For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই ইন্ডিয়ান্সে খেলা স্টাবস দক্ষিণ আফ্রিকার বড় চমক! ভারত সফরে কাদের রেখে দল ঘোষণা প্রোটিয়াদের?

Google Oneindia Bengali News

আইপিএলের পরেই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। গত বছর টি ২০ বিশ্বকাপের পর এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম টি ২০ সিরিজ। সেই সিরিজেরই দল ঘোষণা করা হয়েছে আজ। দেশের টি ২০ দলে এই প্রথমবার ডাক পেলেন ২১ বছরের ব্যাটার ট্রিস্টান স্টাবস।

নজরে স্টাবস

শেষ লগ্নে আইপিএল অভিষেক হলেও ট্রিস্টান স্টাবস মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যতের তারকা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। ক্রিকেট সাউথ আফ্রিকার টি ২০ চ্যালেঞ্জে তিনি ৭ ইনিংসে ২৯৩ রান করেছিলেন। গড় ৪৮.৮৩, স্ট্রাইক রেট ১৮৩.১২। মেরেছিলেন ২৩টি ছক্কা। দক্ষিণ আফ্রিকার এ দলের হয়ে জিম্বাবোয়ে সফরেও যান। মুম্বই ইন্ডিয়ান্স এবারের মেগা নিলাম থেকে তাঁকে কিনেছে। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রোহিত শর্মার দলের হয়ে নামার আগেই ভারত সফরের দলে সুযোগ পেলেন স্টাবস।

নরখিয়া-সহ যাঁদের প্রত্যাবর্তন

চোট সারিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন আনরিখ নরকিয়া। তাঁকেও ভারত সফরের দলে রাখা হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম টি ২০ দলে রাখা হয়েছে ওয়েইন পারনেলকে। রিজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেনের পাশাপাশি দলে রয়েছেন একঝাঁক আইপিএল তারকা। বিশ্বের এক নম্বর টি ২০ বোলার তাবরেজ শামসি এবং কেশব মহারাজের স্পিনের উপরও নির্ভর করবে প্রোটিয়াদের সাফল্য।

পূর্ণশক্তির দল

পূর্ণশক্তির দল

স্টাবস ও নরকিয়া ছাড়াও আইপিএলের বিভিন্ন দলে থাকা যে ক্রিকেটারদের রাখা হয়ে দক্ষিণ আফ্রিকার টি ২০ দলে তাঁরা হলেন, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রাসি ভ্যান ডার ডাসেন ও মার্কো জানসেন। দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের দাবি, এটাই অনেকদিন পর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে শক্তিশালী টি ২০ দল। আনরিখ নরকিয়ার ফিট হয়ে মাঠে ফেরাও স্বস্তি দিচ্ছে প্রোটিয়া নির্বাচকদের।

কবে থেকে সিরিজ?

কবে থেকে সিরিজ?

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ দিল্লিতে ৯ জুন। এরপর ১২ জুন কটক, ১৪ জুন ভাইজ্যাগ, ১৭ জুন রাজকোট ও ১৯ জুন বেঙ্গালুরুতে হবে সিরিজের বাকি ম্যাচগুলি। একনজরে দক্ষিণ আফ্রিকার টি ২০ দল- তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডাসেন, মার্কো জানসেন।

English summary
IPL 2022: Mumbai Indians' Tristan Stubbs Received Maiden Call Up In South Africa's T20 Squad Against India. Wayne Parnell Has Been Given First T20I Nod Since 2017.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X