সাক্ষাতে দুবাইতে ৭ উইকেটে রাজস্থানকে পরাস্ত করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর দুই দলই হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছিল। প্লে অফে যেতে পারেনি। ফলে শুরুটা ভালো করতে দুই দলই বদ্ধপরিকর থাকবে।

সানরাইজার্সের বোলিং

২০১৭ সালের পর এই প্রথম সানরাইজার্স হায়দরাবাদে নেই রশিদ খান। তিনি এখন গুজরাত টাইটান্সে। ফিট থাকলে তাঁর অভাব কিছুটা পূরণ করতে পারবেন ওয়াশিংটন সুন্দর। ভুবনেশ্বর কুমার, টি নটরাজনের পাশাপাশি সানরাইজার্সে রয়েছেন উমরান মালিক, গতি দিয়ে যিনি গত আইপিএলে চমকে দিয়েছিলেন সকলকে। ভুবনেশ্বর কুমারের স্যুইং, নটরাজনের ডেথ ওভারে ইয়র্কার ও মালিকের গতি বিপক্ষ ব্যাটারদের অসুবিধায় ফেলতেই পারে। নতুন বলে কুমারের সঙ্গী হতে পারেন মার্কো জানসেন। অলরাউন্ডার রোমারিও শেফার্ড কেন উইলিয়ামসনের বড় অস্ত্র হতে পারেন।

হায়দরাবাদের ব্যাটিং শক্তি

আগের মরশুমগুলিতে দেখা গিয়েছে সানরাইজার্স বিদেশিদের রেখে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে চায়। কিন্তু এবার ওপেন করতে পারেন রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা। চোট সারিয়ে ফিরে কেন উইলিয়ামসন মিডল অর্ডারকে ভরসা দেবেন। এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, আব্দুল সামাদ, সুন্দর ও শেফার্ড থাকায় ব্যাটিং গভীরতাও ভালোই সানরাইজার্সের।

দল নিয়ে আত্মবিশ্বাসী সঞ্জু

আগের দলের কয়েকজন ক্রিকেটার থাকলেও রাজস্থান রয়্যালসে অনেক নতুন ক্রিকেটার এসেছেন। দলের ব্যাটিং ও বোলিং গভীরতা, ভারসাম্য, বৈচিত্র্য নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক সঞ্জু স্যামসন মনে করছেন, ১৩ বছরের ট্রফি জয়ের খরা এবার মেটানো সম্ভব হবে। গত ২-৩ বছরের পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে শুরুটা ভালোই করার জন্য নানা পরিকল্পনা তৈরি। ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গকারার সঙ্গে বোলিং কোচ হিসেবে লাসিথ মালিঙ্গার উপস্থিতি দলের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা নিয়েছে বলে জানান সঞ্জু। ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ যেমন ডেথ ওভারে কার্যকরী হতে পারেন, তেমনই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যুজবেন্দ্র চাহালের জুটির দিকে তাকিয়ে থাকবেন স্যামসন। জিমি নিশাম বা নাথান কুল্টার-নাইলের মধ্যে কোনও একজন থাকতেই পারেন প্রথম একাদশে।

রাজস্থানের ব্যাটিং

রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগও কিন্তু বেশ শক্তিশালী। সঞ্জু, জস বাটলার ও যশস্বী জয়সওয়ালকে ধরে রাখা হয়েছিল। দেবদত্ত পাড়িক্কল তিনে নামতে পারেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত পারফর্ম করা রাসি ভ্যান ডার ডুসেন যেমন রয়েছেন, তেমনই শিমরন হেটমায়ার স্পিনারদের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। স্যামসন চারে ব্যাট হাতে নামতে পারেন। ছয় ও সাতে কারা নামেন সেটা দেখার। রিয়ান পরাগের দিকেও নজর থাকবে। তবে কোন চার বিদেশিকে রাজস্থান খেলাবে সেটা স্পষ্ট হবে টসের সময়ই। গত বছর বিদেশিদের পাওয়া নিয়ে সমস্যা ভুগিয়েছিল রাজস্থানকে। এবার বিদেশিরাই শক্তিশালী দল গঠনে সহায়ক হয়েছেন।

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালসের প্রথম এগারো হতে পারে এরকম- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জিমি নিশাম বা নাথান কুল্টার-নাইল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ

সানরাইজার্সের সম্ভাব্য একাদশ- রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), এইডেন মার্করাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন বা রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

English summary
IPL 2022: Rajasthan Royals Will Take On Sunrisers Hyderabad In Pune As Both The Teams Have Revamped Squad. Out Of 15 Meetings, SRH Have Won 8 And RR Have Won 7 Matches Against Each Other.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X