For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বাটলার শতরানে ছুঁলেন বিরাটকে! আরসিবিকে চূর্ণ করে ফাইনালে গুজরাতের সামনে রাজস্থান

Google Oneindia Bengali News

আইপিএলের ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকায় গুজরাত একে, রাজস্থান দ্বিতীয় স্থানে ছিল। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পাণ্ডিয়াদের কাছে হেরে যায় রাজস্থান রয়্যালস। কিন্তু আজ আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দাপট দেখিয়ে চূর্ণ করল রয়্যালস। জয় এলো ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে। ২০০৮ সালের পর এই প্রথমবার রাজস্থান রয়্যালস ফাইনালে। জস বাটলার চলতি আইপিএলে চতুর্থ তথা পঞ্চম শতরানটি পেয়ে স্পর্শ করলেন আইপিএলে বিরাট কোহলির পাঁচটি শতরানের নজির। আইপিএলে সর্বাধিক ৬টি শতরান রয়েছে ক্রিস গেইলের।

দ্বিতীয় সুযোগ রাজস্থানের

দ্বিতীয় সুযোগ রাজস্থানের

রাজস্থান রয়্যালস প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে। মাঝের ১৩টি আইপিএল মরশুমে তারা ফাইনালে উঠতে পারেনি। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ রবিবাসরীয় ফাইনালে নেওয়ার সুযোগ চলে এলো সঞ্জু স্যামসনের দলের কাছে। এদিন যেভাবে জয় এলো এবং বাটলার চেনা ছন্দে ফিরলেন তাতে ফাইনালের লড়াই হাড্ডাহাড্ডি হবেই।

কাছে এসেও দূরেই

কাছে এসেও দূরেই

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে আইপিএল খেতাব অধরা থাকল পঞ্চদশ সংস্করণেও। এর মধ্যে ৮ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২২) তারা শেষ চার বা প্লে অফ খেলেছে। তার মধ্যে তিনবার ফাইনালে উঠে তিনবারই পরাস্ত হয়েছে। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১ সালে চেন্নাই সুপার কিংস ও ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিকে। গত বছরের আইপিএলে আরসিবি এলিমিনেটরে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। গত বুধবার এলিমিনেটরে ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে এলেও এদিন ব্যাটে-বলে হতাশাজনক পারফরম্যান্সই উপহার দিয়ে বিদায় নিল আরসিবি।

ব্যাটিং ব্যর্থতা

ব্যাটিং ব্যর্থতা

আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি ফাফ দু প্লেসির দল। প্রসিদ্ধ কৃষ্ণ ১৭টি, ট্রেন্ট বোল্ট ১৩টি, ওবেক ম্যাককয় ১০টি, রবিচন্দ্রন অশ্বিন ৫টি ও যুজবেন্দ্র চাহাল ২টি ডট বল করেন। শেষ পাঁচ ওভার অর্থাৎ ডেথ ওভারে ইডেনে এলিমিনেটরে যেখানে আরসিবি বিনা উইকেটে ৮৪ রান তুলেছিল বুধবার, আজ সেই পাঁচ ওভারে তোলে মাত্র ৩৪ রান, হারায় পাঁচটি উইকেট। ৪২ বলে সর্বাধিক ৫৮ রান করেন রজত পাটীদার। ফাফ দু প্লেসি ২৫ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৪ রান করেন। বিরাট কোহলি করেন ৮ বলে ৭। বাংলার শাহবাজ আহমেদ ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও ওবেদ ম্যাককয় নেন তিনটি করে উইকেট। ট্রেন্ট বোল্ট ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট দখল করেন। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ঝোড়ো শুরুতে জবাব

