
IPL 2022: ধোনির সামনে একাধিক নজিরের হাতছানি, রোহিতের পাশে নাম তুলে রায়নার ছক্কার রেকর্ড ভাঙার মুখে
আইপিএলে চেন্নাই সুপার কিংস আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চলেছে প্রথম জয়ের সন্ধানে। আর এই ম্যাচেই একাধিক নজির অপেক্ষা করছে মহেন্দ্র সিং ধোনির জন্য। রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সাড়ে তিনশোটি টি ২০ ম্যাচ খেলতে চলেছেন প্রাক্তন সিএসকে অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটিও আজ নিজের দখলে নিতে পারেন মাহি।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যা আগে আইপিএলে কখনও দেখা যায়নি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ধোনি ৩৮ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছিলেন লড়াইয়ের জায়গায়। লখনউ ম্যাচে ধোনির ৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসের সৌজন্যে চেন্নাই সুপার কিংস ২১১ রানের টার্গেট দিতে সক্ষম হয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না ২১৯টি ছক্কা মেরেছেন। সেই রেকর্ড ভাঙতে ধোনির দরকার আর তিনটি ছক্কা। তাহলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে প্রথম পাঁচে চলে আসবেন ধোনি। ক্রিস গেইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২৬৩টি ছক্কা হাঁকিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কায়রন পোলার্ড মেরেছেন ২৪৯টি ওভার বাউন্ডারি। আরসিবির হয়ে এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি মেরেছেন যথাক্রমে ২৪০ ও ২২৬টি ছক্কা। আর তিনটি ছক্কা মারলেই বিরাটের পর নিজের নাম লেখাবেন ধোনি।

চেন্নাই সুপার কিংস আইপিএলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও খেলেছে। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের পাশাপাশি পুনের ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছে। রায়না সিএসকে ছা়ড়াও খেলেছেন গুজরাত লায়ন্সের হয়ে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ধোনির দখলেই রয়েছে। ধোনি সিএসকের হয়ে ১৯২টি ম্যাচে ১৯১টি ছক্কা মেরেছেন। রায়না ১৭৬ ম্যাচে ১৮০টি। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে ধোনি রয়েছেন চতুর্থ স্থানে। ক্রিস গেইল ৩৫৭টি, এবি ডি ভিলিয়ার্স ২৫১টি, রোহিত শর্মা ২৩০টি, ধোনি ২২১টি ও পোলার্ড ২১৫টি ছয় মেরেছেন আইপিএলে। বিরাট রয়েছেন ষষ্ঠ স্থানে, তিনি মেরেছেন ২১২টি ছয়, রায়না মেরেছেন ২০৩টি। ডেভিড ওয়ার্নার মেরেছেন ২০১টি ছক্কা।

আজ তিনি সাড়ে তিনশোতম টি ২০ ম্যাচ খেলতে চলেছেন। ভারতীয়দের মধ্যে এই নজির রয়েছে একমাত্র রোহিত শর্মার। রোহিত খেলেছেন ৩৭২টি টি ২০ ম্যাচ। সুরেশ রায়না ৩৩৬টি, দীনেশ কার্তিক ৩২৯টি এবং বিরাট কোহলি ৩২৮টি টি ২০ ম্যাচ খেলেছেন। এই ক্রিকেটারদের মধ্যে একমাত্র রায়নাই চলতি আইপিএলে খেলছেন না। ধোনি ৩৪৯টি ম্যাচে এখনও অবধি মোট ৩০৭টি ছক্কা হাঁকিয়েছেন। আজ তিনটি ছক্কা মারলে ধোনি টপকে যাবেন ২৯২টি টি ২০ ম্যাচে রস টেলরের মারা ৩০৯টি ছয়ের রেকর্ডটিও।