For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: চেন্নাই ছিটকে যাওয়ায় কারা যেতে পারে প্লে অফে? তিনটি জায়গার লড়াইয়ে কোন ম্যাচগুলির গুরুত্ব বেশি?

Google Oneindia Bengali News

আইপিএল থেকে বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। প্লে অফে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। ফলে প্লে অফের বাকি তিনটি জায়গা দখলের লড়াই এখন জমজমাট। রবিবারের মধ্যে চিত্রটা আরও পরিষ্কার হবে। আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি পাঞ্জাব কিংসের। কাল কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার লখনউ সুপার জায়ান্টসের সামনে রাজস্থান রয়্যালস।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের জেরে পরাস্ত হওয়ায় লখনউ সুপার জায়ান্টস প্লে অফের টিকিট যেমন পাকা করতে পারেনি, তেমনই নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ১২ ম্য়াচে লোকেশ রাহুলের দলের রয়েছে ১৬ পয়েন্ট। নেট রান রেট ০.৩৮৫। রবিবার রাজস্থান রয়্যালস ও ১৮ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউয়ের ম্যাচ বাকি। একটিতে জিতলেই প্লে অফে পৌঁছে যাবে লখনউ। প্রথম দুই নিশ্চিত করতে বাকি দুটি ম্যাচই জিততে হবে।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

পয়েন্ট তালিকার তিনে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। সঞ্জু স্যামসনের দলের নেট রান রেট ০.২২৮। ফলে লখনউ বনাম রাজস্থান ম্যাচে যেই জিতুক না কেন তারা কার্যত শেষ চার নিশ্চিত করে ফেলতে পারবে। হারলে রাস্তা কঠিন হয়ে যাবে। রাজস্থান রয়্যালস রবিবার লখনউ ম্যাচ খেলার পর লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে সিএসকের বিরুদ্ধে ২০ মে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চতুর্থ স্থানে থাকলেও নেট রান রেট মাইনাস (-) ০.১১৫। ১২ ম্যাচে আরসিবির ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। দুটি ম্যাচ জিতলে তারাও পৌঁছাতে পারবে ১৮ পয়েন্টে। যদি আরসিবি একটিতে জেতে, তাহলে প্লে অফে যেতে প্রার্থনা করতে হবে রাজস্থান যেন বাকি দুটিতেই হারে। আজ পাঞ্জাব কিংস ম্যাচ খেলার পর আরসিবির লিগ পর্বে শেষ ম্যাচ প্লে অফে পৌঁছে যাওয়া গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মে মাসের ১৯ তারিখ।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস রয়েছে পঞ্চম স্থানে। নেট রান রেট ০.২১০। দুটি ম্যাচ জিতলে পন্থরা পৌঁছাতে পারবেন ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে নেট রান রেট ভালো থাকায় দিল্লির সুবিধা হতেই পারে। ১৬ মে পাঞ্জাব কিংস ও ২১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পন্থদের। আরসিবি ও রাজস্থান রয়্যালস যদি নিজেদের সব ম্যাচ হেরে যায় তাহলে তৃতীয় দল হিসেবেও প্লে অফে যেতে পারে দিল্লি ক্যাপিটালস।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনরা সব ম্যাচ জিতলে পৌঁছাবেন ১৬ পয়েন্টে। কিন্তু নেট রান রেটের দিকে তাদের নজর দিতেই হবে। কেন না, একাধিক দল ১৬ পয়েন্টে থাকলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেটের বিষয়টি। কাল কেকেআর, ১৭ মে মুম্বই ইন্ডিয়ান্স ও ২২ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে অরেঞ্জ আর্মির। দিল্লি ক্যাপিটালস যদি শেষ দুটি ম্যাচে পরাস্ত হয়, তাহলে সানরাইজার্স সব ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নিতে পারে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের রয়েছে ১০ পয়েন্ট, তবে ১২টি ম্যাচ খেলে। নাইটদের নেট রান রেট মাইনাস (-) ০.০৫৭। কাল সানরাইজার্স ও ১৮ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ বাকি। একটিতে হারলেই গতবারের রানার-আপরা ছিটকে যাবে। এমনকী দুটি ম্যাচ জিতলে শ্রেয়স আইয়ারের দল পৌঁছাবে ১৪ পয়েন্টে, যা প্লে অফে ওঠার জন্য যথেষ্ট নাও হতে পারে। রাজস্থান, আরসিবি, দিল্লি, হায়দরাবাদ ও পাঞ্জাব সব ম্যাচ হারলে কেকেআরের সম্ভাবনা থাকবে। রাজস্থান, আরসিবি ও কেকেআর ১৪ পয়েন্টে থাকলে নেট রান রেটের বিচারে দুটি দল শেষ চারে যেতে পারবে। কেন না, লখনউকে ধরা সম্ভব নয় নাইটদের পক্ষে। অন্তত ১৪ পয়েন্টে থাকতেই হবে অন্য দলগুলিকে।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস

আটে থাকা পাঞ্জাব কিংসের ১১ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। ময়াঙ্ক আগরওয়ালদের কাছেও এখন সব ম্যাচই ডু অর ডাই। আজ আরসিবির বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাথাব্যথার কারণ নেট রান রেট (-০.২৩১), ফলে জিতলেই শুধু হবে না বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। ১৬ মে দিল্লি ক্যাপিটালস ও ২২ মে সানরাইার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাঞ্জাবের। সব ম্যাচ জিতলেও ময়াঙ্কদের কাজ কিন্তু বেশ কঠিন।

English summary
IPL 2022 Playoffs Qualification Scenarios For LSG RR RCB DC SRH PBKS And KKR. RCB Will Take On Punjab Kings Tonight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X