ঝোড়ো শুরুতে জবাব

জবাবে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্য়াটিং চালিয়ে যেতে থাকেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। প্রথম ওভারে মহম্মদ সিরাজ ১৬ রান দেন। তৃতীয় ওভারে তিনি দেন ১৫ রান। পঞ্চম ওভারে শাহবাজ আহমেদ ১৯ রান দিয়ে বসেন, এই ওভারেই পঞ্চাশ পেরিয়ে যায় রয়্যালসের। ষষ্ঠ ওভারের প্রথম বলে দলের ৬১ রানের মাথায় আউট হন যশস্বী জয়সওয়াল। তিনি একটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৩ বলে ২১ রান করেন। জশ হ্যাজলউডের বলে বিরাট কোহলির হাতে তিনি ক্যাচ দিয়ে ফেরেন। পাওয়ারপ্লে-র ৬ ওভারেই রাজস্থান রয়্যালসের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৬৭।

বিধ্বংসী বাটলার

বিধ্বংসী বাটলার

বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসন এরপর দলকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন। মাত্র ২৩ বলে ৫০ রান পূর্ণ করে ফেলেন জস বাটলার। একাদশতম ওভারে হর্ষল প্যাটেলের প্রথম বলে বাটলারের সহজ ক্যাচ ফেলেন দীনেশ কার্তিক। বাটলাররা যে মেজাজে ব্যাট করছিলেন তাতে অনেক আগে থেকেই আরসিবির বডি ল্যাঙ্গুয়েজে হতাশার ছবিই ফুটে উঠতে থাকে বারবার। ১১.৪ ওভারে ওয়ানিন্দু হাসারঙ্গা স্যামসনের উইকেটটি তুলে নেন। একটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১ বলে ২৩ রান করে তিনি আউট হন দলের ১১৩ রানের মাথায়। ১২তম ওভারে হাসারঙ্গা একটি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ২ রান খরচ করেন। ১৩তম ওভারে জশ হ্যাজলউড ৩ ও ম্যাক্সওয়েল ১৪তম ওভারে ৫ রান দেওয়ায় শেষ ৬ ওভারে জিততে ৩৬ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের। ১৭তম ওভারের পঞ্চম বলে দেবদত্ত পাড়িক্কল ১২ বলে ৯ রান করে হ্যাজলউডের শিকার হন। রাজস্থান রয়্যালসের তৃতীয় উইকেটটি পড়ে ১৪৮ রানে।

শতরানে স্পর্শ বিরাট নজির

রাজস্থান রয়্যালসকে ফাইনালে পৌঁছে দিয়ে অপরাজিত থাকেন চলতি আইপিএলে সর্বাধিক রানের মালিক জস বাটলার। এদিন তিনি ৫৯ বলে শতরান পূর্ণ করেন। হর্ষল প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে জয় এনে দেন বাটলার। চলতি আইপিএলে এটি বাটলারের চতুর্থ শতরান। আইপিএলে তাঁর পঞ্চম সেঞ্চুরি। বিরাট কোহলিরও আইপিএলে পাঁচটি শতরান রয়েছে। সেই নজির স্পর্শ করলেন ইংল্যান্ডের এই ওপেনার। আপাতত ১৬ ইনিংসে তাঁর রান ৮২৪। সর্বাধিক ১১৬, গড় ৫৮.৮৫, স্ট্রাইক রেট ১৫১.৪৭। চারটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। মেরেছেন ৭৮টি চার ও ৪৫টি ছয়। যার ধারেকাছে কেউ নেই। আজ বাটলার ৬০ বলে ১০৬ রানে অপরাজিত রইলেন, মেরেছেন ১০টি চার ও ৬টি ছয়। হ্যাজলউড ২৩ রানে ২টি উইকেট নেন। হাসারঙ্গা ১টি উইকেট নেওয়ায় উইকেটের সংখ্যার নিরিখে চাহালকে ধরে ফেললেন। ইকনমিতে এগিয়ে থাকায় তিনিই পেলেন বেগুনি টুপি।

English summary
IPL 2022: Rajasthan Royals Smashed RCB's Title Dream To Face Gujarat Titans In The Final On Sunday. Jos Buttler Equals Virat Kohli's Century Record By Hitting 4th Hundred In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X