For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: সানরাইজার্স ম্যাচেই কোন চমক দেখাবেন বরুণ? কেকেআরের মিস্ট্রি স্পিনার তৈরি নতুন অস্ত্র নিয়ে

Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের। আর অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার আগে কেন উইলিয়ামসনদের কপালে চিন্তার ভাঁজ বাড়ালেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। জানিয়ে দিলেন, নতুন বোলিং বৈচিত্র্যের উপরই জোর দিচ্ছেন তিনি। ফলে কোন রহস্য ভেদ করার চ্যালেঞ্জ উইলিয়ামসনদের জন্য অপেক্ষা করে রয়েছে, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

 কেকেআরের মিস্ট্রি স্পিনার তৈরি নতুন অস্ত্র নিয়ে

চলতি আইপিএলে বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে চারটি উইকেট দখল করেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছিলেন ২৩ রানের বিনিময়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ৩৩ রান খরচ করে একটি উইকেট পান। পাঞ্জাব কিংস ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দেন, তবে কোনও উইকেট পাননি। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে একটি করে উইকেট দখল করেন যথাক্রমে ৩২ ও ৪৪ রানের বিনিময়ে। গত মরশুমের আইপিএলে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট গিয়েছিল বরুণ চক্রবর্তীর দখলেই। ১৭টি ম্যাচে ১৮টি উইকেট পেয়েছিলেন তিনি।

 কেকেআরের মিস্ট্রি স্পিনার তৈরি নতুন অস্ত্র নিয়ে

গতবারের তুলনায় এখনও অবধি প্রত্যাশিত সাফল্য না পেলেও উদ্বিগ্ন নন বরুণ। তাঁর কথায়, এমনটা হওয়াই স্বাভাবিক। আমার বোলিং সামলানোর জন্য প্রতিপক্ষ দল রণকৌশল সাজাবে। গত বছর ভারতে আইপিএলের যতগুলি ম্যাচ হয়েছিল তাতে সাত ম্যাচে আমি ৬-৭টার বেশি উইকেট পাইনি। পরের দিকে বেশি উইকেট পেয়েছি। ফলে এখনই বলা সম্ভব নয়, এবার কতগুলি উইকেট আমি নিতে সক্ষম হব। আমি বোলিংয়ে নতুন বৈচিত্র্য আনার উপর জোর দিয়েছি। সেই ধরনের বলগুলি আরও বেশি করে করব। যদি তা কার্যকরী হয় তবে আমার খেলায় তা অন্য মাত্রা যোগ করবে। বরুণ এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, লেগস্পিনে বৈচিত্র্য আনার প্রক্রিয়া তিনি গত দুই বছর ধরেই চালাচ্ছেন। কয়েকটি ম্যাচে বল করে উইকেটও পেয়েছেন। আত্মবিশ্বাস বাড়িয়ে এই ধরনের বল আরও বেশি করে করতে চান বরুণ। তিনি বলেছেন, সুনীল নারিন আমার বড় ভাইয়ের মতো। আমার খারাপ সময়ে তিনি এগিয়ে এসে আমাকে নানা পরামর্শ দেন, নানা অভিজ্ঞতা ভাগ করে নেন।

বরুণ চক্রবর্তী মনে করেন, বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা স্পিনার রশিদ খান। ক্রিকেটে কোনও বোলার মার খেতেই পারেন। রশিদ খানের ওভারেও কোনও কোনও ম্যাচে ভালোই রান তোলেন ব্যাটাররা। খারাপ দিন যেতেই পারে, তবে সেখান থেকে কামব্যাকের রাস্তা বের করাকেই চ্যালেঞ্জ বলে মনে করেন বরুণ। টি ২০ বিশ্বকাপে চোট পান, কাফ ইনজুরির কারণে রিহ্যাব চলে এনসিএতে। বরুণ জানিয়েছেন, এখন পুরো ফিট রয়েছি। পেইন কিলার না খেয়েই খেলতে নামতে পারছি। এতে বোলিং করতেও আগের চেয়ে সুবিধা হচ্ছে বলে জানান তিনি। ভারতীয় লেগ স্পিনারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা উপভোগই করছেন বরুণ। এটা তাঁর উপর চাপ তৈরি করে না বলেই দাবি কেকেআরের স্পিনারের। তিনি জানিয়েছেন, চাহাল দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাঁকে মেসেজ করেছি। রবি বিষ্ণোই ভালো বোলিং করছেন, কুলদীপ যাদবও। রাহুল চাহারও অনবদ্য। সবমিলিয়ে লেগ স্পিনাররা সফল হলে ভালোই লাগে।

English summary
IPL 2022: Kolkata Knight Riders' Mystery Spinner Varun Chakravarthy Is Banking On New Bowling Variation. KKR Will Take On SRH Tonight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X