For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে আরসিবির সামনে লখনউ সুপার জায়ান্টস, শীর্ষস্থান দখলের হাড্ডাহাড্ডি লড়াই

Google Oneindia Bengali News

চলতি আইপিএলের ৩১তম ম্যাচে কাল মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। দুই দলই ৬টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে ফাফ দু প্লেসির দলের চেয়ে এগিয়ে লোকেশ রাহুলের লখনউ। লখনউয়ের নেট রান রেট ০.২৯৬, আরসিবির ০.১৪২। গুজরাত টাইটান্স ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, তাদের নেট রান রেট ০.৩৯৫। কাল শীর্ষস্থান দখলেরই চেষ্টা করবে লখনউ ও ব্যাঙ্গালোর।

আইপিএলে আরসিবির সামনে লখনউ সুপার জায়ান্টস!

চলতি আইপিএলে আরসিবি প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে পরাস্ত হয়েছিল। এরপর কেকেআরকে ৩ উইকেটে, রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে ও মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দেয়। চেন্নাই সুপার কিংসের কাছে ২৩ রানে পরাজিত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসকে আগের ম্যাচে ১৬ রানে হারিয়েছে আরসিবি।

আইপিএলে আরসিবির সামনে লখনউ সুপার জায়ান্টস!

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্সের কাছে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে গিয়েছিল। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে, সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে ও দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারান রাহুলরা। নিজেদের পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয় ৩ রানে, তবে আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে লখনউ। জন্মদিনের পরদিন জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন লখনউ অধিনায়ক রাহুল।

আইপিএলে আরসিবির সামনে লখনউ সুপার জায়ান্টস!

দুই দলকেই এবারের আইপিএলে খেতাব জয়ের দাবিদার বলে মনে করা হচ্ছে। দুই দলের যা বোলিং শক্তি তাতে খুব বেশি ফারাক নেই। কিন্তু ব্যাটিং গভীরতায় এগিয়ে আরসিবি। বিশেষ করে দীনেশ কার্তিক যে বিধ্বংসী ফর্মে রয়েছেন। লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটিকে এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা বলে ধরা হচ্ছে। একজন আউট হলেও অপরজন লম্বা ইনিংস খেলে দলকে জেতাচ্ছেন। আগের ম্যাচেই অপরাজিত শতরান করেছেন রাহুল। লখনউয়ের মিডল অর্ডারকে খুব বেশি বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি। তবে আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, দীপক হুডারাও ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। আরসিবির বোলিং আক্রমণের বিরুদ্ধে লখনউ ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে। কালকের ম্যাচে দুই দলই উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড।

English summary
IPL 2022: Lucknow Super Giants vs Royal Challengers Bangalore Preview With Predicted XI. Both The Teams Have 8 Points From 6 Games, LSG Have Better Net Run Rate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X