For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে আরসিবির বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং পাঞ্জাব কিংসের, দুই দলের প্রথম একাদশে কারা?

Google Oneindia Bengali News

চলতি আইপিএলের তৃতীয় তথা আজকের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস। অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলি কেমন ছন্দে থাকেন সেদিকেই সকলের নজর। আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ দু প্লেসি, ময়াঙ্ক আগরওয়াল পাঞ্জাব কিংসের অধিনায়ক। টস জিতে ফিল্ডিং নিয়েছে পাঞ্জাব কিংস।

আরসিবির বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং পাঞ্জাব কিংসের

আজকের ম্যাচে একটি মাইলস্টোন অপেক্ষা করে রয়েছে আইপিএলে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলির জন্য। আজ তিনি আইপিএলে ২০০তম ইনিংসটি খেলতে নামবেন। বিরাট কোহলি আজ ২০৮তম আইপিএল ম্যাচ খেলছেন। আরসিবি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা দু প্লেসির ৩ হাজার রান পূর্ণ করার জন্য দরকার ৬৫ রান।

আইপিএলে বেঙ্গালুরু ও পাঞ্জাব পরস্পরের মুখোমুখি হয়েছে ২৮ বার। ১৩টিতে জিতেছে আরসিবি জিতেছে, পাঞ্জাব কিংস (আগে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব) জিতেছে ১৫টিতে। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে ৩-২ ব্যবধানে পাঞ্জাবই এগিয়ে রয়েছে। গত বছরের আইপিএলে দুই দলই একটি করে ম্যাচে একে অপরকে হারিয়েছিল। দুই দলের শেষ সাক্ষাতে গত আইপিএলে আরসিবি পাঞ্জাব কিংসকে হারিয়েছিল ৬ রানে। প্রথম সাক্ষাতে অবশ্য পাঞ্জাব কিংস আরসিবিকে হারিয়েছিল ৩৪ রানে।

আরসিবির প্রথম একাদশে আজ বাংলার দুই ক্রিকেটার রয়েছেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও পেসার আকাশ দীপ। আরসিবির হয়ে আজ প্রথম ম্যাচ খেলছেন ৫ জন। পাঞ্জাব কিংস নিলামের আগে ময়াঙ্ক-সহ ২ জনকে ধরে রেখেছিল। ফলে বলাই যায়, পাঞ্জাব এবার অভিযান শুরু করছে ব্র্যান্ড নিউ দল নিয়ে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, শেরফান রাদারফোর্ড, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

পাঞ্জাব কিংস- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), ওডিয়ান স্মিথ, শাহরুখ খান, রাজ বাওয়া, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা, রাহুল চাহার

English summary
IPL 2022: Punjab Kings Won The Toss And Elected To Bowl Against Royal Challengers Bangalore. In Head To Head Records Punjab Kings Are Slightly (15-13) Ahead Of RCB.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X