For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দ্বৈরথে কারা এগিয়ে? সঞ্জুদের বিরাট চাল কি চাহালেই?

Google Oneindia Bengali News

আইপিএলের ত্রয়োদশ ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামছে। দুই দলেই বেশ কয়েকজন হার্ড হিটার রয়েছেন। চলতি আইপিএলে একমাত্র শতরানকারী জস বাটলার যেখানে সঞ্জু স্যামসনের দলের বড় অস্ত্র, তেমনই বিরাট কোহলি, ফাফ দু প্লেসিরা থাকায় আরসিবির ব্যাটিং গভীরতাও ভালোই। দুই দলেই বড় শট খেলার প্লেয়ারও রয়েছেন।

আইপিএলে আরসিবি বনাম রাজস্থান লড়াইয়ে কারা এগিয়ে?

আইপিএলে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৫টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। ১২টিতে জিতেছে আরসিবি, ১০টিতে রাজস্থান। তিনটি ম্যাচ পরিত্যক্ত বা ফয়সালা হয়নি। শেষ ৫টি সাক্ষাতে আরসিবি জিতেছে ৪টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। ২০১৯ সালের পর আর রাজস্থান রয়্যালস আরসিবিকে হারাতে পারেনি। শেষ জয় ২০১৯ সালে ঘরের মাঠে। গত মরশুমে আরসিবি দুটি ম্যাচ জিতেছিল যথাক্রমে ১০ উইকেট ও ৭ উইকেটে। তার মধ্যে গত মরশুমের প্রথম সাক্ষাতে মুম্বইতেই মুখোমুখি হয়েছিল দুই দল।

আইপিএলে আরসিবি বনাম রাজস্থান লড়াইয়ে কারা এগিয়ে?

তবে রাজস্থান রয়্যালস এবার অন্য চেহারায় আইপিএল অভিযান চালিয়ে যাচ্ছে। দুটি ম্যাচেই যথাক্রমে ১৯৩ ও ২১০ রানের পুঁজি নিয়ে জিতেছে। গত বছর আইপিএলে ১৪ ম্যাচে মাত্র পাঁচটিতে জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় ছিল আট দলের মধ্যে সপ্তম স্থানে। এবার সঞ্জু স্যামসন, জস বাটলার ছন্দে রয়েছেন। দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ারের মতো বিস্ফোরক ব্যাটাররা রয়েছেন। নাথান কুল্টার-নাইল পায়ের চোটের কারণে খেলতে না পারলেও ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ থেকে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা উইকেটের মধ্যেই রয়েছেন। চাহাল নিজে পুরানো দলের প্রতিশ্রুতিরক্ষা না করার জবাব বল হাতেই দিতে মুখিয়ে থাকবে। আজ অনুশীলনে আবেগঘন মুহূর্ত দেখা গিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল অনুশীলনে চাহালকে বুকে জড়িয়ে ধরেন। ২০১৪ থেকে ২০২১ অবধি আরসিবিতে খেলেছেন চাহাল। চারটি মরশুমে আরসিবির সর্বাধিক উইকেটশিকারী, ১৩৯টি উইকেট নিয়েছেন বিরাটদের হয়ে।

আইপিএলে আরসিবি বনাম রাজস্থান লড়াইয়ে কারা এগিয়ে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেটে ২০৫ তুলে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেলেও লো স্কোরিং থ্রিলারে কেকেআরকে হারিয়েছে। কয়েক দিনের বিশ্রামের পর চনমনে হয়েই নামছেন বিরাট, দু প্লেসি, অনুজ রাওয়াতরা। বোলিংয়ে আরসিবির বড় ভরসা ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেলরা। বাংলার আকাশ দীপ ও শাহবাজ আহমেদের দিকেও নজর থাকবে। অস্ট্রেলিয়ার জেসন বেহরেনডর্ফ ও জশ হ্যাজলউড খেলার জন্য প্রস্তুত থাকলেও আরসিবির প্রথম একাদশে চার বিদেশি হতে পারেন দু প্লেসি, শেরফান রাদারফোর্ড, ডেভিড উইলি ও হাসারঙ্গা। ম্যাক্সওয়েল অনুশীলন শুরু করলেও কালকের ম্যাচে সম্ভবত খেলবেন না।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

English summary
IPL 2022: Rajasthan Royals vs Royal Challengers Bangalore Match Preview With Head To Head Records. Rajasthan Royals Have Won All The 2 Matches, RCB Have Won 1 Out Of 2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X