For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: চেন্নাইকে হারালেই প্রথম দুইয়ে রাজস্থান, সিএসকের হয়ে কি শেষ ম্যাচ খেলছেন ধোনি?

Google Oneindia Bengali News

আইপিএলের লিগ পর্বের ৬৮তম ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালসের সামনে চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ ম্যাচ জিততে চাইছে। অন্যদিকে, রাজস্থান জিতলেই লখনউ সুপার জায়ান্টসকে সরিয়ে দখল করবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান।

জিতলে দুইয়ে রাজস্থান

জিতলে দুইয়ে রাজস্থান

ইডেনে প্রথম কোয়ালিফায়ার যে গুজরাত টাইটান্স খেলবে তা নিশ্চিত। গতকাল আরসিবির কাছে হারলেও হার্দিক পাণ্ডিয়ার দলের দখলে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট। লখনউ সুপার জায়ান্টস ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে, নেট রান রেট ০.২৫১। রাজস্থান রয়্যালসের ১৩ ম্যাচে রয়েছে ১৬ পয়েন্ট, নেট রান রেট ০.৩০৪। ফলে আজ হারলেও প্লে অফে যেতে অসুবিধা হবে না সঞ্জুদের। কেন না, ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আরসিবি আছে চারে, তবে নেট রান রেট মাইনাসে (-০.২৫৩)। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস রয়েছে পাঁচে। আরসিবি গতাল জেতায় দিল্লিকে কাল শেষ ম্যাচে মুম্বইকে হারাতেই হবে। আর তাহলেই রাজস্থানের সঙ্গে দিল্লির প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। দিল্লি হেরে গেলে রাজস্থান রয়্যালস ও আরসিবি চলে যাবে শেষ চারে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাতের সম্ভাব্য প্রতিপক্ষ কার্যত ঠিক হয়ে যাবে আজকের ম্যাচেই

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

আইপিএলে পারস্পরিক ২৫টি সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৫টি ম্যাচে, রাজস্থান রয়্যালসের জয় ১০টিতে। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে অবশ্য রাজস্থান এগিয়ে ৩-২ ব্যবধানে। ২০২০ সালের আইপিএলে দুটি ম্যাচই জিতেছিল রাজস্থান। গত বছর প্রথম সাক্ষাতে মুম্বইয়ে চেন্নাই সুপার কিংস জেতে ৪৫ রানে, ফিরতি সাক্ষাতে আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে ধোনিরা পরাস্ত হয়েছিলেন।

ফোকাসে ধোনি

ফোকাসে ধোনি

আগামী বছরের কথা ভেবে আগের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চারটি পরিবর্তন এনেছিল চেন্নাই সুপার কিংস। তবে ৫ উইকেটে ১৩৩ রানের বেশি এগোতে পারেনি। মুকেশ চৌধুরী, সিমরজিৎ সিংয়ের পাশাপাশি শ্রীলঙ্কার নতুন মালিঙ্গা মাথিশা পাথিরানা নিজেকে আরও একবার মেলে ধরার সুযোগ পেতে চলেছেন। মহেন্দ্র সিং ধোনি আজই আইপিএলের শেষ ম্যাচ খেলছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। তিনি বলেছিলেন, আগামী বছর হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে, তবে এই জার্সি না অন্য জার্সি তা নিয়ে ধোঁয়াশা রাখেন ধোনি। নিশ্চিতভাবেই ফের তাঁকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতেই পারে। ধোনির সেই উত্তরের দিকে তাকিয়ে ভক্তরা। আগামী বছর ক্রিকেটার না মেন্টর কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে তার উত্তর আজ ধোনি স্পষ্ট নাও করতে পারেন।

শক্তি বেড়েছে সঞ্জুদের

রাজস্থান রয়্যালস আজকের ম্যাচে শিমরন হেটমায়ারকে পাচ্ছে। সন্তানের জন্মের আগে তিনি দেশে ফিরলেও ফের আইপিএল খেলার জন্য প্রস্তুত তিনি। সঞ্জু স্যামসনদের স্বস্তি বেড়েছে যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কলরা ফর্মে ফেরায়। ব্যাট হাতে ভরসা দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিনও। সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার ফের বড় রান পান কিনা সেদিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ওয়ানিন্দু হাসারঙ্গার থেকে ফের বেগুনি টুপির দখল যুজবেন্দ্র চাহাল নিতে পারেন কিনা সেটাও দেখার।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ:

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জিমি নিশাম বা ওবেদ ম্যাককয়, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ

চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, নারায়ণ জগদীশান, শিবম দুবে, মিচেল স্যান্টনার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা

English summary
IPL 2022: Rajasthan Royals vs Chennai Super Kings Preview With Stats, Probable XI And Playoffs Qualification Scenarios. Focus On Dhoni As The Defending Champions Will Play The Last Match This Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X