For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে এবার নবাগত দুই দলের দ্বৈরথ! লখনউ ও গুজরাত দলে কারা থাকতে পারেন?

Google Oneindia Bengali News

আইপিএল এবার হচ্ছে ১০টি দলকে নিয়ে। কাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে নবাগত দুই দলের দ্বৈরথ। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামবেন হার্দিক পাণ্ডিয়াও, তিনি নেতৃত্ব দেবেন গুজরাত জায়ান্টসের। চেনা পরিবেশে এই প্রথম আলাদা দলে খেলতে দেখা যাবে পাণ্ডিয়া ভাইদের। কেন না, ক্রুণাল এবার লখনউয়ে।

পূর্ণশক্তি নেই লখনউয়ের

লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারছে না। মার্ক উড ছিটকে যাওয়ায় ধাক্কা খেয়েছে রাহুলের দল, উডের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ড্রু টাই। দেশের হয়ে খেলা থাকা মার্কাস স্টইনিস, জেসন হোল্ডার, কাইল মেয়ার্সকে প্রথম সপ্তাহে পাচ্ছে না লখনউ। যদিও দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, আবেশ খানরা রয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের সাফল্য অনেকটাই নির্ভর করবে রাহুল ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটির উপর। রাহুলের সঙ্গে রশিদ খানের দ্বৈরথও উপভোগ্য হতেই পারে। রশিদের ৪৩টি বলে তিনবার আউট হয়েছেন রাহুল। ৭৭ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৩।

শক্তিতে এগিয়ে গুজরাত

গুজরাত টাইটান্সের ওপেনার জেসন রয় সরে দাঁড়ানোয় তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে। তবে তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। শুভমান গিলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে। গুজরাতের বোলিং শক্তি এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী। দলের সহ অধিনায়ক রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামির সঙ্গে রয়েছেন রাহুল তেওয়াটিয়া, আর সাই কিশোররা। হার্দিক কালকের ম্যাচে বোলিং করবেন না। তাঁর পাশে দাঁড়িয়ে হেড কোচ আশিস নেহরা বলেছেন, যে কোনও টি ২০ দলেই শুধু ব্যাটার হিসেবেই থাকতে পারেন হার্দিক। উল্লেখ্য, চলতি বছর টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লক্ষ্যে হার্দিকের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে আইপিএল। ঋদ্ধিমান সাহা কালকের ম্যাচে প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

নজরে মিডল অর্ডার

দুই দলকে চিন্তায় রাখতে পারে মিডল অর্ডার। সুপার জায়ান্টসের ক্রুণাল বা টাইটান্সের তেওয়াটিয়া বা ডেভিড মিলার, তাঁদের ধারাবাহিকতার অভাব রয়েছে। হার্দিকও নভেম্বরের পর মাঠে নামেননি। মিলার যদি কাল খেলেন এবং ২৬ রান করেন তবে আইপিএলে তিনি ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। হার্দিকের আইপিএলে ছক্কার সেঞ্চুরির জন্য দরকার দুটি ওভার বাউন্ডারি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২০ থেকে ২০টি ম্যাচের মধ্যে ১৪টিতেই রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল। কালকের ম্যাচেও টস জেতা অধিনায়ক ফিল্ডিংই নিতে পারেন।

কোন দল কেমন হতে পারে?

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা বা বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন, মহম্মদ শামি।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, দীপক হুডা, মনন ভোরা, ক্রুণাল পাণ্ডিয়া, অঙ্কিত রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, দুষ্মন্ত চামিরা, আবেশ খান।

English summary
IPL 2022: KL Rahul-Led Lucknow Super Giants Will Face Hardik Pandya's Gujarat Titans On Monday. For The First Time Pandya Brothers Hardik And Krunal Will Be On Opposite Sides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X