For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ইডেনে আইপিএল প্লে অফ খেলার দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে? কেকেআর, সিএসকে, দিল্লি ও পাঞ্জাবের কাজ কঠিন

Google Oneindia Bengali News

আইপিএল এখন মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে। আজ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে কোনও একটি দল গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে ১২ পয়েন্ট। আপাতত চারটি দল দাঁড়িয়ে ১০ পয়েন্টে। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস ২০, সিএসকে ও আরসিবি ১৮ এবং কেকেআর ১৪ পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছিল প্লে অফে। কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট সমান থাকলেও নাইটরা টেক্কা দেন নেট রান রেটে। এবার ১০ দলের আইপিএলে ১৬ পয়েন্ট থাকলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইডেনে প্লে অফ খেলতে আসবে প্রথম চারটি দল। পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে এবং কীভাবে প্লে অফের টিকিট দলগুলি হাতে পাবে একনজরে দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স ৮ ম্যাচে ৮টিতেই পরাস্ত, তাদের নেট রান রেট মাইনাস (-) ১.০০০। ম্যাচ বাকি- রাজস্থান রয়্যালস (৩০ এপ্রিল), গুজরাত টাইটান্স (৬ মে), কলকাতা নাইট রাইডার্স (৯ মে), চেন্নাই সুপার কিংস (১২ মে), সানরাইজার্স হায়দরাবাদ (১৭ মে) ও দিল্লি ক্যাপিটালস (২১ মে)। রোহিত শর্মাদের প্লে অফে যাওয়ার আশা নেই। তবে মুম্বই চাইবে কিছুটা সম্মান পুনরুদ্ধার করতে। আর তার জেরে অনেক দলের প্লে অফে ওঠার আশায় জলও ঢেলে দিতে পারে। সব ম্যাচ বড় ব্যবধানে জিতলেও শেষ চারে মুম্বই যেতে পারবে না তার কারণ যে মুহূর্তে প্রথম পাঁচটি দল ১৪ পয়েন্টে পৌঁছে যাবে তখনই সরকারিভাবে বিদায়ে সিলমোহর পড়ে যাবে আইপিএলে সফলতম দলের।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে। ৮ ম্যাচে তাদের রয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৫৩৮। ম্যাচ বাকি- সানরাইজার্স হায়দরাবাদ (১ মে), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪ মে), দিল্লি ক্যাপিটালস (৮ মে), মুম্বই ইন্ডিয়ান্স (১২ মে), গুজরাত জায়ান্টস (১৫ মে) ও রাজস্থান রয়্যালস (২০ মে)। প্লে অফে যেতে গেলে সিএসকের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই। বাকি ৬টি ম্যাচের পাঁচটিতে জিতলে অন্য দলের ফলাফলের দিকে নজর রাখতে হবে জাদেজাদের।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ০.০৮০। ম্যাচ বাকি- দিল্লি ক্যাপিটালস (২৮ এপ্রিল), রাজস্থান রয়্যালস (২ মে), লখনউ সুপার জায়ান্টস (৭ মে), মুম্বই ইন্ডিয়ান্স (৯ মে), সানরাইজার্স হায়দরাবাদ (১৪ মে) ও লখনউ সুপার জায়ান্টস (১৮ মে)। কেকেআরকে প্লে অফে যেতে বাকি ৬টি ম্যাচের পাঁচটিতে জয় ছিনিয়ে নিতে হবে। যেহেতু এই মুহূর্তে চারটি দল ১০ পয়েন্টে দাঁড়িয়ে, ফলে ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে যাওয়া সম্ভব হবে না নাইটদের পক্ষে।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস রয়েছে সপ্তম স্থানে, সাত ম্যাচে তাদের রয়েছে ৬ পয়েন্ট, নেট রান রেট ০.