For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের অস্তিত্ব রক্ষার লড়াই, মধুর প্রতিশোধে কীভাবে খুলতে পারে প্লে অফের দরজা?

Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। পয়েন্ট তালিকার তিন ও ছয় নম্বর ম্যাচের উপর নির্ভর করছে প্লে অফের যোগ্যতা অর্জনের সমীকরণ। লখনউ অবশ্য সুবিধাজনক জায়গাতেই রয়েছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে বড় ব্যবধানে জিততেই হবে শ্রেয়স আইয়ারের কেকেআরকে। দুই দলই কাল লিগ পর্যায়ের শেষ ম্যাচটি খেলছে। নবাগত দলের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ৭৫ রানের হারের মধুর প্রতিশোধ নেওয়াও লক্ষ্য দু-বারের চ্যাম্পিয়নদের।

প্রথম সাক্ষাতে

গত ৭ মে পুনের এমসিএ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৭৫ রানে হারিয়ে লিগ তালিকার শীর্ষস্থান দখল করেছিল লখনউ সুপার জায়ান্টস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেকেআর। লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। কুইন্টন ডি ক ২৯ বলে ৫০ ও দীপক হুডা ২৭ বলে ৪১ রান করেছিলেন। আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন। জবাবে ১৪.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় কেকেআর। আন্দ্রে রাসেল ১৯ বলে ৪৫, সুনীল নারিন ১২ বলে ২২ ও অ্যারন ফিঞ্চ ১৪ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। আবেশ খান ও জেসন হোল্ডার তিনটি করে উইকেট দখল করেন। আবেশ ম্যান অব দ্য ম্যাচ হন।

লখনউয়ের অস্বস্তি মিডল অর্ডার

কেকেআরকে হারানোর পর অবশ্য টানা দুটি ম্যাচে পরাস্ত হয়ে পয়েন্ট তালিকার তিনে নেমে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮২ রানে অল আউট হয়ে ৬২ রানে পরাজয়। রাজস্থান রয়্যালসের কাছেও গত রবিবার ২৪ রানে হেরে গিয়েছে লখনউ। ফলে ১৩ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে লখনউ (০.২৬২) রাজস্থানের (০.৩০৪) চেয়ে পিছিয়ে থাকায় তিনে রয়েছে। কাল জিতলে আইপিএলে দ্বিতীয় দল হিসেবে ১৮ পয়েন্টে পৌঁছে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। এমনিতেও লখনউ কেকেআরের কাছে হেরে গেলেও প্লে অফের দৌড়ে থাকবে ভালোভাবেই। তবে মিডল অর্ডারকে ছন্দে ফেরানোই চ্যালেঞ্জ রাহুলদের। লখনউয়ের তিন থেকে ছয় নম্বর অবধি ব্যাটারদের গড় ২১.৮৮, যা সব দলের মধ্যে খারাপ। বোলিং বিভাগ নিয়ে তেমন চিন্তার কিছু নেই।

অস্তিত্ব রক্ষার লড়াই

কলকাতা নাইট রাইডার্স লখনউকে হারিয়ে দিলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করবে। যদিও তাতে নিশ্চিত হবে না নাইটদের শেষ চারে যাওয়া। কেকেআরের নেট রান রেট ০.১৬০। কেকেআর ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যেতে পারবে যদি দিল্লি ক্যাপিটালস বিশ্রীভাবে শেষ ম্যাচে হেরে যায়, পন্থদের নেট রান রেট ০.২৫৫। আরসিবিকে শেষ ম্যাচে হারতেই হবে। পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদকেও ১৪ বা তার কম পয়েন্টে অভিযান শেষ করতে হবে। এই তিন দলের নেট রান রেটই মাইনাসে। দিল্লি ও কলকাতার মধ্যে যার নেট রান রেট ভালো থাকবে তারা পাবে প্লে অফের টিকিট। তবে বাস্তব হচ্ছে, নাইটদেরও কার্যত বিদায় হয়েই গিয়েছে আইপিএল থেকে। শেষ ম্যাচ জিতলে মধুরেণ সমাপেয়েতের যেটুকু স্বস্তি মিলবে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

কেমন হতে পারে একাদশ?

কেমন হতে পারে একাদশ?

লখনউ ম্যাচে হারের পর কেকেআরের একাদশে আমূল পরিবর্তন হয়েছিল। নাইটরা পাঁচটি ওপেনিং কম্বিনেশন খেলিয়েছে এবার। তবে অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারের জুটিই প্রথমবার ৫০ পার করে। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট ছিটকে দিয়েছে রাহানেকে। তাঁর পরিবর্তে বাবা ইন্দ্রজিৎকে ফেরানো হতে পারে ওপেনিংয়ে। রাহুলদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা বিশেষ না থাকলেও ব্যাটিং অর্ডারে রদবদল হতে পারে।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, আবেশ খান, মহসীন খান, রবি বিষ্ণোই, দুষ্মন্ত চামিরা

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- বাবা ইন্দ্রজিৎ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

English summary
IPL 2022: Kolkata Knight Riders vs Lucknow Super Giants Preview With Stats And Playoffs Qualification Scenarios. In Their Previous Meeting LSG Have Defeated KKR By 75 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X