For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: শ্রেয়সের কেকেআর চ্যালেঞ্জ সামলাতে রোহিতের মুম্বইয়ে কি সূর্যকুমার? একাদশে পরিবর্তনের সম্ভাবনা

Google Oneindia Bengali News

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্রথম জয়ের স্বাদ পেতে এবার কলকাতা নাইট রাইডার্স ম্যাচকেই বেছে নিচ্ছে। পুনের এমসিএ স্টেডিয়ামে কাল কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথ। রোহিত শর্মার দল দিল্লি ক্যাপিটালসের কাছে ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে পরাস্ত হওয়ার পর রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে ২৩ রানে।

শ্রেয়সের কেকেআর চ্যালেঞ্জ সামলাতে রোহিতের দলে কি সূর্যকুমার?

ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও ঈশান কিষাণ রয়েছেন। তিলক বর্মার মতো তরুণ প্রতিভাও মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন। কিন্তু তিন নম্বরে সূর্যকুমার যাদবের বিকল্প হিসেবে সুযোগ পাওয়া আনমোলপ্রীত সিং হতাশ করেছেন। সূর্যর আঙুলে চোট ছিল, এনসিএ থেকে রিহ্যাব সেরে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়ে অনুশীলনও শুরু করেছেন। তবে তিনি কবে থেকে মাঠে ফিরতে পারবেন তা খোলসা করেননি রোহিত। ঝুঁকি নিতে চাইছে না মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। তবে প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ার পর রোহিতদের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সূর্যকুমার যাদব আনমোলপ্রীতের জায়গায় এলে নিশ্চিতভাবেই ব্যাটিং শক্তি বাড়বে। কেকেআরের বিরুদ্ধে বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসের অভিষেক ঘটিয়েও চমক দেওয়া হতে পারে।

শ্রেয়সের কেকেআর চ্যালেঞ্জ সামলাতে রোহিতের দলে কি সূর্যকুমার?

ভালো মানের স্পিনারের সমস্যায় ভুগছে মুম্বই ইন্ডিয়ান্স। মুরুগান অশ্বিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ ওভারে ৩২ রান খরচ করে কোনও উইকেট পাননি। সিমারদের নিয়েও সমস্যা রয়েছে। দিল্লির বিরুদ্ধে তিন উইকেট নেওয়া বেসিল থাম্পি রাজস্থান রয়্যালস ম্যাচে ১ ওভারে ২৬ রান খরচ করে বসেন। তাঁর জায়গায় জয়দেব উনাদকাট প্রথম একাদশে আসতে পারেন। ড্যানিয়েল স্যামস দিল্লি ও রাজস্থান ম্যাচে ৪ ওভারে যথাক্রমে ৫৭ ও ৩২ রান খরচ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন রাইলে মেয়ারডিথ। ধারাবাহিকভাবে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে তিনি বল করতে পারদর্শী। টাইমাল মিলস, জসপ্রীত বুমরাহর সঙ্গে তিনি কার্যকরী ভূমিকা নিতে পারেন।

টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনিও দলকে ভরসা দিতে পারেননি। কোচ মাহেলা জয়বর্ধনে ও অধিনায়ক রোহিত শর্মাকে পেয়ে তিনি নিজের খেলাকে আরও উন্নত করতে চান। টুর্নামেন্ট যত এগোবে মুম্বই ইন্ডিয়ান্সও দলবদ্ধভাবে ভালো পারফরম্যান্সই উপহার দেবে বলে দাবি তাঁর। কায়রন পোলার্ডের কাছ থেকেও নানা সময় নানা পরামর্শ নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে চান বলে জানিয়েছেন ডেভিড। কেকেআরকে সমীহ করে তিনি বলেছেন, আইপিএলে সব দলই শক্তিশালী। আমরা নিজেদের শক্তি অনুযায়ী সেরাটা দিতে প্রস্তুত। জয় নিশ্চিত করতে সেরা খেলাটাই উপহার দিতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।

শ্রেয়সের কেকেআর চ্যালেঞ্জ সামলাতে রোহিতের দলে কি সূর্যকুমার?

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, আনমোলপ্রীত সিং বা সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস বা ডেওয়াল্ড ব্রেভিস বা রাইলে মেয়ারডিথ, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, জয়দেব উনাদকাট।

English summary
IPL 2022 Mumbai Indians To Take A Last Minute Call On Suryakumar Yadav Ahead Of KKR Match. There Will Be Some Changes In The Playing XI Of Rohit Sharma-Led MI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X