For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে প্রথম দুই দলের দ্বৈরথ! রাহুলের লখনউ ও হার্দিকের গুজরাত মুখোমুখি প্লে অফ নিশ্চিত করতে

Google Oneindia Bengali News

আইপিএলের ৫৭তম ম্যাচ নির্ধারণ করে দেবে কারা প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করবে। পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস ও হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। কেকেআরকে ৭৫ রানে হারিয়ে গুজরাতকে দুইয়ে নামিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে লখনউ। ১১ ম্যাচে দুই দলের দখলেই রয়েছে ১৬ পয়েন্ট। তবে রাহুলের দল (০.৭০৩) পাণ্ডিয়ার দলের (০.১২০) চেয়ে এগিয়ে রয়েছে নেট রান রেটে।

জিতলেই প্লে অফ পাকা

জিতলেই প্লে অফ পাকা

আইপিএলের নবাগত দুই দলই প্লে অফের দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে। কাল যারাই জিতবে তারাই ১৮ পয়েন্টে পৌঁছে যাবে, যাতে নিশ্চিত হয়ে যাবে প্লে অফের টিকিট। একইসঙ্গে দুই দলই চাইবে প্লে অফে শীর্ষস্থানে থেকে যেতে, ফলে কালকের ম্য়াচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। চলতি আইপিএলের চতুর্থ ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে গুজরাত টাইটান্স ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। লোকেশ রাহুল গোল্ডেন ডাক পেলেও দীপক হুডার ৫৫ ও আয়ুশ বাদোনির ৫৪ রানের সুবাদে লখনউ তুলেছিল ৬ উইকেটে ১৫৮। মহম্মদ শামি নেন তিন উইকেট। রাহুল তেওয়াটিয়া ২৪ বলে ৪০ ও অভিনব মনোহর ৭ বলে ১৫ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্য পার করে দেন।

জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় লখনউ

লখনউ সুপার জায়ান্টস শেষ চারটি ম্যাচে প্রথমে ব্যাট করে জয় ছিনিয়ে নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬, পাঞ্জাব কিংসকে ২০, দিল্লি ক্যাপিটালসকে ৬ রানে হারানোর পর কেকেআরের বিরুদ্ধে ৭৫ রানে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। গুজরাত ছাড়াও লখনউয়ের ম্যাচ বাকি রাজস্থান রয়্যালস ও কেকেআরের বিরুদ্ধে। রাজস্থানের কাছে অবশ্য লখনউ প্রথম সাক্ষাতে ৩ রানে হেরেছিল। কেকেআর ম্যাচে একটিও বল না খেলে শূন্য রানে রান আউট হওয়া নিশ্চিতভাবেই চেনা ছন্দে ফিরতে চাইবেন। তিনি ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করেছেন এবারের আইপিএলে (১৪৫ গড়ে ৪৫১ রান)। কুইন্টন ডি ককও রানের মধ্যে আছেন। দীপক হুডা, মার্কাস স্টইনিসের পাশাপাশি ফিনিশার হিসেবে ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনিরা কার্যকরী ভূমিকা নিতে পারেন। বোলিং বিভাগে আবেশ খান, দুষ্মন্ত চামিরা, হোল্ডারের সঙ্গে মহসীন খানের ভালো বোলিং লখনউয়ের শক্তি বাড়িয়েছে।

জয়ে ফিরতে মুখিয়ে গুজরাত

গুজরাত টাইটান্স প্রথম তিনটি ম্য়াচ টানা জেতার পর হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। তারপর হার্দিক পাণ্ডিয়ার দল টানা পাঁচটি ম্যাচে জেতে। কিন্তু শেষ দুটি ম্যাচে পরাস্ত হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় পাঞ্জাব কিংসের কাছে হারার পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে ৯ রান তুলতে না পেরে ৫ রানে হেরে গিয়েছে। তবে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা যেভাবে শতরানের পার্টনারশিপ গড়েন তা ইতিবাচক। তবে তিন নম্বরে আস্থা রাখার মতো ব্যাটারের অভাব রয়েছে। হার্দিকের উপরও অনেকটাই নির্ভর করছে ব্যাটিং লাইন আপ। ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়ারা অবশ্য যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ বের করতে সক্ষম। গুজরাত টাইটান্সের বোলিং এবারের আইপিএলে বেশ সমীহযোগ্য।

কেমন হবে দল?

দুই দলের প্রথম একাদশেই রদবদলের সম্ভাবনা বিশেষ নেই। মহম্মদ শামি রাহুলকে তিনটি টি ২০ ম্যাচে ২ বার আউট করেছেন। কুইন্টন ডি কককে তিনবার। ফলে লখনউয়ের ওপেনিং জুটিতে ধাক্কা দিতে হার্দিকের প্রধান অস্ত্র অভিজ্ঞ শামিই। এবারের আইপিএলে পেসারদের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার ব্যাটিং গড় ৫১.৭। লখনউয়ের পেসারদের এই প্রথম সামলাবেন ঋদ্ধি, সেদিকেও থাকবে নজর। লকি ফার্গুসনের বলের গতির সঙ্গে বেড়ে গিয়েছে তাঁর ইকনমি, সেদিকে তিনি নজর দিতে চাইবেন। অন্যদিকে, দুষ্মন্ত চামিরা দুটি উইকেট নিয়ে টি ২০ ক্রিকেটে শততম শিকার তুলে নিতে মুখিয়ে থাকবেন।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, মহম্মদ শামি।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, মহসীন খান, রবি বিষ্ণোই।

English summary
IPL 2022: Lucknow Super Giants Will Face Gujarat Titans As One Of Them To Seal Playoffs Spot. LSG Are Coming Off Four Wins On The Trot, GT Have Faced Two Straight Losses.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X