IPL 2022: লখনউ-এর বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। কেকেআর-এর দলে একটি পরিবর্তন। চোট পাওয়া উমেশ যাদবের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন হর্ষিত রানা।

এ দিন টসে জিতে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেছেন, "উইকেট বেশ শুস্ক মনে হচ্ছে এবং শিশির এই মাঠে পড়বে না বলেই মনে হয়। আমরা প্রথমে বোলিং করবো। শেষ ম্যাচে দল বেশ ভাল মতোই রান তাড়া করেছে। দুর্ভাগ্যবশত পেশির চোটের কারণে উমেশ যাদব এই ম্যাচে খেলতে পারছে না। তাঁর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন হর্ষিত রানা। অধিনায়ক হিসেবে সঠিক কম্বিনেশনটা বেছে নেওয়া জরুরি। আমাদের একাধিক চোট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যদিও এটা খেলারই অঙ্গ। আমরা নিজেদের একশো শতাংশ দিতে প্রস্তুত।"
অন্য দিকে, প্রায় প্লে-অফে জায়া কনফার্ম করে নেওয়া কে এল রাহুল বলেছেন, "এই মাঠে বেশি ম্যাচ আমরা খেলিনি। যতটা টিভিতে দেখেছি তাতে মনে হয় এটা হাইস্কোরিং ম্যাচ হওয়ার উইকেট নয়। আমাদের কাছে সুযোগ রয়েছে প্রথমে ব্যাটি করে ভাল রান করার। আমাদের দলে একটি পরিবর্তন রয়েছে কৃষ্ণাপ্পা গৌতমের পরিবর্তে দলে এসেছেন আভেষ খান।"
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। পর পর ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে গত ম্যাচে জয়ের মুখ দেখেছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্স:
বাবা ইন্দ্রজিৎ (উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অনুকুল রয়, হর্ষিত রানা, টিম সাউদি, শিভাম মাভি
লখনউ সুপার জায়ান্টস:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কে এল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পান্ডিয়া, আয়ূষ বাদোনী, জেসন হোল্ডার, দুশমন্ত চামিরা, আভেষ খান, মহসিন খান, রবি বিষ্ণোই