For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: কেকেআর নিয়ে বিস্ফোরক সৌরাশিস! আকাশ-শাহবাজের বার্তায় খুশি, শামিকেও বিরাট সার্টিফিকেট

  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। আর তাতেই বড় অবদান রেখেছেন বাংলার দুই প্রতিভা- শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। বাংলা দলের সহকারী কোচ তথা প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর কাছে এটাই তৃপ্তির। কলকাতা নাইট রাইডার্স নামের সঙ্গেই শুধু জড়িয়ে রয়েছে কলকাতা। বাস্তবে বাংলা ব্রাত্যই থাকে কেকেআর ম্যানেজমেন্টের কাছে। কেকেআর নিয়ে আগ্রহ কমছে বাংলার মানুষেরও।

কেকেআরে ব্রাত্য বাংলা!

কেকেআরে ব্রাত্য বাংলা!

আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন। কিন্তু কেকেআর বাংলার ক্রিকেটারদের দলেই নেয় না। নিলামে কাউকে নিতে আগ্রহই দেখায় না। ২০০৮ সাল থেকে আইপিএল হচ্ছে। বাংলার ক্রিকেটের উন্নতিতে এক চিলতে কাজও করেনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের দল। সম্প্রতি ওয়ানইন্ডিয়া বাংলাকে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা বলেছিলেন, কেকেআরকে সাপোর্ট করাই উচিত নয় বাংলার মানুষের। রাজনৈতিকভাবে ভিন্ন দলে থাকলেও বাংলার মন্ত্রী তথা প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিও ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেছিলেন, কেকেআর যেখানে বাংলার ক্রিকেটারদের উপর আস্থা রাখছে না সেখানে না জিততে পারলে যাঁদের তাঁরা দলে নিয়েছে তাঁদের নিয়ে কথা তো উঠবেই। কেকেআর মনে করে বাংলার ক্রিকেটাররা ম্যাচ জেতাতে পারেন না, তাহলে যাঁরা থাকছেন তাঁরা কাপ জেতাতে পারছেন কি? বাংলার ক্রিকেটাররা সুযোগ পেলে আইপিএলের মঞ্চেও নিজেদের দক্ষতা মেলে ধরতে পারবেন বলে নিশ্চিত ছিলেন মনোজ। গুজরাত টাইটান্সে মহম্মদ শামিই হোন বা আরসিবিতে আকাশ দীপ ও শাহবাজ আহমেদ মনোজের সেই ধারণাকেই প্রতিষ্ঠিত করছেন।

কলকাতাকে হারানোয় উজ্জ্বল আকাশ-শাহবাজ

গতকাল কেকেআর ম্যাচে বাংলা দলের দুই ক্রিকেটার ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দেওয়ায় উচ্ছ্বসিত সৌরাশিস লাহিড়ী। বাংলার সিনিয়র দলের সহকারী কোচ সৌরাশিস আকাশ দীপের বোলিংয়ের প্রশংসা করেছেন। শাহবাজ আহমেদের পারফরম্যান্সেও দারুণ খুশি। পাঞ্জাব কিংস ম্যাচে শাহবাজ ১ ওভার বল করে ৬ রান দিয়েছিলেন। কেকেআরের বিরুদ্ধে ১ ওভারে ১৬ রান দেন, তার মধ্যে আন্দ্রে রাসেলের কাছে দুটি ছক্কা হজম করতে হয়েছিল। এরপর ব্যাট হাতে দলের প্রয়োজনে ২০ বলে ২৭ রানের মূল্যবান ইনিংস খেলেন শাহবাজ। তিনটি ছক্কার মধ্যে রাসেলের এক ওভারেই দুটি। মজার ব্যাপার হলো রাসেল যেমন ম্যাচের ১৩তম ওভারে শাহবাজের বলে ১৬ রান নিয়েছিলেন, শাহবাজও ১৩তম ওভারেই রাসেলের বলে দুটি ছক্কা হাঁকিয়ে ১৫ রান নিয়ে ম্যাচ ঝোঁকান আরসিবির দিকে। আরসিবির ইনিংসে সবচেয়ে বেশি রান ওঠে এই ওভারেই।

