For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: জুনে ভারতের ৭ টি ২০ আন্তর্জাতিক! আইপিএলে নির্বাচকদের নজরে কোন পেসারদের পারফরম্যান্স?

Google Oneindia Bengali News

আইপিএল শেষ হবে মে মাসের শেষে। আর তারপর জুনেই ভারত খেলবে ৭টি টি ২০ আন্তর্জাতিক। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটি। অগাস্টে এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়, সেটিও টি ২০ ফরম্যাটে। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়ার ক্ষেত্রে এই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ তো বটেই, আইপিএলের দিকেও নজর রাখছেন নির্বাচকরা।

আইপিএলে নির্বাচকদের নজরে কোন পেসারদের পারফরম্যান্স?

অস্ট্রেলিয়ার পিচে পেস আক্রমণ ফারাক গড়ে দিতে পারে। সে কারণে সেরাদেরই রাখার কঠিন চ্যালেঞ্জ নির্বাচকদের পক্ষে। আইপিএলে পারফরম্যান্সের জেরে অলরাউন্ডার হিসেবে যেমন হার্দিক পাণ্ডিয়ার অনেকটাই পিছনে পড়ে গিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তেমনই টি ২০ বিশ্বকাপের দলে অনেক নামী তারকাও দলের বাইরে থাকতে পারেন। বিশেষ করে জল্পনা চলছে পেসারদের নিয়ে। ভারত দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জুনের ৯, ১২, ১৪, ১৭ ও ২০ তারিখ টি ২০ আন্তর্জাতিক খেলবে। তারপর আয়ারল্যান্ডে পাঠানো হবে দ্বিতীয় সারির দল। টেস্ট দল তখন থাকবে ইংল্যান্ডে। আয়ারল্যান্ডে দুটি টি ২০ আন্তর্জাতিক জুনের ২৬ ও ২৮ তারিখ।

আইপিএলে নির্বাচকদের নজরে কোন পেসারদের পারফরম্যান্স?

দীপক চাহারের যা পরিস্থিতি তাতে তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকছে। বিশেষ করে পিঠের চোটের কারণে মাস চারেকের জন্য তিনি ছিটকে যাওয়ায়। এতগুলি ম্যাচ বিশ্বকাপের আগে। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও নজর রাখতে হচ্ছে। জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আবেশ খান, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, উমেশ যাদবদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে ফেভারিট উমরান মালিক। তাঁর সঙ্গেই অর্শদীপ সিং, টি নটরাজনের মতো যাঁরা আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন তাঁদেরও টি ২০ বিশ্বকাপের আগে দেখে নিতে চাইছেন নির্বাচকরা।

আইপিএলে নির্বাচকদের নজরে কোন পেসারদের পারফরম্যান্স?

সুনীল গাভাসকর বলেছেন, উমরান নিশ্চিতভাবেই ভারতের হয়ে খেলবেন। প্রাক্তন ক্রিকেটার ও কোচ ডব্লুভি রামন বলছেন, উমরানের মতো তরুণ বোলার যখন এতো গতিতে ধারাবাহিকভাবে বল করছেন, উইকেট পাচ্ছেন, তখন তাঁকে ভারতের হয়ে খেলানোর জন্য তিন বছর অপেক্ষা করা উচিত নয়। এখনই নেওয়া উচিত। তবে উমরান যেভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে নিয়মিত বোলিং করছেন, তাঁকে দলে নিলে ভারতের স্লিপ ক্য়াচিংয়েরও উন্নতির প্রয়োজন থাকবে। কারণ বল ব্যাটে লেগে দ্রুতগতিতে ফিল্ডারের কাছে পৌঁছে যাবে। ভারতের যা ব্য়াটিং শক্তি রয়েছে তাতে প্রথম চারে কোনও ক্রিকেটারের অভিষেক হওয়ার সম্ভাবনা এখন নেই বলে অভিমত রামনের।

তবে বোলিং বিভাগে উমরানের মতো স্পেশ্যাল ট্যালেন্টকে দেখতে চান রামন। প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধী বলেন, আইসিসির টুর্নামেন্টে অস্ট্রেলিয়ায় পিচ ব্যাটারদের সহায়কও হবে। ফলে জোরে বোলারের বিরুদ্ধে ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলতে পারবেন। ভারতের নিশ্চিতভাবেই অভিজ্ঞতায় জোর দেওয়া উচিত। তবে টি ২০ বিশ্বকাপের আগে উমরান মালিককে দেখে নেওয়া যেতেই পারে, দেখা যেতেই পারে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কেমন বোলিং করছেন।

English summary
IPL 2022: India Will Play 7 T20Is in June. Umran Malik In Selection Committee's Radar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X