For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে নামার আগেই প্রতিপক্ষদের উদ্দেশে হুঙ্কার ময়াঙ্কের, পাঞ্জাব কিংসে কাদের দিকে রাখবেন নজর?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে তারকাখচিত দল গড়েও ট্রফি জয়ের স্বাদ পায়নি পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। তারই মধ্যে দলের নাম বদলেছে, বদলেছে অধিনায়ক, লোগোও। কিছুতেই কিছু হয়নি। এবার আইপিএল মেগা নিলামের আগে ময়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিংকে ধরে রেখেছিল তারা। নিলাম থেকে বাকি ক্রিকেটারদের নিয়ে সমীহ করার মতোই দল গড়েছে পাঞ্জাব কিংস। দল নিয়ে আত্মবিশ্বাসের সুর ধরা পড়েছে ময়াঙ্ক আগরওয়ালের গলাতেও।

আত্মবিশ্বাসী ময়াঙ্ক

এবারই পাকাপাকিভাবে ময়াঙ্ক আইপিএলে কোনও দলকে নেতৃত্ব দেবেন। ভেঙেছে কর্নাটক দলে ওপেনিং সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে জুটিও। পাঞ্জাবের হয়ে বারবারই ভরসা দেখিয়েছে ময়াঙ্ক-রাহুল জুটি। রাহুল এবার লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন। বিগত দুটি আইপিএল মরশুমেই চার শতাধিক রান করা ময়াঙ্ক বলেন, আমরা বিশ্বাস করি এবারের দল খেতাব জয়ের মতোই শক্তিশালী। চাপের মুখে নিজেদের দক্ষতা মেলে ধরতে হবে ক্রিকেটারদের। মুম্বইয়ে আইপিএল হবে। সেই কথা মাথায় রেখেই বিভিন্ন রকমের দক্ষতাসম্পন্ন ক্রিকেটার আমরা নিলাম থেকে নিতে চেয়েছিলাম এবং সেটা করতে পেরেছি। দলের ভারসাম্য নিয়েও খুশি ময়াঙ্ক।

ব্যাটিংয়ে মনোনিবেশ

নেতৃত্ব তাঁর উপর বাড়তি বোঝা তৈরি করবে না বলেই মনে করেন পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক। ময়াঙ্ক বলেন, ব্যাটিং করার সময় আমি সাধারণ ব্যাটার হিসেবেই খেলব। আমাদের দলে এমনিতে অনেক লিডার রয়েছেন এবং তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে দল। এটাও আমার কাজ অনেকটাই সহজ করে দেবে। ব্যাটার হিসেবে নিজের দায়িত্ব পালনে অবিচল থাকতে চান ময়াঙ্ক। উল্লেখ্য, তিনি এবং সম্ভাব্য ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান দুজনেরই লক্ষ্য থাকবে আইপিএলে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে টি ২০ বিশ্বকাপের দলে নিজেদের জোরালো দাবিদার হিসেবে মেলে ধরতে। ময়াঙ্কের সম্ভাবনা থাকলেও শিখরের কাজটা অবশ্য খুবই কঠিন। শিখর পাঞ্জাব কিংসে আসায় দল শক্তিশালী হয়েছে বলে মনে করলেও প্রথম একাদশ বা ব্যাটিং অর্ডার এখনই খোলসা করেননি ময়াঙ্ক।

উডের ইতিবাচক ভূমিকা

পাঞ্জাব কিংসে রাহুলের অনুপস্থিতিতে অল্প হলেও নেতৃত্বদানের অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়াচ্ছে ময়াঙ্কের। সুনির্দিষ্ট রণকৌশল সাজিয়ে তিনি আইপিএল অভিযানে নামতেও প্রস্তুত। দলের সঙ্গে যোগ দিয়েছেন পাওয়ারহিটিং কোচ জুলিয়ান উড। ময়াঙ্ক জানান, উডের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। ক্রিকেট নিয়ে তাঁর অভিনব ভাবনা রয়েছে। তিনি ব্যাটারদের শুধু পাওয়ারহিটিংয়ের প্রশিক্ষণই দিচ্ছেন না, কার মধ্যে বিশেষ কী ক্ষমতা রয়েছে তাও বুঝিয়ে দিচ্ছেন। কোন ব্যাটারের কী কী বিশেষ শক্তি তা স্পষ্ট করে দিয়ে কীভাবে দক্ষতা বাড়ানো যায় সেই সংক্রান্ত পরামর্শও দিচ্ছেন উড। সবমিলিয়ে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়াটাকে ইতিবাচক বলেই মনে করছেন ময়াঙ্ক।

নজর রাখুন

পাঞ্জাব কিংসে ময়াঙ্ক, শিখরের সঙ্গে ক্রিকেটপ্রেমীদের নজর যাঁদের উপর থাকবে তাঁরা হলেন কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো ও ওডিয়ান স্মিথ। অর্শদীপ সিং ও শাহরুখ খানও হয়ে উঠতেই পারেন ময়াঙ্কের বড় অস্ত্র।

English summary
Punjab Kings Skipper Mayank Agarwal Believes That The Franchise Has Built A Title-Winning Squad. The IPL Team From Punjab Has Underperformed For Years And Their Only Final Appearance Came Way Back In 2014.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X