
IPL 2022: মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে হার দিল্লি ক্যাপিটালসের
গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে হারল দিল্লি ক্যাপিটালসের। প্লে-অফে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স যার ফলে শিশিরের সুবিধা পাবে না দিল্লি। দ্বিতীয় বোলিং করতে হওয়ার ফলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দিল্লির বোলারদের, মূলত স্পিনারদের।

প্লে-অফের টিকিট অর্জন করতে হলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। কারণ রান রেটের বিচারে তারা এগিয়ে রয়েছে। দিল্লি যদি এই ম্যাচ থেকে জয় তুলে নিতে পারে তা হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সরিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নেবে। এই ম্যাচে প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে দিল্লি ক্যাপিটালস। ললিত যাদবের পরিবর্তে প্রথম একাদশে ফিরেছেন পৃথ্বী শ। সদ্যই হাসপাতাল থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ বলেন, "আমরাও হয়তো বোলিং-ই করতাম কিন্তু আমরা টসে হেরে গিয়েছি। ললিতের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন পৃথ্বী।"
অপর দিকে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, "আমরা চাই একটা টার্গেটকে সামনে রেখে খেলতে। ওদের কম রানে আটকে আমরা ভাল ভাবে খেলার চেষ্টা করবো।" মুম্বই ইন্ডিয়ান্স দলে দু'টি পরিবর্তন করেছে। স্টাবসের পরিবর্তে দলে এসেছেন ব্রেভিস এবং সঞ্জয়ের জায়গায় দলে এসেছেন শোকেন।
মুম্বই ইন্ডিয়ান্স:
ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ড্যানিয়েল স্যামস, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, টিম ডেভিড, রমনদীপ সিং, হৃত্বিক শোকিয়ান, জসপ্রীত বুমরাহ, রিলে মেরেডিথ, ময়ঙ্ক মারকাণ্ডে
দিল্লি ক্যাপিটালস:
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সরফরাজ খান, রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, এনরিচ নকিয়া, খালিল আহমেদ
বিস্তারিত আসছে...