চোখে চোখ রেখে বার্তা

চোখে চোখ রেখে বার্তা

সৌরাশিস বলেন, শাহবাজ বাংলা দলের কাছেও বড় সম্পদ। তিনি দলকে স্টেবিলিটি দিয়েছেন। বল হাতে দিনে ২০-২৫ ওভার করতে পারেন, আবার ব্যাট হাতে ৬-৭ নম্বরে নেমেও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। এমন ক্রিকেটার সব দলের কাছেই সম্পদ। আমরা ধন্যবাদ জানাব শাহবাজ, আকাশ দীপের মতো বাংলার ক্রিকেটারদের দক্ষতার উপর আস্থা রেখে তাঁদের দলে নেওয়ায় এবং সুযোগ দেওয়ার জন্য। তাঁরা সুযোগের সদ্ব্যবহারও করছেন। শাহবাজ যখন বাংলার ক্রিকেটের আঙিনায় পা রেখেছেন তখন থেকেই ছাপ রাখছেন অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে। আইপিএলে দলকে জেতাচ্ছেনও। এটা কেকেআরকেও বাংলার সকলের হয়ে বার্তা যে, বাংলার ক্রিকেটাররাও পারেন। বাংলার ক্রিকেটের ঐতিহ্য, সাফল্য রয়েছে, এতো ভালো ভালো ক্রিকেটার রয়েছেন। আকাশ-শাহবাজরা কেকেআরের চোখে চোখ রেখেও দেখিয়ে দিল আমরাও পারি। কেকেআর ম্যানেজমেন্ট ভাবে, বাংলার লোকেরা জেতাতে পারে না, দল চালাতে পারে না। তামিলনাড়ু, মুম্বই থেকে লোক ধরে এনে কলকাতার ফ্র্যাঞ্চাইজি চলছে, এটা দুর্ভাগ্যের। তবে সবচেয়ে বড়ো কথা, বাংলার মানুষ এটা বুঝতে পেরেছেন। কলকাতার সঙ্গে কেকেআরের কোনও আত্মিক যোগাযোগই নেই। প্রথমে যখন দু-একজন ক্রিকেটার কেকেআরে ছিলেন তখনও বাংলার প্রতি তাঁদের হেয় করার মানসিকতা ছিল। এখন সেটা আরও বেশি প্রকট হয়েছে।

শামিকে চাই বিশ্বকাপে

শামিকে চাই বিশ্বকাপে

গুজরাত টাইটান্সে মহম্মদ শামির পারফরম্যান্স দেখেও খুশি সৌরাশিস। তিনি বলেন, অনেকে বলেন শামি নন, বুমরাহ দেশের ১ নম্বর। কিন্তু আমার বিচারে সব ফরম্যাটে শামিই এক নম্বর। তাঁর রেকর্ডের দিকে সকলের তাকানো উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮০ উইকেট (টেস্টে ২১৪, ওয়ান ডে-তে ১৪৮ ও টি ২০ আন্তর্জাতিকে ১৮টি)। তবু কেন বুমরাহর পরে এটাই মাথায় ঢোকে না। আইপিএলেও শামি যেভাবে শুরু করেছেন তাতে দারুণ ছন্দে এটা পরিষ্কার। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের পর শামিকে ভারতীয় টি ২০ দলে দেখা যায়নি। ২০২০ সালের পর নেওয়া হয়নি একদিনের আন্তর্জাতিকেও। সৌরাসিস বলেন, বিশ্বকাপের আগে ভারত অনেকগুলি টি ২০ খেলবে। আইপিএলে শামি দারুণ বোলিং করলে নিশ্চিতভাবেই ডাক পাবেন।

উমেশও দৌড়ে

উমেশও দৌড়ে

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ, সেখানে শামির পাশাপাশি উমেশ যাদবকেও ব্রাত্য রাখা ঠিক হবে না বলেই মত সৌরাশিসের। উমেশও দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটের বাইরে। কিন্তু আইপিএলে দুটি ম্যাচেই ভালো শুরু করেছেন। গুরুত্বপূর্ণ উইকেটগুলি তুলে নিয়েছেন। বিরাট-দু প্লেসিকে আউট করেছেন গতকাল। ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন, নাহলে ১০১ রানে ৯ উইকেট হারানো কেকেআর আরও কমে গুটিয়ে যেত। আইপিএলে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা এখনও অবধি তাঁর মনে ধরেছে বলে জানিয়েছেন সৌরাশিস।

English summary
IPL 2022: Bengal's Assistant Coach Saurashish Lahiri Feels KKR Losing Popularity In Bengal By Ignoring Bengal Players Like Shahbaz, Akash. Saurashish Opines Mohammed Shami Should Be Included In India's T20 WC Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X