For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আরসিবি বনাম রাজস্থান রয়্যালস দ্বৈরথে পিচ কেমন? আবহাওয়ার পূর্বাভাস থেকে পরিসংখ্যান একনজরে

Google Oneindia Bengali News

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর রাজস্থান রয়্যালস আর খেতাব জেতেনি। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবিও। এই দীর্ঘ খরা মেটানোর লক্ষ্যে দুই দলই আজ ফাইনালের টিকিট হাতে পেতে মুখিয়ে থাকবে।

রয়্যাল দ্বৈরথ

রয়্যাল দ্বৈরথ

আইপিএলে দুই দলের তিনটি সাক্ষাত পরিত্যক্ত হয়েছিল। যে ২৪টি ম্যাচ পুরো খেলা হয়েছে তার মধ্যে ১৩টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থান রয়্যালসের জয় ১১টি ম্যাচে। ২০২০ ও ২০২১ সালের আইপিএলে সব কটি দ্বৈরথেই জেতে আরসিবি। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতেও। যদিও ফিরতি সাক্ষাতে জয় পায় রাজস্থান রয়্যালস, এই জয়ের আগে শেষবার আরসিবি রাজস্থান রয়্যালস হারিয়েছিল ২০১৯ সালে। চলতি আইপিএলে পারস্পরিক প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়েছিল আরসিবি। ফিরতি সাক্ষাতে রাজস্থান রয়্যালস জেতে ২৯ রানে।

পিচ ও আবহাওয়া কেমন?

পিচ ও আবহাওয়া কেমন?

গত বছরই প্রথমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল আইপিএলের প্রথমার্ধের কিছু ম্যাচ। বাউন্ডারি বড় হলেও এখানে রানও ওঠে বেশ ভালোই। আউটফিল্ডও ভালোই ফাস্ট। নতুন বলে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারেন। ২০২১ সাল থেকে পরিসংখ্যান ধরলে টি ২০ ক্রিকেটে মোতেরায় প্রথমে ব্য়াট করা দল জিতেছে ৬টি ম্যাচে। রান তাড়া করে জয়ের সংখ্যা ১১টি। আমেদাবাদে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

কোথায় দেখা যাবে খেলা?

কোথায় দেখা যাবে খেলা?

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের টস সন্ধ্যা ৭টায়। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি প্লাস হটস্টারে। রাজস্থান বনাম ব্যাঙ্গালোর দ্বৈরথে আরসিবি সর্বাধিক ২০০ রান করেছে, সর্বনিম্ন স্কোর ৭০। রাজস্থান রয়্যালসের আরসিবির বিরুদ্ধে সর্বাধিক স্কোর ২১৭, সর্বনিম্ন স্কোর ৫৮।

নজর রাখুন

নজর রাখুন

আরসিবির হয়ে এলিমিনেটরে ম্যাচ জেতানো অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছেন রজত পাটীদার। তাঁর সঙ্গেই নজর থাকবে বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল ও জশ হ্যাজলউডের দিকে। রাজস্থান রয়্যালসে রয়েছে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার এবং সর্বোচ্চ উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল। তাঁদের সঙ্গেই সঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন, শিমরন হেটমায়াররা রাজস্থান রয়্যালসের বড় ভরসা। দুই দলেরই স্পিন আক্রমণ শক্তিশালী। রাজস্থান রয়্যালসের স্পিনাররা ৩৮টি এবং আরসিবির স্পিনাররা ৩৫টি উইকেট নিয়েছেন। চাহালের চেয়ে দৌড়ে সামান্য পিছনে থাকলেও হাসারঙ্গা বেগুনি টুপি দখল করতে পারেন কিনা সেটাও দেখার।

প্রথম একাদশে কারা?

প্রথম একাদশে কারা?

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ সেন বা ওবেদ ম্যাককয়

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ

English summary
IPL 2022 Qualifier 2: RCB vs RR Stats Head To Head Records Pitch And Weather Report How To Watch. RCB Have Won 13 And RR 11 In The 24 Completed IPL Matches Against Each Other.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X