For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: এলিমিনেটর ম্যাচে টসে জিতে বোলিং লখনউ-এর, দুই দলে একাধিক পরিবর্তন

IPL 2022: এলিমিনেটর ম্যাচে টসে জিতে বোলিং লখনউ-এর, দুই দলে একাধিক পরিবর্তন

Google Oneindia Bengali News

আইপিএল ২০২২-এর এলিমিনেটর ম্যাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। দুই দলের কাছেই মাস্ট উইন ম্যাচ এইটি। যে দল এই ম্যাচে জিতবে সেই দল ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, পরাজিত দলকে বিদায় নিতে হবে চলতি আইপিএল অভিযান শেষ করে।

IPL 2022: এলিমিনেটর ম্যাচে টসে জিতে বোলিং লখনউ-এর, দুই দলে একাধিক পরিবর্তন

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়র কে এল রাহুল। টসে জিতে নিজের সিদ্ধান্ত জানানোর সময় রাহুল বলেছেন, "আমরা প্রথমে বোলিং করবো, কারণটা অত্যন্ত সহজ। উইকেট যথেষ্ট ভাল, আমরা জানতে চাই কত রান আমাদের তাড়া করতে হবে। আশা করি আমরা সুইং পাবো এবং কিছু উইকেচ তাড়াতাড়ি তুলে নিতে পারবো।"

অপর দিকে, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হওয়া ফাফ ডু প্লেসিস বলেছেন, "এটা ব্যবহৃত উইকেট, বেশ ছোট মাঠ। সিরাজ (মহম্মদ সিরাজ) দলে ফিরেছে। ড্রেসিং রুমের শান্ত স্বভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলে বেশ কিছু ভাল ক্রিকেটার রয়েছে, যারা এই ম্যাচের অপেক্ষায় রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটা আমরা সমর্থকদের মতো উপভোগ করেছিলাম কিন্তু আম আমাদের বেশ ভাল ক্রিকেট খেলতে হবে।"

লখনউ সুপার জায়ান্টস:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কে এল রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মনন ভোরা, মার্কাস স্টইনিস, মহসিন খান, আভেষ খান, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণোই

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লমরোর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড

English summary
IPL 2022: LSG won the toss and elected to bowl first against RCB in Eliminator.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X