For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলের ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত অপরিবর্তিত মুম্বইয়ের, লখনউ দলে পরিবর্তন

Google Oneindia Bengali News

আইপিএলের ৩৭তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। মেন্টর সচিন তেন্ডুলকরের জন্মদিনে পয়া মাঠে আজ প্রথম জয়ের সন্ধানে রোহিত শর্মার দল। এবারের আইপিএলে এই প্রথম ওয়াংখেড়েতে খেলছে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৯ সালের পর এই প্রথম। ওয়াংখেড়েতে তারা ১৪টির মধ্য়ে ৮টি ম্যাচে জিতেছে। অন্যদিকে, লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস প্রথম সাক্ষাতের মতো ফিরতি সাক্ষাতেও জয় ছিনিয়ে নিতে মুখিয়ে।

টস জিতে ফিল্ডিং

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ফলে ৩৭টি ম্যাচেই টস জিতে ফিল্ডিংই নিল সব দল। তবে টস জিতলেই যে সব ম্যাচ জেতা যাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে সম্প্রতি, যার কারণ ডিউ ফ্যাক্টর। শিশিরের পরিমাণ কমা যার কারণ। তবে ওয়াংখেড়েতে রোহিতদের ঈর্ষণীয় সাফল্য়ের হার। এই মাঠে রান তাড়া করাই সহজ বলে অভিমত রোহিতের। রোহিত টস জিততেই ওয়াংখেড়েতে শব্দব্রহ্ম দেখা যায়। যা রোহিতদের উজ্জীবিত করবে। রোহিত বলেন, অনেক দিন পর এই মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। দলে অনেকে নতুন, তবে ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করি, এই ম্যাচে আমরা ভালোই খেলতে পারব। চেজিং গ্রাউন্ডে প্রথম একাদশে পরিবর্তন করেননি রোহিতরা।

ভালো খেলাই লক্ষ্য

ভালো খেলাই লক্ষ্য

টস হারলেও লোকেশ রাহুল উদ্বিগ্ন নন। তাঁর কথায়, টিভিতেও দেখছি এবং এই মাঠে খেলেও দেখেছি খুব বেশি শিশির আর পড়ছে না। পরিকল্পনা সফলভাবে রূপায়ণ করাই আমাদের লক্ষ্য। বড় ব্যবধানে আমরা কোনও ম্যাচ আমরা হারিনি, কিছু ছোটখাটো ভুল শুধরে নিয়েছি। আজকের ম্যাচে যারা ভালো ব্যাট করতে পারবে তাদের কাজটা সহজ হয়ে যাবে বলে মনে করেন রাহুল। আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে তিন উইকেট নেওয়া আবেশ খান হাল্কা চোট থাকায় খেলছেন না। তাঁর পরিবর্তে খেলছেন মহসীন খান।

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে গত ১৬ এপ্রিল মুম্বইয়ের ব্র্যাবোর্নে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। লোকেশ রাহুলের ৬০ বলে অপরাজিত ১০৩ রানের দৌলতে লখনউ সুপার জায়ান্টস তুলেছিল ৪ উইকেটে ১৯৯ রান। জয়দেব উনাদকাট ২টি এবং মুরুগান অশ্বিন ও ফ্যাবিয়ান অ্যালেন ১টি করে উইকেট নিয়েছিলেন। জবাবে ৯ উইকেটে ১৮১ রানের বেশি যেতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ২৭ বলে সর্বাধিক ৩৭ করেন সূর্যকুমার যাদব। আবেশ খান ৩০ রানের বিনিময়ে ৩টি এবং জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই ও মার্কাস স্টইনিস একটি করে উইকেট দখল করেছিলেন।

কারা কোথায় দাঁড়িয়ে?

কারা কোথায় দাঁড়িয়ে?

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই। ৭টি ম্যাচের সাতটিতেই পরাস্ত হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। লখনউ সুপার জায়ান্টস ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। আজ জিতলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেট রান রেটের নিরিখে এগিয়ে থেকে আরসিবিকে পাঁচে নামিয়ে চারে উঠে আসার হাতছানি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের সামনে।

দলে কারা?

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ অপরিবর্তিত। লখনউয়ের একাদশে একটিই পরিবর্তন। আবেশ খানের জায়গায় খেলছেন মহসীন খান।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, হৃতিক শোকিন, জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামস, রাইলে মেয়ারডিথ, জসপ্রীত বুমরাহ


লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, মহসীন খান

English summary
IPL 2022: Mumbai Indians Have Won The Toss And Elected To Field Against Lucknow Super Giants. In Their Previous Meeting, KL Rahul Has Scored 103 Not Out As LSG Defeated MI By 18 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X