For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের নতুন প্রোমোও ভাইরাল! ধোনির খেলা দেখতে মিথ্যাচার নতুন লুকের কোন প্রাক্তন ভারত অধিনায়কের?

Google Oneindia Bengali News

আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার-আপ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে ২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর দ্বিতীয় দিনেই রয়েছে ডাবল হেডার। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বিকেলের ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ানে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ। ব্লকবাস্টার আইপিএলের প্রোমোতেও থাকছে একের পর এক চমক।

ধোনির খেলা দেখছেন নতুন লুকের কোন প্রাক্তন ভারত অধিনায়ক?

আইপিএলের প্রোমোয় হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকছে ইয়ে অব নর্মাল হ্যায়। আইপিএল দেখতে দর্শকদের উন্মাদনা যেমন তুলে ধরা হচ্ছে, তেমনই নিউ নর্মাল জীবনযাপনেও এখন অভ্যস্ত বিশ্ববাসী। করোনাকালে সেই নিউ নর্মাল পরিস্থিতিতে আইপিএলের ভারতে প্রত্যাবর্তনের বিষয়টিও নর্মাল শব্দটির উপর জোর দিয়ে উপস্থাপিত হচ্ছে। আইপিএল সম্প্রচারকারী সংস্থার বিজ্ঞাপনের মুখ মহেন্দ্র সিং ধোনি। টিজার ও প্রথম প্রোমোয় তাঁকে দেখা গিয়ছিল বাস ড্রাইভার হিসেবে। আর দ্বিতীয়টিতে চেন্নাই সুপার কিংস অধিনায়কের যে লুক তাতে বলে না দিলে বুঝতে অসুবিধাই হবে, পাপাজির ভূমিকায় যে বৃদ্ধকে দেখা যাচ্ছে তিনি মহেন্দ্র সিং ধোনিই।

ধোনির খেলা দেখছেন নতুন লুকের কোন প্রাক্তন ভারত অধিনায়ক?

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে একটি গোটা পরিবার আইপিএলের দিকে নজর রেখেছে। এরই মধ্যে একটি ফোন আসে। একজন খেলা দেখার সময় ফোন আসায় চেয়ার ছেড়ে উঠতে গেলে তাঁকে বারণ করেন বৃদ্ধ। বিষয়টি অনেকটা কুসংস্কারের মতো, প্রিয় খেলোয়াড়ের জন্য যে যেখানে পারেন সেখানেই বসে থাকেন। ভারত-সহ অনেক দলের ড্রেসিংরুমেও এই চিত্র দেখা যায়। ইশারায় বৃদ্ধ এক মহিলাকে ফোন ধরতে বলেন। ফোনের অপর প্রান্তের তরফে জানানো হয় তিনি ওই বৃদ্ধকেই খুঁজছেন। কিন্তু বৃদ্ধ ফোন ধরতে নারাজ, ইশারায় বলেন এটা বলতে যে বৃদ্ধ মারা গিয়েছেন। মহিলা সেই নির্দেশ পালন করেন। পরে তিনি জানতে চান কে ব্যাটিং করছেন। উত্তর আসে ধোনি। অর্থাৎ আইপিএল দেখার ফাঁকে দর্শকরা এতটাই উন্মত্ত থাকেন যে জরুরি ফোন এলেও মিথ্যা বলতে পিছপা হন না। ধোনির এই নয়া লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

প্রথম প্রোমোটিতে দেখানো হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে বাস ড্রাইভার হিসেবে। যে স্টাইলে তাঁকে রজনীকান্তের সঙ্গেও তুলনা করা হচ্ছে। খেলা দেখার জন্য তিনি ব্যস্ত রাস্তায় বাস দাঁড়িয়ে করিয়ে দিয়েছিলেন। এমনকী রাস্তার পাশে টিভির দোকানে চোখ রাখতে খেলা দেখার জন্য এই পদক্ষেপ জেনে চলে যান পুলিশকর্মীও। আইপিএল শুরুর আগে ফের ধোনিকে কোন নতুন লুকে দেখা যায় তা নিয়েই চলছে জল্পনা।

English summary
IPL 2022: MS Dhoni’s New Avatar In Second Campaign Promo Film Of #YehAbNormalHai. The 15th Season Of IPL Will Start On 26th March At The Wankhede Stadium With The Match Between Chennai Super Kings And Kolkata Knight Riders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X