৭১৫। ম্যাচ বাকি- কলকাতা নাইট রাইডার্স (২৮ এপ্রিল), লখনউ সুপার জায়ান্টস (১ মে), সানরাইজার্স হায়দরাবাদ (৫ মে), চেন্নাই সুপার কিংস (৮ মে), রাজস্থান রয়্যালস (১১ মে), পাঞ্জাব কিংস (১৬ মে) ও মুম্বই ইন্ডিয়ান্স (২১ মে)। দিল্লি ক্যাপিটালসকে শেষ চারে যেতে গেলে সাতটির মধ্যে পাঁচটি ম্যাচে জিততেই হবে। চারটি জয়েও সেই লক্ষ্যে দিল্লি পৌঁছাতে পারে, সেক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। ম্যাচ বাকি- লখনউ সুপার জায়ান্টস (২৯ এপ্রিল), গুজরাত টাইটান্স (৩ মে), রাজস্থান রয়্যালস (৭ মে), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (১৩ মে), দিল্লি ক্যাপিটালস (১৬ মে) ও সানরাইাজার্স হায়দরাবাদ (২২ মে)। পাঞ্জাব কিংসকে শেষ চারে যেতে গেলে বাকি ম্যাচগুলির মধ্যে চারটিতে জিততেই হবে। একইসঙ্গে জিততে হবে বড় ব্যবধানে। কারণ তাদের নেট রান রেট খুবই খারাপ, মাইনাস (-) ০.৪১৯।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে, নেট রান রেট মাইনাস (-) ০.৪৭২। ম্যাচ বাকি- রাজস্থান রয়্যালস (২৬ এপ্রিল), গুজরাত টাইটান্স (৩০ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (৪ মে), সানরাইজার্স হায়দরাবাদ (৮ মে), পাঞ্জাব কিংস (১৩ মে) ও গুজরাত টাইটান্স (১৯ মে)। ৬টি ম্যাচের তিনটিতে জিতলে আরসিবি শেষ চারে চলে যেতে পারবে বলেই মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে নেট রান রেট যেহেতু খুব খারাপ তাই জয় ছিনিয়ে নিতে বড় ব্যবধানেই। যদি ৬টির মধ্যে চারটিতে তারা হেরে যায় তাহলে শেষ চারে যাওয়া অসম্ভব হয়ে যাবে নেট রান রেট আরও খারাপ হওয়ার কারণে।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের ৮ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে, নেট রান রেট ০.৩৩৪। ম্যাচ বাকি- পাঞ্জাব কিংস (২৯ এপ্রিল), দিল্লি ক্যাপিটালস (১ মে), কলকাতা নাইট রাইডার্স (৭ মে), গুজরাত টাইটান্স (১০ মে), রাজস্থান রয়্যালস (১৫ মে) ও কলকাতা নাইট রাইডার্স (১৮ মে)। লখনউ সুপার জায়ান্টসও তিন ম্যাচে জয় পেলে প্লে অফে যেতে পারবে। যদি তারা দুটি ম্যাচও জেতে, তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে, নেট রান রেট ০.৪৩২। ম্যাচ বাকি- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৬ এপ্রিল), মুম্বই ইন্ডিয়ান্স (৩০ এপ্রিল), কলকাতা নাইট রাইডার্স (২ মে), পাঞ্জাব কিংস (৭ মে), দিল্লি ক্যাপিটালস (১১ মে), লখনউ সুপার জায়ান্টস (১৫ মে) ও চেন্নাই সুপার কিংস (২০ মে)। তিনটি ম্যাচ জিতলে শেষ চার পাকা হয়ে যাবে রাজস্থান রয়্যালসের। এমনকী ১৪ পয়েন্ট থাকলেও তারা শেষ চারে যেতে পারে নেট রান রেট ভালো থাকার সুবাদে।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কেন উইলিয়ামসনের দলের নেট রান রেট ০.৬৯১, যা চলতি আইপিএলে সর্বাধিক। অরেঞ্জ আর্মির ম্যাচ বাকি- গুজরাত টাইটান্স (২৭ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (১ মে), দিল্লি ক্যাপিটালস (৫ মে), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৮ মে), কলকাতা নাইট রাইডার্স (১৪ মে), মুম্বই ইন্ডিয়ান্স (১৭ মে) ও পাঞ্জাব কিংস (২২ মে)। প্লে অফ নিশ্চিত করতে বাকি ম্যাচগুলির অন্তত দুটিতে জিততেই হবে সানরাইজার্সকে। তিনটি ম্যাচ জিতলে কোনও দিকে তাকাতেই হবে না।

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, নেট রান রেট ০.৩৯৬। হার্দিক পাণ্ডিয়াদের ম্যাচ বাকি- সানরাইজার্স হায়দরাবাদ (২৭ এপ্রিল), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩০ এপ্রিল), পাঞ্জাব কিংস (৩ মে), মুম্বই ইন্ডিয়ান্স (৬ মে), লখনউ সুপার জায়ান্টস (১০ মে), চেন্নাই সুপার কিংস (১৫ মে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৯ মে)। বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত দুটিতে জিতলেই শেষ চার পাকা হয়ে যাবে গুজরাতের।

English summary
IPL 2022: Playoff Qualification Scenario For 10 Teams CSK KKR DC And PBKS Have Tough Challenges. Mumbai Indians Are Out Of The Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X