IPL 2022: আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং রাজস্থানের, দুই দলের প্রথম একাদশে কারা?
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে লখনউয়ের পয়েন্ট ১৬, রাজস্থানের ১২ ম্যাচে রয়েছে ১৪ পয়েন্ট। আজ লখনউ জিতলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে। রাজস্থান বড় ব্যবধানে জিতলে দখল করতে পারে দ্বিতীয় স্থান। লখনউয়ের নেট রান রেট ০.৩৮৫, রাজস্থানের ০.২২৮। টস জিতে ব্যাটিং নিয়েছে রাজস্থান রয়্যালস।
|
টস জিতে ব্যাটিং
টস জিতে ব্যাটিং নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। পিচ রিপোর্ট দিতে গিয়ে ম্যাথু হেডেন বলেন, পিচে ঘাস রয়েছে। শক্তও। তেমনই আউটফিল্ড দিয়ে বল ছুটবে দ্রুতগতিতে। তবে দুই দলই উইকেট থেকে ফায়দা আদায় করতে চাইবে। এই উইকেটে ফাস্ট বোলাররা কিছুটা সুবিধা পেলেও ব্যাটারদের জন্য দারুণ উইকেট। ফলে ১৮০ বা ১৯০ রানও নিরাপদ নয়।

ঘুরে দাঁড়ানোর লড়াই
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে লোকেশ রাহুলের লখনউ ৮২ রানে গুটিয়ে গিয়েছিল ১৩.৫ ওভারে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে আজ প্লে অফ নিশ্চিত করতে চাইবে লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান রয়্যালসও চাইছে দিল্লি ক্যাপিটালসের কাছে আগের ম্যাচে ৮ উইকেটে পরাজয়ের ধাক্কা সামলে প্লে অফের দিকে পা বাড়াতে। ব্র্যাবোর্নে এখনও অবধি ১৪টি ম্যাচ খেলা হয়েছে। প্রথমে ব্যাট করা এবং পরে ব্যাট করা দল জিতেছে সাতটি করে ম্যাচে। লখনউ এখানে ২টির দুটিতেই জিতেছে। রাজস্থান এখানে একটি খেলে সেটিতেই জয়লাভ করেছিল।

পারস্পরিক দ্বৈরথে
দুই দলের একমাত্র সাক্ষাতে গত ১০ এপ্রিল রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসকে ৩ রানে হারিয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনউ। শিমরন হেটমায়ারের ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের দৌলতে ৬ উইকেটে ১৬৫ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জেসন হোল্ডার ও কৃষ্ণাপ্পা গৌতম দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম বলেই আউট হন লোকেশ রাহুল। ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রানের বেশি এগোতে পারেনি লখনউ। কুইন্টন ডি কক করেন ৩৯, ১৭ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন মার্কাস স্টইনিস। যুজবেন্দ্র চাহাল ৪১ রানের বিনিময়ে নেন চারটি উইকেট, তিনি ম্যাচের সেরাও হন। বোল্ট দখল করেন ২টি উইকেট।
|
দুই দলেই পরিবর্তন
এদিনের ম্যাচে জয়ের সরণিতে ফিরতে দুই দলের একাদশেই বদল এসেছে। লখনউ সুপার জায়ান্টসে একটি পরিবর্তন। রবি বিষ্ণোই এলেন করণ শর্মার জায়গায়। জস্থান রয়্যালস দলে দুটি পরিবর্তন। রাসি ভ্যান ডার ডুসেনের পরিবর্তে এলেন জিমি নিশাম, কুলদীপ সেনের জায়গায় খেলছেন ওবেদ ম্যাককয়।
লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, আবেশ খান, মহসীন খান, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই
রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়