For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মহেন্দ্র সিং ধোনির ফের চমক! চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ব্যাটন দিলেন জাদেজার হাতে

Google Oneindia Bengali News

আইপিএলে রবীন্দ্র জাদেজার হাতেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজে চলতি মরশুম ও তার পরেও সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলবেন বলে জানিয়েছে সিএসকে। এক বিবৃতিতে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে রয়েছেন জাদেজা। তিনি সিএসকের তৃতীয় অধিনায়ক হিসেবে আসন্ন আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন।

চমকপ্রদ সিদ্ধান্ত

চমকপ্রদ সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত মহেন্দ্র সিং ধোনি ২০১৪ সালে আচমকাই টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি জাতীয় দলের সীমিত ওভারের নেতৃত্ব ছেড়ে দেন। ২০২০ সালের অগাস্টে ওয়ান ডে ও টি ২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়ে নেন। এবারের আইপিএল নিলামের আগে রিটেনশনের ক্ষেত্রে ধোনিকেই চারজনের মধ্যে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রাখতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস। গতবার সিএসকে ধোনির নেতৃত্বেই আইপিএল খেতাব জেতে। কিন্তু ধোনির মতামতকে মান্যতা দিয়েই তাঁকে দ্বিতীয় এবং রবীন্দ্র জাদেজাকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখে চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ে থালা

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল খেতাব জিতেছে। ভারত অধিনায়ক হিসেবে ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। দুই বছর স্পট ফিক্সিং কাণ্ডে চেন্নাই সুপার কিংস সাসপেন্ড থাকাকালীন ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ২০১৬ ও ২০১৭ সালে খেলেন। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস জার্সিতে ফিরে ব্যাটার হিসেবে সেরা আইপিএল মরশুম কাটান ধোনি। এই বছর খেতাব জেতানোর পথে তিনি দেড়শোর উপর স্ট্রাইক রেট রেখে ৪৫৫ রান করেছিলেন। ২০২০ সালের আইপিএলে দলের চূড়ান্ত ব্যর্থতার পরই গত বছর ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে খেতাব জেতে।

প্রত্যাশিত ও অপ্রত্যাশিত

প্রত্যাশিত ও অপ্রত্যাশিত

মহেন্দ্র সিং ধোনির স্থলাভিষিক্ত যে রবীন্দ্র জাদেজাই হবেন সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু যেটা অপ্রত্যাশিত তা হলো, আইপিএল শুরুর ২ দিন আগে নেতৃত্বের ব্যাটন ধোনির হাত থেকে জাদেজার হাতে চলে যাওয়া। ক্যাপ্টেন কুলকে আর দেখা যাবে না, এটা নিশ্চিতভাবেই সিএসকে তথা ধোনি-ভক্তদের হতাশ করবে। তবে রয়েছে আশার আলো। চেন্নাই সুপার কিংসের বিবৃতিতে লেখা রয়েছে, ধোনি এই মরশুম এবং তারপরেও চেন্নাই সুপার কিংসকে প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য, ধোনি আগেই বলেছিলেন ক্রিকেটকে তাঁর পাকাপাকি বিদায় জানানোর মুহূর্তটি মিস করবেন না চেন্নাইয়ের ক্রিকেট-ভক্তরা। এবার আইপিএলের খেলা চেন্নাইয়ে হবে না। ফলে এরপরেও তিনি সিএসকের প্রতিনিধিত্ব করবেন, এটাই সমর্থকদের কাছে কিছুটা আশ্বস্ত হওয়ার বড় কারণ। তবে ধোনির সিদ্ধান্ত যে বারেবারেই চমকে দেয়, এটাও মাথায় রাখতে হবে।

মাহি ম্যাজিকের অপেক্ষা

ধোনির নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও তাঁর ব্যাটিং ফর্ম যে মোটেই ধোনিসুলভ নয় সেটা অবশ্য স্পষ্ট পরিসংখ্যানে। ২০১৯ সালে ১৫ ম্যাচে ধোনি ৮৩.২০ গড়ে ৪১৬ রান করেছিলেন। কিন্তু ২০২০ ও ২০২১ সালের আইপিএলের তাঁর রান ছিল যথাক্রমে ২০০ ও ১১৪। ধোনি নেতৃত্ব ছাড়ার পর আরও চাপমুক্ত হয়ে খেলতে পারবেন, এটাই আশাবাদী করছে ধোনি-ভক্তদের। চেন্নাই সুপার কিংসের থিঙ্কট্যাঙ্কেও লিডারশিপ ভূমিকাই তিনি পালন করবেন। রবীন্দ্র জাদেজাও কেমন নেতৃত্ব দেন সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।

English summary
IPL 2022: MS Dhoni Decided To Hand Over The Leadership Of CSK To Ravindra Jadeja. Dhoni Will Continue To Represent Chennai Super Kings This Season And Beyond.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X