For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের বদলার ম্যাচ, ধোনি-ফ্যাক্টরেই ফেভারিট জাদেজারা

Google Oneindia Bengali News

আইপিএলের ৩৮তম ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সামনে চেন্নাই সুপার কিংস। দুই দলের কাছেই প্লে অফের দৌড়ে ভালো জায়গায় আসার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব-চেন্নাই। সাতটি করে ম্যাচ খেলে ফেললেও এখনও দুই দল সেরা একাদশ বাছাই করতে পারেনি।

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে

চলতি আইপিএলে দুই দলের প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে হারিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। গত ৩ এপ্রিল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা। লিয়াম লিভিংস্টোনের ৩২ বলে ৬০ ও শিখর ধাওয়ানের ২৪ বলে ৩৩ রানের দৌলতে পাঞ্জাব কিংস ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৮০। ডোয়েইন প্রিটোরিয়াস ও ক্রিস জর্ডন নিয়েছিলেন দুটি করে উইকেট। জবাবে ১৮ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই সুপার কিংস। ৩০ বলে সর্বাধিক ৫৭ করেন শিবম দুবে। বাকিরা বলার মতো রান পাননি। রাহুল চাহার ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। কাগিসো রাবাডা ও লিয়াম লিভিংস্টোন নেন দুটি করে উইকেট। ম্যাচের সেরা হয়েছিলেন লিভিংস্টোন।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

আইপিএলে পাঞ্জাব ও চেন্নাই পরস্পরের বিরুদ্ধে ২৭টি ম্যাচ খেলেছে। সিএসকে জিতেছে ১৬টিতে। পাঞ্জাবের জয় ১১টিতে। পাঞ্জাব-চেন্নাই দ্বৈরথে শেষ দুটি ম্যাচে পাঞ্জাব জিতলেও শেষ ৫টি সাক্ষাতের নিরিখে অবশ্য ৩-২ ব্যবধানে এগিয়ে চেন্নাই। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জিতেছিল, ফিরতি সাক্ষাত জিতেছিল পাঞ্জাব কিংস। কাল জাদেজাদের সামনে রয়েছে বদলার ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেভাবে ফিনিশার ধোনি জয় ছিনিয়ে এনে দিয়েছেন তাতে পাঞ্জাবের বিরুদ্ধে অনেকটা আত্মবিশ্বাসী থেকেই নামতে পারবে সিএসকে। অন্যদিকে, পাঞ্জাবকে নামতে হবে দিল্লি ক্যাপিটালসের কাছে ৯ উইকেটে হারের ধাক্কা সামলে।

পয়েন্ট তালিকার অবস্থান

পয়েন্ট তালিকার অবস্থান

সাতটি ম্যাচ খেলে পাঞ্জাব কিংস জিতেছে ৩টিতে, পরাজয় চারটিতে। পয়েন্ট ৬, নেট রান রেট মাইনাস (-) ০.৫৬২। পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব। চেন্নাই সুপার কিংস রয়েছে নবম স্থানে, সাত ম্যাচে তাদের জয় দুটিতে, পরাজয় পাঁচটিতে। ঝুলিতে রয়েছে চার পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-০.৫৩৪)। ফলে কাল জিতলে চেন্নাই আসবে আটে, পাঞ্জাব নেমে যাবে নয়ে। পাঞ্জাব জিতলে তাদের অবস্থানে খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। কেন না, সাতে থাকা কেকেআরের দখলে ৮ ম্যাচে ৬ পয়েন্ট, তবে তাদের নেট রান রেট ০.০৮০।

কেমন হতে পারে একাদশ?

কেমন হতে পারে একাদশ?

চেন্নাই সুপার কিংস প্রথম একাদশে রদবদলের পক্ষপাতী নয়। তবে আগের ম্যাচে মঈন আলিকে বাইরে রাখা হয়েছিল। ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার কাল সিএসকে একাদশে থাকেন কিনা সেটা দেখার। তবে মিচেল স্যান্টনারকেই খেলানোর সম্ভাবনা বেশি। পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। ফলে ব্যাটিং বিভাগে রদবদলের সম্ভাবনা। জনি বেয়ারস্টোর জায়গায় ভানুকা রাজপক্ষকে দলে ফেরানো হতে পারে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়েইন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, ডোয়েইন প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো বা ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, নাথান এলিস বা ওডিয়ান স্মিথ, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা, অর্শদীপ সিং

English summary
IPL 2022: Punjab Kings vs Chennai Super Kings Preview With Stats And Probable XI. In Their Last Meeting, Punjab Kings Defeated CSK By 54 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X