IPL 2022: রোহিতের জন্মদিনে প্রথম জয়ের সন্ধানে মুম্বই, রাজস্থান অভিনব উপায়ে শ্রদ্ধা জানাবে ওয়ার্নকে
আইপিএলে শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে কাল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। আইপিএলে টানা নবম পরাজয়ের লজ্জা এড়াতে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের বড় মোটিভেশন কাল অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। আবার মুম্বই ম্যাচেই অভিনব উপায়ে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে বিশেষ জার্সি পরে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।
|
ওয়ার্নের জন্য
৮ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে রাজস্থান রয়্যালসের। ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে মাত্র একবারই রাজস্থান রয়্যালস খেতাব জিতেছিল। প্রয়াত অস্ট্রেলীয় কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামবেন তার কলারে লেখা রয়েছে এসডব্লু ২৩ (SW23)। স্বাভাবিকভাবেই দুরন্ত ছন্দে থাকা রাজস্থান ওয়ার্নের জন্য এই ম্যাচটি জিততে বদ্ধপরিকর থাকবে। জিতলে প্লে অফের দিকেও এক ধাপ এগিয়ে যাবে রাজস্থান রয়্যালস।

পারস্পরিক দ্বৈরথে
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ২৩ রানে। দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন জস বাটলার, যিনি এখনও অবধি এবারের আইপিএলে সর্বাধিক রানের মালিক। আর ১ রান করলেই প্রথম ব্যাটার হিসেবে চলতি আইপিএলে তিনি ৫০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। আইপিএলে পারস্পরিক দ্বৈরথের সামগ্রিক পরিসংখ্যানে অবশ্য মুম্বইয়ের চেয়ে পিছিয়ে রাজস্থান। ২৮টি ম্যাচের একটি পরিত্যক্ত হয়েছিল। বাকি ২৭টির মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের জয় ১৪টিতে, রাজস্থান রয়্যালসের ১৩টিতে। যদিও এবারের পরিস্থিতিতে ফেভারিট হিসেবেই নামবে সঞ্জুর রাজস্থান।

রোহিতের জন্মদিনে জয়ের সন্ধানে
জন্মদিনে রোহিত শর্মার দিকে থাকবে সকলের নজর। আইপিএলের সফলতম অধিনায়ক একেবারেই চেনা ছন্দে নেই। জন্মদিনে ফর্ম ফিরে পান কিনা সেদিকে তাকিয়ে ভক্তরা। চলতি আইপিএলে ৮টি ম্যাচের পাঁচটিতেই পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যে আউট হয়েছেন হিটম্যান, যা কোনও আইপিএল মরশুমের নিরিখে সর্বাধিক। ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগদানের সময় থেকে এবারই প্রথম রোহিতের ব্যাটে দীর্ঘতম অর্ধশতরানের খরা, আইপিএলের ১৬টি ইনিংসে তিনি অর্ধশতরান পাননি। করাচি কিংস পাকিস্তান সুপার লিগে টানা ৮টি ম্যাচে হারার পর জয় পেয়েছিল নবম ম্যাচে। রোহিতদের ক্ষেত্রে সেটা হয় কিনা সেটাও দেখার।
|
কেমন হতে পারে দল?
রাজস্থান রয়্যালস দলে পরিবর্তনের সম্ভাবনা বিশেষ নেই। তবে ট্রেন্ট বোল্টের পরিবর্তে জিনি নিশাম এবং ড্যারিল মিচেলের জায়গায় নভদীপ সাইনিকে খেলানো হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে পরিবারের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করেছিল। আরশাদ খানের জায়গায় কুমার কার্তিকেয়কে পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছিলেন মুম্বই দলে গতবারও থাকা ধবল কুলকার্নি। তাঁকেও বাকি ম্যাচগুলির জন্য শিবিরে ডেকে নেওয়া হয়েছে। তবে কুলকার্নিকে নিয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি। ফলে কালকের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। নজর থাকবে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনের অভিষেক হয় কিনা সেদিকেও। মুম্বই ইন্ডিয়ান্স সম্মান কিছুটা পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে, প্রথম একাদশে পরিবর্তনও হতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকাট, হৃতিক শোকিন, জসপ্রীত বুমরাহ, রাইলে মেয়ারডিথ
রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ড্যারিল মিচেল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট বা জিমি নিশাম, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন।