For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: হেটমায়ারের ঝড়ে লড়াইয়ে রাজস্থান! আথিয়া-সুনীলদের সামনে বড় চ্যালেঞ্জ হবু জামাই রাহুলের

Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের সামনে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান রয়্যালস। ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত রইলেন শিমরন হেটমায়ার। ১৪ রানের মাথায় জীবন পেয়েছিলেন। একটা সময় তাঁর নামের পাশে ছিল ২৫ বলে ২১। এর পরের ১১ বলে করলেন ৩৮। ১টি চার ও ছটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৯ রান করে রাজস্থান রয়্যালসকে তিনি পৌঁছে দিলেন ৬ উইকেটে ১৬৫ রানে।

আথিয়া-সুনীলদের সামনে বড় চ্যালেঞ্জ হবু জামাই রাহুলের

টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। ৫.১ ওভারে জস বাটলারকে বোল্ড করেন আবেশ খান। ১টি করে চার ও ছয় মেরে ১১ বলে ১৩ রান করে ফেরেন চলতি আইপিএলে সর্বাধিক রানের মালিক। এরপর ৮.৩ ওভারে রাজস্থান রয়্যালস দ্বিতীয় উইকেট হারায় ৬০ রানের মাথায়। অধিনায়ক সঞ্জু স্যামসন ১২ বলে ১৩ রান করে জেসন হোল্ডারের বলে লেগ বিফোর হন। ৭ রানের মধ্যে আরও ২টি উইকেট তুলে নিতে সক্ষম হয় লখনউ সুপার জায়ান্টস। দশম ওভারের প্রথম বলে দেবদত্ত পাড়িক্কল (২৯ বলে ২৯) ও পঞ্চম বলে রাসি ভ্যান ডার ডুসেন (৪ বলে ৪)-কে ফেরান কৃষ্ণাপ্পা গৌতম। প্রোটিয়া তারকা ডুসেন আইপিএল অভিষেকে হতাশই করলেন।

আথিয়া-সুনীলদের সামনে বড় চ্যালেঞ্জ হবু জামাই রাহুলের

এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন শিমরন হেটমায়ার ও রবিচন্দ্রন অশ্বিন। বাউন্ডারি লাইনের ধারে হেটমায়ারের ক্যাচ ফেলেন ক্রুণাল পাণ্ডিয়া, তখন তিনি ১৪ রানে ব্যাট করছিলেন। জীবন পেয়ে ঝড় তোলেন। অশ্বিনও ব্যাট হাতে ছিলেন আক্রমণাত্মক মেজাজে। এই নিয়ে আটবার তিনি আইপিএলে প্রথম ছয় ব্যাটার হিসেবে ব্যাট করতে নামলেন, তবে প্রথমে ব্যাট করার সময় এই প্রথমবার। গত বছর তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষবার প্রথম ছয় ব্যাটারের মধ্যে ছিলেন। ২০১৩ সালে কলকাতায় সিএসকের হয়ে তিনি কেকেআরের বিরুদ্ধে ওপেনও করেন। এদিন ষোড়শ ওভারে গৌতমের প্রথম দুটি বলেই ছক্কা হাঁকান তিনি। ১৮তম ওভারে জেসন হোল্ডার বল করতে যান, হেটমায়ারের দাপটে ওঠে ১৮। ১৯তম ওভারে আবেশ খানের তৃতীয় বলে রবিচন্দ্রন অশ্বিন রিটায়ার্ড আউট হন ২৩ বলে ২৮ রানে। এর পরের দুটি বলে জোড়া ছক্কা হাঁকিয়ে ১৬ রান তুলে নেন হেটমায়ার।

জেসন হোল্ডারের শেষ ওভারেও তিনি দুটি ছক্কা হাঁকান। রিয়ান পরাগ ৪ বলে ৮ রান করেন। ১ বলে ২ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট। কৃষ্ণাপ্পা গৌতম ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। জেসন হোল্ডারের ৪ ওভারে ৫০ রান ওঠে, তিনিও পান ২ উইকেট। আবেশ খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ১টি উইকেট পান। দুষ্মন্ত চামিরা চার ওভারে ২২ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।

আথিয়া-সুনীলদের সামনে বড় চ্যালেঞ্জ হবু জামাই রাহুলের

গ্যালারিতে সপরিবারে হাজির রয়েছেন সুনীল শেট্টি। লোকেশ রাহুলের প্রেমিকা আথিয়া শেট্টিও। তাঁদের সামনে এবার বিরাট চ্যালেঞ্জ সামলাতে হবে রাহুলের লখনউকে। যদিও ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে সুপার জায়ান্টস। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই বোল্ড হন রাহুল। পরের বলেই কৃষ্ণাপ্পা গৌতম লেগ বিফোর হন। লখনউয়ের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১।

English summary
IPL 2022: Rajasthan Royals Set The Target Of 166 Runs For Lucknow Super Giants. Shimron Hetmyer Remains Unbeaten On 59 Off 36 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X