For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মরণ-বাঁচন ম্যাচে লিগ টপারদের মুখোমুখি আরসিবি, প্লে-অফের আশা টিকিয়ে থাকতে হলে জিততেই হবে

IPL 2022: মরণ-বাঁচন ম্যাচে লিগ টপারদের মুখোমুখি আরসিবি, প্লে-অফের আশা টিকিয়ে থাকতে হলে জিততেই হবে

Google Oneindia Bengali News

আইপিএল-এর প্লে-অফে ভাল মতো টিকে থাকার লড়াইয়ে গুজরাত টাইটানসের বিরুদ্ধে বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম, এই ম্যাচে জিততেই হবে তাদের যদি প্লে-অফে খেলার কোনও সুযোগ বাঁচিয়ে রাখতে হয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছেএটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। প্লে-অফে খেলার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে আরসিবি'কে। কোনও ভাবেই হারা চলবে না। যদিও তাঁদের নির্ভর করতে হবে দিল্লি ক্যাপিটালসবনাম মুম্বইইন্ডিয়ান্স ম্যাচের উপরও। কারণ ওই ম্যাচে যদি দিল্লি জেতে তবে এই ম্যাচ জিতলেও চলতি আইপিএল-এ প্লে-অফে খেলার আশা শেষ হয়ে যাবে আরসিবির। রান রেটের বিষয়ে পিছিয়ে পড়বে ফাফ ডু প্লেসিসের দল। তবে, বিরাট কোহলিদের নিজেদের কাজটা ঠিক মতো আগে পালন করতে হবে। বাগিচা শহরের দলটি এই ম্যাচে যদি জিততেইনা পারে তা হলে এমনিতেশিবির ছেড়ে প্রত্যেককেধরতে হবে বাড়ি ফেরার টিকিট। গত ম্যাচে পাঞ্জাব কিংস-এর কাছে হারের ফলে নিজেদের কাজটা অনেকটা কঠিন করে ফেলেছে ব্যাঙ্গালোর। ৫৪ রানে হারের ধাক্কা কাটিয়ে কী ভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে সেই দিকে নজর থাকবে। তবে, ব্যাঙ্গালোরকে যেই পরিসংখ্যান কিছুটা স্বস্তি দেবে সেটি হল, গুজরাত টাইটানস শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে, তারা পরাজিত হয়েছে দুই ম্য়াচে।

গুজরাত টাইটানস:

গুজরাত টাইটানস:

এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে এই ম্যাচে মরণ-বাঁচন হলেও খুব হালকা মেজাজেই খেলবে গুজরাত টাইটানস। কারণ তারা ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। পাশাপাশি একটা ছন্দে রয়েছে এই দল। ১৩টি ম্যাচ খেলে ১০টি ম্যাচেই জয় পয়েছে হার্দিক পান্ডিয়ার দল। যদিও শেষ পাঁচ ম্যাচে দু'টিতে তারা হেরেছে। প্লে-অফে নামার আগে গুজরাত টাইটানসের এটাই শেষ গ্রুপ পর্বের ম্যাচ। যার ফলে নিয়মিত দলের ক্রিকেটারদের এই ম্যাচে বিশ্রাম দিতেই পারেন আশিস নেহরা- গ্যারি কার্স্টন'রা। যারা চলতি লিগে বিশেষ সুযোগ পায়নি তারা কী অবস্থায় রয়েছে, তা দেখে নেওয়া অবশ্যই লক্ষ্য থাকবে প্লে-অফের আগে।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই বিখ্যাত ব্যাটিং সহায়ক পিচের জন্য। এই ম্যাচেও উইকেট ব্যাটসম্যানদের উপযোগী হবে। উইকেটের বাউন্স এবং মাঠের চারি দিকে বাউন্ডারির দূরত্ব কম হওয়ায় আরও সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের কাজ। এই ম্যাচে বড় ভূমিকা নেবে শিশির। যেই দলই টসে জিতবে সেই দলই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৬০ শতাংশ ম্যাচে এই মাঠে সাফল্য পেয়েছে। ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে গড় রান ১৭৫-১৮৫।

আবহাওয়া:

আবহাওয়া:

ম্যাচের সময়ে মুম্বইয়ের তাপমাত্র ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং আদ্রতা থাকবে ৭৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬ শতাংশ।

দুই দলের লিগ টেবিলে অবস্থান এবং প্রথম সাক্ষাতের ফলাফল:

দুই দলের লিগ টেবিলে অবস্থান এবং প্রথম সাক্ষাতের ফলাফল:

১৩ ম্যাচে ১০টিজয়ের ফলে ২০ পয়েন্ট নিয়ে লিগা তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটানস। তাদের রান রেট+০.৩৯১। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে পাঁচ নম্বরে ১৩ ম্যাচে ৭টি জয়ের ফলে তাদের পয়েন্ট ১৪। আরসিবি'ররান রেট -০.৩২৩।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ:

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লমরোর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড

গুজরাত টাইটানসের সম্ভাব্য একাদশ:

গুজরাত টাইটানসের সম্ভাব্য একাদশ:

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, আলজারি জোসেফ, যশ দয়াল, মহম্মদ শামি

English summary
Here is the detailed preview of the match which is going to happen between Royal Challengers Bangalore and Gujarat Titans. This is a must win match for RCB to keep their hope alive in the Play-off race.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X