For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে এই ক্রিকেটারের! কাকে নিয়ে মন্তব্য হরভজন-ধবলের?

Google Oneindia Bengali News

আইপিএলে এখনও অবধি ভারতের যে তরুণ ক্রিকেটাররা নজর কেড়েছেন তাঁদের মধ্যে অন্যতম আয়ুষ বাদোনি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল অভিষেকেই দিল্লির এই ক্রিকেটার চমকে দিয়েছিলেন ম্যাচ জেতানো দুরন্ত অর্ধশতরান করে। এরপরও চাপের মুখে স্নায়ুযুদ্ধ জিতিয়েছেন ব্যাট হাতে। আজ রাজস্থান রয়্যালস ম্যাচেও তাঁর দিকে নজর থাকবে। বাদোনির ব্যাটে মুগ্ধ হরভজন সিং, ধবল কুলকার্নিরাও।

ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে এই ক্রিকেটারের!

চলতি আইপিএলে এখনও অবধি ৪ ম্যাচে ১০২ রান করেছেন আয়ুষ। গড় ৫১, স্ট্রাইক রেট ১৫৬.৯২। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪.৩ ওভারে ২৯ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর দীপক হুডার সঙ্গে ৬৮ বলে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন আয়ুষ বাদোনি। ৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৫৪ করে আউট হন ১৯.৪ ওভারে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৯ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে তিন বল বাকি থাকতে লখনউ সুপার জায়ান্টসকে ২১১ রানের টার্গেটে পৌঁছে দিতে বড় ভূমিকা নেন। সেই ইনিংসে মেরেছিলেন দুটি ছক্কা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২ বলে ১৯ করে রান আউট হন, তিনটি বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতেছিল, সেই ম্যাচেও একটি করে চার ও ছয় মেরে ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন বাদোনি।

ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে এই ক্রিকেটারের!

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বাদোনিকে নিয়ে হরভজন বলেন, আয়ুষ বাদোনির আত্মবিশ্বাস আমার ভালো লেগেছে। অধিনায়ক লোকেশ রাহুল সঠিকভাবে আগেই বলেছিলেন যে, আয়ুষ খুব শান্ত ও দৃঢ়প্রতিজ্ঞ স্বভাবের ক্রিকেটার। চলতি আইপিএলে তাঁর অভিষেক হলেও সেটা আয়ুষের ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছে না। চাপকে জয় করে যেভাবে তিনি খেলছেন তাতেই তাঁর একজন বড় ক্রিকেটার, এমনকী ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া গিয়েছে। অনেক সময় দেখা যায় সামনে কোনও বড় ক্রিকেটার থাকলে তরুণ ক্রিকেটাররা কিছুটা কুঁকড়ে থাকেন। কিন্তু কে বিপক্ষে রয়েছেন সেটাকে পাত্তা দিচ্ছেন না আয়ুষ। স্বাভাবিক ছন্দে শট খেলে যাচ্ছেন। বড় প্লেয়ার বল করলেও ছয় বা চার মারতে কোনও আড়ষ্টভাব নেই আয়ুষের মধ্যে। মানসিক গঠন যে কতটা শকক্তিশালী, এতেই তা স্পষ্ট। শুধু তাই নয়, ভালোরকম প্রস্তুতি নিয়ে আইপিএলে যে এসেছেন সেটাও বোঝা যাচ্ছে। একজন তরুণ ক্রিকেটার হিসেবে যথেষ্ট পরিণতি লক্ষ্য করা যাচ্ছে বাদোনির খেলায়।

ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে এই ক্রিকেটারের!

হরভজনের মতো ধবল কুলকার্নিও মনে করেন, বাদোনি ভবিষ্যতের একজন তারকা হয়ে উঠতে পারেন। ধবলের কথায়, নিজের প্রথম আইপিএলেই ভালো টেম্পারামেন্ট লক্ষ্য করা গিয়েছে আয়ুষের মধ্যে। তাঁর অভিষেক ম্যাচে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন তাঁর দল বেশ চাপে। এরপরও তিনি ঝকঝকে অর্ধশতরান উপহার দেন। দ্বিতীয় ম্যাচে বড় রান সফলভাবে তাড়া করতে চাপের মুখেও অবদান রাখেন বাদোনি। একদিন বড় ক্রিকেটার হয়ে ওঠার জন্য যা যা দরকার, সমস্ত গুণ তাঁর মধ্যে রয়েছে।

English summary
IPL 2022: LSG's Ayush Badoni Has All The Qualities Of A Future Star, Opine Harbhajan Singh And Dhawal Kularni. Badoni Has Scored 102 Runs In 4 Matches With Srike Rate Of 156.92.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X