IPL 2022: রাজস্থান রয়্যালস প্লে অফের দিকে পা বাড়াতে চায়, শেষ চারের দৌড়ে থাকতে মরিয়া দিল্লি
আইপিএলের ৫৮তম ম্যাচে কাল নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার তিনে থাকা রাজস্থান রয়্যালস ও পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস। জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে রাজস্থান রয়্যালস এবং তাতে দ্বিতীয় স্থান দখলের হাতছানিও থাকবে (যদি গুজরাত টাইটান্স পরাস্ত হয় লখনউ সুপার জায়ান্টসের কাছে)। অন্যদিকে, হেরে গেলে কার্যত ছিটকে যাবে দিল্লি ক্যাপিটালস, ভাগ্য ঝুলবে সরু সুতোয়। জিতলে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলবে দিল্লি ক্যাপিটালস, তবে থাকতে হবে পঞ্চম স্থানেই।

রাজস্থান ফেভারিট
রাজস্থান রয়্যালসের ১১ ম্যাচে পয়েন্ট ১৪। দিল্লি ছাড়াও তাদের ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সঞ্জু স্যামসনের দল সব ম্যাচ জিতলে পৌঁছে যেতে পারে ২০ পয়েন্টে। দুটি জিতলে ১৮ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রেও প্লে অফে পৌঁছাতে অসুবিধা হবে না। তবে যদি একটি ম্যাচে জেতে তাহলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। তিনে থাকা রাজস্থানের পরই আরসিবি রয়েছে। তারা বাকি দুটি ম্যাচে জিতলে ১৬ পয়েন্টে গিয়ে লিগ-পর্ব শেষ করবে। রাজস্থান রয়্যালসের নেট রান রেট ০.৩২৬, আরসিবির মাইনাস (-) ০.১১৫। ফলে কাল দিল্লি ম্যাচ জিতে প্লে অফের দিকে পা বাড়াতে চাইবেন সঞ্জুরা।

দিল্লির সম্ভাবনা
দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। চেন্নাই সুপার কিংসের কাছে ৯১ রানে হেরে যাওয়ার পরও তাদের নেট রান রেট পজিটিভেই (০.১৫০) আছে। রাজস্থান ছাড়াও পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ বাকি ঋষভ পন্থের দলের। সব ম্যাচ জিতলে দিল্লি পৌঁছাবে ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলগুলি তাদের পক্ষে গেলে প্লে অফে যাওয়া অসম্ভব নয়। তবে দিল্লি যদি দুটিতে জেতে তাহলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা ঝুলবে সরু সুতোয়।

পারস্পরিক দ্বৈরথে
আইপিএলে দিল্লি ও রাজস্থান পরস্পরের বিরুদ্ধে ২৫টি ম্যাচ খেলেছে। ১৩টিতে জয় রাজস্থানের, ১২টিতে জিতেছে দিল্লি। ২০১৮-র দ্বিতীয় সাক্ষাৎ থেকে শুরু করে ২০২০ সাল অবধি টানা রাজস্থানকে হারায় দিল্লি। তার আগে রাজস্থান ২০১৩ থেকে ২০১৫ অবধি এবং নির্বাসন কাটিয়ে ফেরার পর ২০১৮ সালের প্রথম সাক্ষাতে দিল্লিকে হারিয়েছিল। গত মরশুমে প্রথম ম্যাচ রাজস্থান জিতলেও ফিরতি সাক্ষাতে জিতেছিল দিল্লি। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস হাই স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। জস বাটলারের ৬৫ বলে ১১৬, দেবদত্ত পাড়িক্কলের ৩৫ বলে ৫৪ ও সঞ্জু স্যামসনের ১৯ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২২ তোলে রাজস্থান রয়্যালস। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০৭ অবধি পৌঁছায় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ঋষভ পন্থ সর্বাধিক ২৪ বলে ৪৪ করেছিলেন। ১৫ বলে ৩৬ রান করেছিলেন রভম্যান পাওয়েল। ম্যাচের সেরা হন জস বাটলার।

কেমন হতে পারে দুই দল?
জ্বর হয়ে পৃথ্বী শ হাসপাতালে ভর্তি থাকার কথা জানিয়েছিলেন। এ ম্যাচেও তাঁকে দিল্লি পাবে কিনা তা স্পষ্ট নয়, তবে সম্ভাবনা কমই। দিল্লি ক্যাপিটালসের একাদশে না হলেও ব্যাটিং অর্ডারে রদবদল হতে পারে। ঋষভ পন্থকে তিনে খেলানোর পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী-সহ বিশেষজ্ঞরা।রাজস্থান রয়্যালসকে অবশ্য উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে। শিমরন হেটমায়ার সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন। কন্যাসন্তানের পিতা হওয়ার খবরটিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। ফের কবে রাজস্থান রয়্যালস দলের সঙ্গে তিনি যোগ দেন সেটা দেখার। তাঁর পরিবর্ত হিসেবে প্রথম একাদশে আসতে পারেন জিমি নিশাম বা রাসি ভ্যান ডার ডুসেন।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, শ্রীকর ভরত, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, জিমি নিশাম বা ড্যারিল মিচেল বা রাসি ভ্যান ডার ডুসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন