For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্জুনের অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে! ফিনিশার ডেভিডের প্রশংসায় জয়বর্ধনে

Google Oneindia Bengali News

আইপিএলে কাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের শেষ ম্যাচটি খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১৩টি ম্যাচে এবার মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে রোহিত শর্মার দল। মুম্বই শেষ ম্যাচে প্রথম একাদশে রদবদল যে আনতে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আর তাতেই জোরালো জল্পনা শুরু হয়েছে অর্জুন তেন্ডুলকরকে নিয়ে।

অর্জুনকে নিয়ে জল্পনা

কখনও ব্যাটে, কখনও বল হাতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নজর কেড়েছেন অর্জুন তেন্ডুলকর। অর্জুনের বোলিং সামলাতে গিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন এবারের আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কিষাণ। কিন্তু সচিন-পুত্র দুটি মরশুম মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও এখনও হয়নি আইপিএল অভিষেক। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার অন্যতম কারণ এবার বোলিং আক্রমণ। নানা সময় অর্জুনের দুরন্ত বোলিং বা ফিল্ডিং অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলেও টানা ২৭টি ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে অর্জুনকে। রোহিত শর্মা যেখানে আগামী বছরের কথা ভেবে কয়েকজন ক্রিকেটারকে খেলানোর আশ্বাস দিয়েছেন তাতেই মনে করা হচ্ছে, ঋষভ পন্থদের বিরুদ্ধে আইপিএল অভিষেক হতেও পারে অর্জুনের।

ডেভিডের প্রশংসা

ওয়াংখেড়েতেই নিজেদের আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩ রানে হেরেছিল জয়ের জন্য ১৯৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে। রোহিত দুই রানের জন্য অর্ধশতরান পাননি। তবে দুরন্ত ব্যাটিং করেন টিম ডেভিড। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৪৬ রান করার পর রান আউট হন। ৭ ম্যাচ খেলা ডেভিডের স্ট্রাইক রেট ২০২.৬৬। ফিনিশার হিসেবে তাঁর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে। মাহেলা বলেন, মেগা নিলামে ডেভিডকে আমরা নিই তাঁর টেম্পারামেন্ট দেখার জন্য। আইপিএলের মতো বড় লিগে তাঁর খেলার অভিজ্ঞতা খুব বেশি ছিল না। তিনি যে পজিশনে ব্যাট করতে নামেন সেটাও খুব সহজ জায়গা নয়। তবু ফিনিশার হিসেবে দারুণভাবে মানিয়ে নিয়েছেন, এখন তিনি দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য।

আর্চারকে নিয়ে উদ্বেগ নেই

মেগা নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার জোফ্রা আর্চারকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফিটনেসজনিত কারণে তিনি খেলতে পারেননি। এরই মধ্যে লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার ইংল্যান্ডের গোটা ক্রিকেট মরশুম থেকেই ছিটকে দিয়েছে আর্চারকে। তবে আগামী বছরের আইপিএলের আগে অনেক সময় আছে বলে উদ্বেগ নেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। মাহেলা বলেন, আমাদের এই বিষয়ে বিশেষজ্ঞরা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে আর্চারের ফিটনেসের দিকে নজর রাখবে। তবে এটা নতুন চোট। আগের জায়গার চোট নয়। ফলে দ্রুত তিনি সেরে উঠবেন বলেই মনে করছি।

দিল্লি বনাম মুম্বই দ্বৈরথ

তিলক বর্মা, হৃতিক শোকিনদের মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জয়বর্ধনে। কালকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাগ্য। দিল্লি হেরে গেলে আরসিবি প্লে অফে যাবে। আর দিল্লি মুম্বইকে হারিয়ে দিলে ছিটকে যাবে আরসিবি, প্লে অফে চলে যাবেন ঋষভ পন্থরা। আজ রাজস্থান চেন্নাইয়ের কাছে হেরে গেলে রাজস্থান ও আরসিবি ১৬ পয়েন্টে থাকবে। দিল্লি জিতলে হবে ১৬ পয়েন্ট। তাতেও খারাপ নেট রান রেটের কারণে ছিটকে যাবেন বিরাটরা। মাস্ট উইন ম্যাচের আগে দিল্লিকে স্বস্তিতে রাখতে পারে পরিসংখ্যান। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস ২৭ মার্চ ৪ উইকেটে জয়লাভ করেছিল। মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। শেষ তিনটি পারস্পরিক সাক্ষাতে জিতেছে দিল্লি। ৩১টি ম্যাচের মধ্যে ১৬টিতে জয় মুম্বইয়ের, ১৫টিতে দিল্লির। তবে শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে ৩-২ ব্যবধানে এগিয়ে দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে শেষবার রোহিতদের কাছে পরাস্ত হয়েছিল ক্যাপিটালস।

English summary
IPL 2022: MI Coach Mahela Jayawardene Heaps Praise On Finisher Tim David. Speculation On Arjun Tendulkar's IPL Debut Against Delhi Capitals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X